Latest

Monday, April 4, 2022

Life Science GK Bengali PDF Part - 53 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫৩

 Life Science GK Bengali PDF Part - 53

Life Science GK Bengali PDF Part - 53



নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 53 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫৩ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের পরিবেশের বাস্তুতন্ত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।

Life Science GK Bengali bastutontro


২১) বাস্তুতন্ত্রের উৎপাদক, খাদ্য ছাড়া আর কোন্ প্রয়োজনীয় বস্তু উৎপন্ন করে ?

উঃ- অক্সিজেন ।

২২) বাস্তুতন্ত্রের কোন উপাদান খাদ্য পিরামিডের ভূমি রচনা করে ?

উঃ- উৎপাদক ।

২৩) খাদ্য পিরামিডের শীর্ষে কারা থাকে ?

উঃ- সর্ব্বোচ্চ শ্রেণির খাদক ( যেমন : বাঘ , ঈগল প্রভৃতি শিকারী প্রাণী ) ।

২৪) যে শ্রেণির খাদকেরা সরাসরি সবুজ উদ্ভিদ থেকে পুষ্টিলাভ করে , তাদের কী বলে ?

উঃ- প্রথম শ্রেণির খাদক ।

২৫) দ্বিতীয় শ্রেণির খাদকের খাদ্য কী ?

উঃ- প্রথম শ্রেণির খাদক ।

২৬) ডেট্রিটাস খাদ্যশৃঙ্খলের একটি উদাহরণ দাও।

উঃ- সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য (কারণ : এই অরণ্যে ডেট্রিটাস বা কর্কর খাদ্যশৃঙ্খল দেখা যায়) ।

২৭) উৎপাদকের উদাহরণ দাও ।

উঃ- সবুজ উদ্ভিদ ।

২৮) প্রাথমিক খাদকের উদাহরণ দাও ।

উঃ- হরিণ , ছাগল , ঘাস - ফড়িং প্রভৃতি তৃণভোজী প্রাণী ।

২৯) গৌণ খাদকের উদাহরণ দাও ।

উঃ- ব্যাঙ , নেকড়ে ।

৩০) প্রগৌণ খাদকের উদাহরণ দাও ।

উঃ- সাপ , বাঘ ইত্যাদি ।

৩১) বাস্তুরীতির বিয়োজক কারা ?

উঃ- ছত্রাক, ব্যাকটিরিয়া ইত্যাদি ।

৩২) খাদ্য পিরামিড সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা ব্যক্ত করেন ?

উঃ- বিজ্ঞানী এলটন (Elton) ।

৩৩) একটি স্থলজ খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও ।

উঃ- ঘাস (উৎপাদক) → হরিণ (প্রাথমিক খাদক) → বাঘ (গৌণ খাদক)।

৩৪) একটি জলজ খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও ।

উঃ- ফাইটোপ্ল্যাঙ্কটন → জুপ্ল্যাঙ্কটন → ছোটো মাছ → বড়ো মাছ ।

৩৫) বাস্তুতন্ত্রে শক্তির উৎস কী ?

উঃ- সূর্য ।

৩৬) নিম্নলিখিত.জীবগুলিকে উৎপাদক থেকে দ্বিতীয় শ্রেণির খাদক পর্যন্ত সঠিক পর্যায়ে সাজাও । মাছরাঙা → শৈবাল → মাছ ।

উঃ- শৈবাল → মাছ → মাছরাঙা ।

৩৭) একটি বাস্তুতন্ত্রে সব সবুজ উদ্ভিদ নষ্ট হয়ে গেলে প্রাথমিকভাবে কী ঘটবে ?

উঃ- প্রাথমিক খাদকরা ধ্বংস হয়ে যাবে ।

৩৮) বাস্তুতন্ত্রে একটি এককোশী বিয়োজকের নাম লেখো ।

উঃ- নাইট্রোসোমোনাস ।

৩৯) বনভূমির সর্ব্বোচ্চ সারির খাদক কে ?

উঃ- বাঘ ও সিংহ ।

৪০) ফড়িং কোন শ্রেণীর খাদক ?

উঃ- প্রথম শ্রেণির খাদক ।

৪১) একটি অনুখাদকের নাম করো ।

উঃ- ব্যাকটেরিয়া ।


Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here 


জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫২ দেখুন ।