জীবন বিজ্ঞান
April 07, 2022
Life Science GK Bengali PDF Part - 55 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫৫
Life Science GK Bengali PDF Part - 55
নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 55 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫৫ ।
বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের পরিবেশের সংরক্ষণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।
প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Life Science GK Bengali songrokkhon
বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের পরিবেশের সংরক্ষণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।
প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Life Science GK Bengali songrokkhon
উঃ- International Union for Conservation of Nature and natural resources ।
১৭) কত সালে বন্যজীবন সংরক্ষণ আইন চালু হয় ?
উঃ- 1972 সালে ।
১৮) পশ্চিমবঙ্গের কোথায় পাখিরালয় আছে ?
উঃ- সুন্দরবনের সজনেখালিতে ।
১৯) কচ্ছের রান অঞ্চলে কোন্ দুর্লভ প্রাণী পাওয়া যায় ?
উঃ- বুনো গাধা ।
২০) জলদাপাড়া ছাড়া ভারতের আর কোথায় গণ্ডার সংরক্ষণ কেন্দ্র আছে ?
উঃ- আসামের কাজিরাঙ্গা অরণ্যে ।
২১) প্রকৃতির নবীকরণযোগ্য উপাদান বলতে কী বোঝো ?
উঃ- পৃথিবীর মাটি , জল , বায়ু এবং জীবকে নবীকরণযোগ্য উপাদান বলে ( কারণ : প্রকৃতির এই সমস্ত উপাদান ব্যবহারের ফল সাময়িকভাবে কমে গেলেও নির্দিষ্ট সময়ের ব্যবধানে নিজে নিজেই আবার পূরণ হয়ে যায় ) ।
২২) ‘লুপ্তপ্রায়’ প্রজাতি কাদের বলে ?
উঃ- বর্তমান পৃথিবীতে যেসব প্রজাতির অস্তিত্ব বিপন্ন এবং যারা প্রায় ধ্বংসের মুখে তাদের লুপ্ত প্রায় প্রজাতি বলে ( যেমন : একশৃঙ্গ গণ্ডার ) ।
২৩) লুপ্ত প্রজাতি কাদের বলে ?
উঃ- খুব সাম্প্রতিক কালে যে সব প্রজাতি পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং যাদের পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, তাদের লুপ্ত প্রজাতি বলে ( যেমন : মরিশাসের ডোডো পাখি )।
২৪) সিলভিকালচার কী ?
উঃ- যে সুষ্ঠু পরিচালন ব্যবস্থার মাধ্যমে বনজ উদ্ভিদরে চাষ এবং বন সংরক্ষণ করা হয়, তাকে সিলভিকালচার বলে ।
২৫) অপুনরুজ্জীবনযোগ্য প্রাকৃতিক সম্পদ কী ?
উঃ- যে সমস্ত প্রাকৃতিক সম্পদের পরিমাণ পৃথিবীতে নির্দিষ্ট এবং যাদের কোনো ভাবেই পুনরুদ্ধার করা সম্ভব নয়, তাদের অপুনরুজ্জীবনযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে (যেমন : কয়লা, খনিজ তেল, খনিজ পদার্থ প্রভৃতি জ্বালানি খনিজ পদার্থ হল অপুনরুজ্জীবনযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ।)
২৬) W. W. F- এর পুরো নাম কী ?
উঃ- ওয়ার্ল্ড ওয়াইল্ড - লাইফ ফাণ্ড ( World Wildlife Fund )।
২৭) জলদাপাড়া অভয়ারণ্যটি কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত ?
উঃ- একশৃঙ্গ গণ্ডার সংরক্ষণের জন্য ।
২৮) ভারতের জাতীয় পশুর বিজ্ঞানসম্মত নাম কী ?
উঃ- প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস ( Panthera tigris tigris )।
Life Science GK Bengali
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।
জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫৪ দেখুন ।