RRB GENERAL AWARENESS BIOLOGY PART 5 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ৫ ।। Free PDF Download
RRB GENERAL AWARENESS BIOLOGY PART 5 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ৫ ।। Free PDF Download
১০১) DNA-র শর্করাটির নাম কী ?
উঃ- DNA-র শর্করাটির নাম
ডি-অক্সিরাইবোজ শর্করা।
১০২) নিউক্লিক অ্যাসিডের একককে কী বলে ?
উঃ- নিউক্লিওটাইড।
১০৩) DNA-র দুটি নাইট্রোজেন বেস কী
দ্বারা যুক্ত থাকে ?
উঃ- হাইড্রোজেন দ্বারা যুক্ত থাকে।
১০৪) DNA কোথায় থাকে ?
উঃ- DNA ক্রোমোজোমে থাকে।
১০৫) RNA-র শর্করাটির নাম কি ?
উঃ- RNA-র শর্করাটির নাম রাইবোজ
শর্করা।
১০৬) DNA-র কোন নাইট্রোজেন বেসটি RNA-তে থাকে না ?
উঃ- থাইমিন।
১০৭) DNA-র থাইমিনের পরিবর্তে RNA-তে কী থাকে ?
উঃ- ইউরাসিল থাকে।
১০৮) RNA কোথায় দেখা যায়?
উঃ- RNA নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে
দেখা যায়।
১০৯) মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত ?
উঃ- মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 2n
= 46 টি
বা 23 জোড়া।
১১০) হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যাযুক্ত একটি কোষের নাম লেখো।
উঃ- হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যাযুক্ত একটি কোষের নাম শুক্রাণু বা ডিম্বাণু।
১১১) মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা কত ?
উঃ- মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা 22 জোড়া বা 44টি।
১১২) কোন প্রকার কোষবিভাজনে বেম বা মাকুগঠিত হয় না ?
উঃ- অ্যামাইটোসিস কোষবিভাজনে বেম বা মাকুগঠিত হয় না।
১১৩) পুনরুৎপাদনের জন্য কী প্রকার কোষবিভাজন হয়?
উঃ- পুনরুৎপাদনের জন্য মাইটোসিস কোষবিভাজন হয়।
১১৪) একটি কোষ একবার মাইটোসিসের পর কয়টি অপত্য কোষে পরিণত হয় ?
উঃ- দুটি অপত্য কোষে পরিণত হয়।
১১৫) কোন জাতীয় কোষবিভাজনে কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে ?
উঃ- মাইটোসিস কোষবিভাজনে ।
১১৬) একটি কোষ একবার মিয়োসিসের পর কটি অপত্যকোষে পরিণত হয় ?
উঃ- চারটি।
১১৭) স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন ?
উঃ- সেন্ট্রোজোম নিষ্ক্রিয় বলে স্নায়ুকোষ বিভাজিত হয় না।
১১৮) ইন্টারফেজের কোন দশায় DNA-র সংশ্লেষ ঘটে ?
উঃ- ইন্টারফেজের 'S' দশা বা সংশ্লেষ দশায় DNA-র সংশ্লেষ ঘটে।
১১৯) ইন্টারফেজের কোন দশায় RNA সংশ্লেষ হয় ?
উঃ- ইন্টারফেজের 'G' দশায় RNA সংশ্লেষ হয়।
১২০) G-দশায় অবস্থানকারী দুটি কোষের
নাম লেখো।
উঃ- স্নায়ুকোষ, পেশিকোষ।
১২১) নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে ?
উঃ- নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে।
১২২) ক্যারিওকাইনেসিসের কোন দশাটি সবচেয়ে দীর্ঘ ?
উঃ- ক্যারিওকাইনেসিসের প্রফেজ দশাটি সবচেয়ে দীর্ঘ।
১২৩) ক্যারিওকাইনেসিসের সংক্ষিপ্ত দশা কোনটি ?
উঃ- অ্যানাফেজ দশা।
১২৪) মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম গঠিত হয়?
উঃ- প্রফেজ দশায়।
১২৫) মাইটোসিসের কোন দশায় ইন্টারজোনাল তন্তুর আবির্ভাব ঘটে?
উঃ- অ্যানাফেজ দশায়।
আজকের PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।
আমাদের সাথে থাকতে এখানে ক্লিক করুন ।
RRB GENERAL AWARENESS BIOLOGY PART 4 ।