Latest

Showing posts with label জীবন বিজ্ঞান. Show all posts
Showing posts with label জীবন বিজ্ঞান. Show all posts

Thursday, April 7, 2022

April 07, 2022

Life Science GK Bengali PDF Part - 55 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫৫

 Life Science GK Bengali PDF Part - 55

Life Science GK Bengali PDF Part - 55


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 55 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫৫ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের পরিবেশের সংরক্ষণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।

Life Science GK Bengali songrokkhon


১৬) IUCN- এর পুরো নাম কী ?

উঃ- International Union for Conservation of Nature and natural resources ।

১৭) কত সালে বন্যজীবন সংরক্ষণ আইন চালু হয় ?

উঃ- 1972 সালে ।

১৮) পশ্চিমবঙ্গের কোথায় পাখিরালয় আছে ?

উঃ- সুন্দরবনের সজনেখালিতে ।

১৯) কচ্ছের রান অঞ্চলে কোন্ দুর্লভ প্রাণী পাওয়া যায় ?

উঃ- বুনো গাধা ।

২০) জলদাপাড়া ছাড়া ভারতের আর কোথায় গণ্ডার সংরক্ষণ কেন্দ্র আছে ?

উঃ- আসামের কাজিরাঙ্গা অরণ্যে ।

২১) প্রকৃতির নবীকরণযোগ্য উপাদান বলতে কী বোঝো ?

উঃ- পৃথিবীর মাটি , জল , বায়ু এবং জীবকে নবীকরণযোগ্য উপাদান বলে ( কারণ : প্রকৃতির এই সমস্ত উপাদান ব্যবহারের ফল সাময়িকভাবে কমে গেলেও নির্দিষ্ট সময়ের ব্যবধানে নিজে নিজেই আবার পূরণ হয়ে যায় ) ।

২২) ‘লুপ্তপ্রায়’ প্রজাতি কাদের বলে ?

উঃ- বর্তমান পৃথিবীতে যেসব প্রজাতির অস্তিত্ব বিপন্ন এবং যারা প্রায় ধ্বংসের মুখে তাদের লুপ্ত প্রায় প্রজাতি বলে ( যেমন : একশৃঙ্গ গণ্ডার ) ।

২৩) লুপ্ত প্রজাতি কাদের বলে ?

উঃ- খুব সাম্প্রতিক কালে যে সব প্রজাতি পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং যাদের পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, তাদের লুপ্ত প্রজাতি বলে ( যেমন : মরিশাসের ডোডো পাখি )।

২৪) সিলভিকালচার কী ?

উঃ- যে সুষ্ঠু পরিচালন ব্যবস্থার মাধ্যমে বনজ উদ্ভিদরে চাষ এবং বন সংরক্ষণ করা হয়, তাকে সিলভিকালচার বলে ।

২৫) অপুনরুজ্জীবনযোগ্য প্রাকৃতিক সম্পদ কী ?

উঃ- যে সমস্ত প্রাকৃতিক সম্পদের পরিমাণ পৃথিবীতে নির্দিষ্ট এবং যাদের কোনো ভাবেই পুনরুদ্ধার করা সম্ভব নয়, তাদের অপুনরুজ্জীবনযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে (যেমন : কয়লা, খনিজ তেল, খনিজ পদার্থ প্রভৃতি জ্বালানি খনিজ পদার্থ হল অপুনরুজ্জীবনযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ।)

২৬) W. W. F- এর পুরো নাম কী ?

উঃ- ওয়ার্ল্ড ওয়াইল্ড - লাইফ ফাণ্ড ( World Wildlife Fund )।

২৭) জলদাপাড়া অভয়ারণ্যটি কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত ?

উঃ- একশৃঙ্গ গণ্ডার সংরক্ষণের জন্য ।

২৮) ভারতের জাতীয় পশুর বিজ্ঞানসম্মত নাম কী ?

উঃ- প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস ( Panthera tigris tigris )।

Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here 


জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫৪ দেখুন ।

 

Tuesday, April 5, 2022

April 05, 2022

Life Science GK Bengali PDF Part - 54 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫৪

 Life Science GK Bengali PDF Part - 54

Life Science GK Bengali PDF Part - 54


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 54 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫৪ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের পরিবেশের সংরক্ষণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।

Life Science GK Bengali songrokkhon



১) পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা কী ?

উঃ- প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্যই পরিবেশ সংরক্ষণের প্রয়োজন আছে ।

২) সংরক্ষণের দুটি উদাহরণ দাও ।

উঃ- বাঘ সংরক্ষণ এবং বনভূমি সংরক্ষণ ।

৩) পশ্চিমবঙ্গের কোথায় বাঘ সংরক্ষণ করা হয় ?

উঃ- সুন্দরবনে ।

৪) পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের উদাহরণ দাও ।

উঃ- জলদাপাড়া অভয়ারণ্য ।

৫) ভারতের দুটি বিলুপ্ত প্রাণীর নাম করো ।

উঃ- পাহাড়ি বটের ও গোলাপি মাথা হাঁস ।

৬) ভারতের দুটি লুপ্তপ্রায় প্রাণীর উদাহরণ দাও ।

উঃ- একশৃঙ্গ গণ্ডার এবং গোসাপ ।

৭) পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গণ্ডার সংরক্ষণ করা হয় ?

উঃ- জলদাপাড়া অভয়ারণ্যে ।

৮) পশ্চিমবঙ্গের দুটো সংরক্ষিত বনের নাম লেখো ।

উঃ- সজনেখালি এবং চাপড়ামারি ।

৯) ভারতের দুটো জাতীয় বনভূমির নাম লেখো ।

উঃ- উত্তরপ্রদেশের করবেট ন্যাশানাল পার্ক , ঝাড়খণ্ডের হাজারিবাগ জাতীয় পার্ক ।

১০) ভারতের দুটি লুপ্তপ্রায় উদ্ভিদের নাম করো ।

উঃ- কলসপত্রী এবং সর্পগন্ধা ।

১১) যে অরণ্যে বন্য প্রাণীরা নির্ভয়ে বসবাস ও বংশবৃদ্ধি করতে পারে তাকে কী বলে ?

উঃ- অভয়ারণ্য ।

১২) পশ্চিমবঙ্গের দুটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের নাম করো ।

উঃ- সুন্দরবন ও জলপাইগুড়ি জেলার বক্সা অভয়ারণ্য ।

১৩) ভারতে মোট কতগুলি ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে ?

উঃ- নয়টি ।

১৪) বন্যজীবন ( Wildlife ) বলতে কী বোঝ ?

উঃ- গৃহপালিত নয় এমন সব মেরুদণ্ডী প্রাণী এবং অনাবাদী উদ্ভিদকূলকে বন্যজীবন বা ওয়াইল্ড লাইফ বলে ।

১৫) WPA- এর পুরো নাম কী ?

উঃ- Wildlife Protection Act ।

Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here 


জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫৩ দেখুন ।

 

Monday, April 4, 2022

April 04, 2022

Life Science GK Bengali PDF Part - 53 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫৩

 Life Science GK Bengali PDF Part - 53

Life Science GK Bengali PDF Part - 53



নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 53 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫৩ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের পরিবেশের বাস্তুতন্ত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।

Life Science GK Bengali bastutontro


২১) বাস্তুতন্ত্রের উৎপাদক, খাদ্য ছাড়া আর কোন্ প্রয়োজনীয় বস্তু উৎপন্ন করে ?

উঃ- অক্সিজেন ।

২২) বাস্তুতন্ত্রের কোন উপাদান খাদ্য পিরামিডের ভূমি রচনা করে ?

উঃ- উৎপাদক ।

২৩) খাদ্য পিরামিডের শীর্ষে কারা থাকে ?

উঃ- সর্ব্বোচ্চ শ্রেণির খাদক ( যেমন : বাঘ , ঈগল প্রভৃতি শিকারী প্রাণী ) ।

২৪) যে শ্রেণির খাদকেরা সরাসরি সবুজ উদ্ভিদ থেকে পুষ্টিলাভ করে , তাদের কী বলে ?

উঃ- প্রথম শ্রেণির খাদক ।

২৫) দ্বিতীয় শ্রেণির খাদকের খাদ্য কী ?

উঃ- প্রথম শ্রেণির খাদক ।

২৬) ডেট্রিটাস খাদ্যশৃঙ্খলের একটি উদাহরণ দাও।

উঃ- সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য (কারণ : এই অরণ্যে ডেট্রিটাস বা কর্কর খাদ্যশৃঙ্খল দেখা যায়) ।

২৭) উৎপাদকের উদাহরণ দাও ।

উঃ- সবুজ উদ্ভিদ ।

২৮) প্রাথমিক খাদকের উদাহরণ দাও ।

উঃ- হরিণ , ছাগল , ঘাস - ফড়িং প্রভৃতি তৃণভোজী প্রাণী ।

২৯) গৌণ খাদকের উদাহরণ দাও ।

উঃ- ব্যাঙ , নেকড়ে ।

৩০) প্রগৌণ খাদকের উদাহরণ দাও ।

উঃ- সাপ , বাঘ ইত্যাদি ।

৩১) বাস্তুরীতির বিয়োজক কারা ?

উঃ- ছত্রাক, ব্যাকটিরিয়া ইত্যাদি ।

৩২) খাদ্য পিরামিড সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা ব্যক্ত করেন ?

উঃ- বিজ্ঞানী এলটন (Elton) ।

৩৩) একটি স্থলজ খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও ।

উঃ- ঘাস (উৎপাদক) → হরিণ (প্রাথমিক খাদক) → বাঘ (গৌণ খাদক)।

৩৪) একটি জলজ খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও ।

উঃ- ফাইটোপ্ল্যাঙ্কটন → জুপ্ল্যাঙ্কটন → ছোটো মাছ → বড়ো মাছ ।

৩৫) বাস্তুতন্ত্রে শক্তির উৎস কী ?

উঃ- সূর্য ।

৩৬) নিম্নলিখিত.জীবগুলিকে উৎপাদক থেকে দ্বিতীয় শ্রেণির খাদক পর্যন্ত সঠিক পর্যায়ে সাজাও । মাছরাঙা → শৈবাল → মাছ ।

উঃ- শৈবাল → মাছ → মাছরাঙা ।

৩৭) একটি বাস্তুতন্ত্রে সব সবুজ উদ্ভিদ নষ্ট হয়ে গেলে প্রাথমিকভাবে কী ঘটবে ?

উঃ- প্রাথমিক খাদকরা ধ্বংস হয়ে যাবে ।

৩৮) বাস্তুতন্ত্রে একটি এককোশী বিয়োজকের নাম লেখো ।

উঃ- নাইট্রোসোমোনাস ।

৩৯) বনভূমির সর্ব্বোচ্চ সারির খাদক কে ?

উঃ- বাঘ ও সিংহ ।

৪০) ফড়িং কোন শ্রেণীর খাদক ?

উঃ- প্রথম শ্রেণির খাদক ।

৪১) একটি অনুখাদকের নাম করো ।

উঃ- ব্যাকটেরিয়া ।


Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here 


জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫২ দেখুন ।



Sunday, April 3, 2022

April 03, 2022

Life Science GK Bengali PDF Part - 52 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫২

 Life Science GK Bengali PDF Part - 52

Life Science GK Bengali PDF Part - 52


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 52 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫২ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের পরিবেশের বাস্তুতন্ত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।

Life Science GK Bengali bastutontro


১) “ইকোলজি” শব্দটির প্রবক্তা কে ?

উঃ- আর্নেস্ট হেকেল্ ।

২) “ইকোসিস্টেম” শব্দটির প্রবক্তা কে ?

উঃ- ট্যান্সলে ।

৩) ইকোলজির কার্যকরী একক কী ?

উঃ- ইকোসিস্টেম ।

৪) ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ দাও ।

উঃ- বিভিন্ন ধরনের জলজ আণুবীক্ষণিক শৈবাল (যেমন : ক্ল্যামাইডোমোনাস , ভলভক্স । )

৫) জুপ্ল্যাঙ্কটনের উদাহরণ দাও ।

উঃ- বিভিন্ন রকম কবচি শ্রেণির প্রাণীদের লার্ভা ( যেমন : ডানিয়া । )

৬) নেক্টনের উদাহরণ দাও ।

উঃ- মাছ , চিংড়ি , তিমি ইত্যাদি ।

৭) বেনথসের উদাহরণ দাও ।

উঃ- শামুক, ঝিনুক, স্পঞ্জ প্রভৃতি প্রাণী।

৮) স্থলভাগ অথবা জলভাগ কোথায় জীবের বিস্তৃতি বেশি ?

উঃ- জলে ।

৯) পৃথিবীতে জলভাগের বিস্তৃতি কত ?

উঃ- প্রায় চার অংশের তিন অংশ ।

১০) সূর্য কি ভৌত প্রকৃতির উপাদান ?

উঃ- হ্যাঁ ভৌত প্রকৃতির উপাদান ( কেননা সূর্য আলো দেয় ) ।

১১) খাদ্য পিরামিডের কোন্ স্তরে জীবাণু থাকে ?

উঃ- সমস্ত স্তরে ।

১২) যারা সরাসরি উদ্ভিদদের খেয়ে জীবনধারণ করে তাদের কী বলে ?

উঃ- প্রথম সারির ভক্ষক ।

১৩) মানুষ কোন্ শ্রেণির ভক্ষক ?

উঃ- দ্বিতীয় শ্রেণির ।

১৪) তৃণভোজী কোন্ শ্রেণির ভক্ষক ?

উঃ- প্রথম শ্রেণির ভক্ষক ।

১৫) খাদ্য পিরামিডে কাদের সংখ্যা সবচেয়ে বেশি ?

উঃ- উৎপাদকের সংখ্যা সবচেয়ে বেশি ।

১৬) খাদ্য পিরামিডে কাদের সংখ্যা সবচেয়ে কম ?

উঃ- তৃতীয় শ্রেণির ভক্ষক ।

১৭) তৃণভূমির বাস্তুতন্ত্রে সর্ব্বোচ্চ সারির ভক্ষক কারা ?

উঃ- ঈগল , চিল , নেকড়ে প্রভৃতি শিকারী প্রাণী ।

১৮) তৃণভূমির বাস্তুতন্ত্রে প্রথম সারির ভক্ষক কারা ?

উঃ- খরগোশ , গোরু , মহিষ , ছাগল , ভেড়া প্রভৃতি প্রাণী ( যারা ঘাস খায় ) ।

১৯) পুকুরের বাস্তুতন্ত্রে প্রথম সারির ভক্ষক কারা ?

উঃ- শামুক , জলজ পতঙ্গ এবং ছোটো ছোটো মাছ ।

২০) পুকুরের ইকোসিস্টেমে সর্ব্বোচ্চ সারির ভক্ষক কারা ?

উঃ- বড়ো বড়ো মাংসাশী মাছ , মাছরাঙা প্রভৃতি প্রাণী ।



Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here 


জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫১ দেখুন ।



Saturday, April 2, 2022

April 02, 2022

Life Science GK Bengali PDF Part - 51 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫১

 Life Science GK Bengali PDF Part - 51

Life Science GK Bengali PDF Part - 51
Life Science GK Bengali

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 51 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫১ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের পরিবেশের উপাদান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।

Life Science GK Bengali poribesher upadan


১৬) উদ্ভিদ কী অবস্থায় মাটির নাইট্রোজেন গ্রহণ করে ?

উঃ- নাইট্রেট রূপে ।

১৭) দুটি রাসায়নিক সারের নাম করো যারা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে ?

উঃ- অ্যামোনিয়াম সালফেট [ ( NH4 ) 2SO4 ] এবং ইউরিয়া [ CO( NH2 )2 ] ।

১৮) কোন্ জাতীয় উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি হয় ?

উঃ- শিম্বগোত্রীয় উদ্ভিদের ।

১৯) পরিবেশের কোন্ জীব কার্বন ডাই - অক্সাইড শোষণ করে ?

উঃ- সবুজ উদ্ভিদ ।

২০) বায়ুমণ্ডলের কার্বন ডাই - অক্সাইড প্রধানত কীভাবে অপসারিত হয় ?

উঃ- উদ্ভিদের সালোকসংশ্লেষের মাধ্যমে ।

২১) শ্বেতসার জাতীয় খাদ্যে কার্বনের প্রাথমিক উৎস কী ?

উঃ- কার্বন ডাই - অক্সাইড ( CO2 ) ।

২২) কোন্ জৈবিক প্রক্রিয়ায় বায়ুর CO2- র পরিমাণ কমে যায় ?

উঃ- সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ।

২৩) কোন্ জৈবিক প্রক্রিয়ায় বায়ুর CO2- এর পরিমাণ বেড়ে যায় ?

উঃ- শ্বসন প্রক্রিয়ায় ।

২৪) বায়ুর অক্সিজেনের প্রধান উৎস কী ?

উঃ- সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন ।

২৫) বায়ুর কার্বন ডাই - অক্সাইডের প্রধান উৎস কী ?

উঃ- জীবের শ্বসন ও খনিজ পদার্থের দহন ক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই - অক্সাইড ।

২৬) মাটিতে নাইট্রোজেন কী অবস্থায় থাকে ?

উঃ- নাইট্রেট লবণ হিসেবে ।

২৭) দুটি নাইট্রিফাইং ব্যাকটিরিয়ার নাম লেখো । 

উঃ- নাইট্রোব্যাকটর এবং নাইট্রোসোমোনাস ।

২৮) একটি ডি - নাইট্রিফাইং ব্যাক্টেরিয়ার উদাহরণ দাও ।

উঃ- সিউডোমোনাস ।

২৯) নাইট্রোজেন চক্র সম্পর্কিত দু'টি মাইক্রোবের নাম লেখো ।

উঃ- অ্যাজোটোব্যাক্টর—নাইট্রোজেন স্থিতিকরণ ঘটায় । সিউডোমোনাস—নাইট্রোজেন মোচন ঘটায় ।

৩০) নাইট্রোজেন চক্রে অ্যামোনিয়াম আয়ন ( NH4 + ) ভেঙে নাইট্রাইটে পরিণত করে কোন্ ব্যাকটেরিয়া ?

উঃ- নাইট্রোকক্কাস নামে ব্যাকটেরিয়া ।

Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here 


জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫০ দেখুন ।