Latest

Showing posts with label Indian Constitution - ভারতীয় সংবিধান. Show all posts
Showing posts with label Indian Constitution - ভারতীয় সংবিধান. Show all posts

Friday, August 5, 2022

August 05, 2022

President Droupadi Murmu Biography in Bengali || রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবনী || Free PDF Download

 President Droupadi Murmu Biography in Bengali


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি President Droupadi Murmu Biography in Bengali || রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবনী || Free PDF Download

ভারতের ১৫ তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Biography Of Droupadi Murmu


Ø সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আজ আমরা ভারতের 15 তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জীবনী সহ তার সম্পর্কিত বেশ কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব । আশা করি তোমাদের কাজে আসবে ।

 

ব্যক্তিগত জীবন

দ্রৌপদী মুর্মু 1958 সালের 20 জুন ওড়িশার ময়ুরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে বিরাঞ্চি নারায়ণ টুডুর কাছে একটি সাঁওতালি উপজাতি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এবং দাদা উভয়েই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার অধীনে গ্রামের প্রধান ছিলেন। দ্রৌপদী মুর্মু শ্যাম চরণ মুর্মুকে বিয়ে করেছিলেন। এই দম্পতির দুটি ছেলে ছিল যারা উভয়ই মারা গেছে এবং একটি মেয়ে আছে।

 

কর্মজীবন

শিক্ষকতা পেশাঃ-

রাজ্য রাজনীতিতে আসার আগে মুর্মু একজন স্কুল শিক্ষক হিসাবে শুরু করেছিলেন। তিনি শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, রায়রঙ্গপুর এর একজন সহকারী অধ্যাপক এবং ওড়িশা সরকারের সেচ বিভাগে জুনিয়র সহকারী হিসেবে কাজ করেছেন।


রাজ্য রাজনীতিঃ-

দ্রৌপদী মুর্মু ১৯৯৭ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং রায়রঙ্গপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর নির্বাচিত হন। তিনি ভারতীয় জনতা পার্টি তফসিলি উপজাতি মোর্চার জাতীয় সহ-সভাপতি হিসেবেও কাজ করেছেন। ওড়িশায় ভারতীয় জনতা পার্টি এবং বিজু জনতা দলের জোট সরকারের সময়, তিনি 6 মার্চ, 2000 থেকে 6 আগস্ট, 2002 পর্যন্ত বাণিজ্য ও পরিবহন এবং 6 আগস্ট, 2002 থেকে 16 মে 2004 পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়নের স্বাধীন দায়িত্বের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি ওড়িশার প্রাক্তন মন্ত্রী এবং 2004 এবং 2004 সালে রায়রঙ্গপুর বিধানসভা কেন্দ্রের একজন বিধায়ক।  2007 সালে ওড়িশা বিধানসভা দ্বারা তিনি সেরা বিধায়কের জন্য নীলকণ্ঠ পুরস্কারে ভূষিত হন।


গভর্নরশিপঃ-

তিনি ছিলেন ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল। তিনি ওডিশা থেকে প্রথম মহিলা আদিবাসী নেত্রী যিনি ভারতীয় রাজ্যের গভর্নর হিসেবে নিযুক্ত হন।


২০২২ রাষ্ট্রপতি নির্বাচনী প্রচারণাঃ-

2022 সালের জুনে, বিজেপি পরের মাসে ভারতের রাষ্ট্রপতি পদে অনুষ্ঠিতব্য 2022 রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক জোটের প্রার্থী হিসাবে মুর্মুকে মনোনীত করেছিল ।


 

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যঃ-


দ্রৌপদী মুর্মু তথ্য
নাম দ্রৌপদী মুর্মু
বয়স ৬৪ বছর
পদ রাষ্ট্রপতি
পেশা রাজনীতি
স্বামীর নাম শ্যাম চরণ মুর্মু
পিতার নাম বিরঞ্চি নারায়ণ টুডু
রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (BJP)
জন্ম তারিখ ২০ই জুন ১৯৫৮
জন্ম স্থান ওড়িশার ময়ুরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রাম
শিক্ষা কলা স্নাতক (Arts graduate)
কলেজ রমা দেবী মহিলা কলেজ
জাতীয়তা ভারতীয়
সন্তান 3
জতি ST


দ্রৌপদী মুর্মু সম্পর্কে কিছু S.A.Q প্রশ্ন-উত্তরঃ-


১। দ্রৌপদী মুর্মু ঝাড়খন্ডের কে ছিলেন ?

উঃ- ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল

২। দ্রৌপদী মুর্মুর জন্মস্থান কোথায় ?

উঃ- ওড়িশা

৩। দ্রৌপদী মুর্মু কে ?

উঃ- ভারতের ১৫তম রাষ্ট্রপতি [ 2022 ]।

৪। দ্রৌপদী মুর্মুর স্বামীর নাম কি ?

উঃ- শ্যাম চরণ মুর্মু।

৫। দ্রৌপদী মুর্মু কোন পুরস্কার পেয়েছেন ?

উঃ- নীলকণ্ঠ পুরস্কার পেয়েছেন।

৬। দ্রৌপদী মুর্মুর মেয়ের নাম কি ?

উঃ- ইতিশ্রী মুর্মু।

৭। দ্রৌপদী মুর্মু ভারতের কত তম রাষ্ট্রপতি ?

উঃ- ভারতের ১৫ তম রাষ্ট্রপতি।

৮। কোন রাজনৈতিক দলের প্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্টাল ইলেক্শনে অংশগ্রহণ করেছিলেন ?

উঃ- ভারতীয় জনতা পার্টি (NDA) দলের প্রার্থী হিসাবে

৯। দ্রৌপদী মুর্মু কোন জাতির অন্তর্গত ?

উঃ- আদিবাসী জাতির অন্তর্গত।

১০। দ্রৌপদী মুর্মু কোন কলেজে পড়তেন ?

উঃ- রমা দেবী কলেজ ।

১১। রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু এর বিরোধী প্রার্থী কে ছিলেন ?

উঃ- যশবন্ত সিনহা ।

১২। দ্রৌপদী মুর্মু কবে সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন ?

উঃ- ১৯৯৭ সালে ।

১৩। তিনি প্রথম কোন পঞ্চায়েতের কাউন্সিলর নির্বাচিত হন ?

উঃ - রায়রঙ্গপুর নগর পঞ্চায়েতের ।

১৪। তিনি নীলকণ্ঠ পুরস্কারে ভূষিত হন কেন ?

উঃ- সেরা বিধায়ক হওয়ার জন্য ।

১৫। দ্রৌপদী মুর্মুর পিতার নাম কি ?

উঃ- বিরঞ্চি নারায়ণ টুডু ।


আজকের বিষয়টির PDF টি ডাউনলোড করতে নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করো - 

Download  Full  Pdf

Pdf  Name  : 15th President Droupadi Murmu.pdf

Pdf  Size : 0.5 MB

Total  Page  : 03



Wednesday, March 30, 2022

March 30, 2022

ভারতীয় সংবিধানের গঠন ।। Formation of Indian Constitution ।। Free PDF Downlaod

 Formation of Indian Constitution



নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, ভারতীয় সংবিধানের গঠন ।। Formation of Indian Constitution ।। Free PDF Downlaod

আশা করছি এই তথ্য তোমাদের বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় কাজে আসবে । তাই দেখে নাও এবং প্রয়োজনে নীচের লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দাও ।

ভারতীয় সংবিধান

 

সংবিধানের গঠনঃ

v ১৯৩৪ সালে সংবিধান রচনার ধারণা দিয়েছিলেন এম. এন. রায় (ভারতের বামপন্থী আন্দোলনের একজন পুরোধা পুরুষ) ।

v ১৯৩৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সংবিধান রচনার দাবি তোলে

v ভারতের বর্তমান সংবিধান ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে ১৬ই মে, ১৯৪৬ সালে ভারতের গণপরিষদ (সংবিধান সভা) গঠিত হয়েছিল ।

 

গণপরিষদের গঠনতন্ত্র (Composition of Constituent Assembly)

Ø গণপরিষদ ৩৮৯ জন সদস্য নিয়ে গঠিত হয়েছিল যার মধ্যে ২৯২ জন সদস্যকে ব্রিটিশ ভারতের বিভিন্ন প্রাদেশিক আইনসভায় যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই আইনসভার নির্বাচিত সদস্যগণ নির্বাচিত করেন এবং ৯৩ জন সদস্য দেশীয় রাজন্যবর্গ দ্বারা মনোনীত হয়েছিলেন । দিল্লি, আজমির-মাড়ওয়ার, কুর্গ ব্রিটিশ বালুচিস্তান - এই চারটি মুখ্য কমিশনারস প্রদেশের প্রতিটি থেকে একজন করে প্রতিনিধিও এই সদস্য দলে যোগদান করেছিলেন

Ø প্রত্যেক প্রদেশ এবং প্রত্যেক ভারতীয় রাজ্য রাজ্যসমষ্টির মধ্যে তাদের জনসংখ্যার অনুপাত অনুযায়ী (প্রতি 10 লক্ষ্যে একটি) মোট আসন বন্টন করা হয়েছিল

Ø প্রত্যেক প্রদেশের আসনগুলি সাধারণ, মুসলিম শিখ - এই তিনটি মুখ্য সম্প্রদায়ের মধ্যে তাদের জনসংখ্যার অনুপাতে বন্টন করা হয়েছিল

Ø প্রাদেশিক আইনসভায় প্রত্যেক সম্প্রদায়ের সদস্যগণ আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতির মাধ্যমে একক হস্তান্তরযোগ্য ভোটের দ্বারা তাদের প্রতিনিধি নির্বাচন করেছিলেন

Ø ভারতীয় রাজ্যগুলি প্রতিনিধি নির্বাচন আলোচনার মাধ্যমে স্থির করা হবে এরূপ সিদ্ধান্ত হয়েছিল

Ø কিন্তু যখন মুসলিম লীগ ভারতের গণপরিষদ থেকে তাদের সদস্য প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন এবং পাকিস্তানের জন্য স্বতন্ত্র গণপরিষদ গঠন করা হবে বলে ১৬ই জুলাই ১৯৪৭ সালে স্থির হয়, তখন ভারতের গণপরিষদের সদস্য সংখ্যা কমে দাঁড়ায় ২৯৯ যার মধ্যে ২২৯ জন প্রদেশ থেকে এবং ৭০ জন দেশীয় রাজন্যবর্গ দ্বারা মনোনীত হয়েছিলেন ।

 

সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটি (Drafting Committee)

ভারতীয় সংবিধানের খসড়া প্রস্তুত করার দায়িত্ব দিয়ে সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটি ২৯শে আগস্ট, ১৯৪৭ সালে তৈরি হয়, যা ১৯৪৭ সালের জুলাই মাস থেকে ১৯৪৮ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত গণপরিষদের কর্মাবকাশের মধ্যে গঠিত হয়েছিল । এর সদস্যগণ ছিলেন –

(১) ডঃ বি. আর. আম্বেদকর (সভাপতি) ।

(২) এন. গোপাল স্বামী আয়েঙ্গার ।

(৩) আল্লাদী কৃষ্ণস্বামী আইয়ার (প্রখ্যাত আইনজ্ঞ) ।

(৪) কে. এম. মুন্সী (প্রখ্যাত আইনজ্ঞ) ।

(৫) সঈদ মহম্মদ সাইদুল্লা

(৬) এন. মাধবরাও (বি. এল. মিত্র-র পরিবর্তে, ১৯৪৮ সালে খৈতানের মৃত্যুর পর) ।

 

 

গণপরিষদের কার্য প্রক্রিয়া (Function of the Constituent Assembly)   

v বি. এন. রাও কে গণপরিষদের আইনগত উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়

v ১৯৪৬ সালের ৯ই ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন হয় সেখানে ডঃ সচ্চিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি ছিলেন । ১৯৪৬ সালের ১১ই ডিসেম্বর ডঃ রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন

v সংবিধান রচনার জন্য গণপরিষদের ১৩টি কমিটির তৈরি হয়েছিল । গুরুত্বপূর্ণ কমিটিগুলি ছিলঃ-

কমিটি চেয়ারম্যান
কেন্দ্রীয় ক্ষমতা সমিতি জওহরলাল নেহেরু
মৌলিক অধিকার ও সংখ্যালঘু সমিতি ভি. বি. প্যাটেল
সংবিধান সমিতি ভি. বি. প্যাটেল
কেন্দ্রীয় সংবিধান সমিতি জওহরলাল নেহেরু
খসড়া সমিতি বি. আর. আম্বেদকর
পতাকা বিষয়ক সমিতি জে. বি. কৃপালনী
পরিচালনা সমিতি কে. এম. মুন্সী

v এই সমস্ত সমিতি তাদের রিপোর্ট পেশ করার পর সে গুলি বিস্তারিতভাবে গণপরিষদ বা সংবিধান সভায় আলোচিত হয়েছিল ।



আজকের PDF টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন - Download PDF Click Here ।