Latest

Saturday, April 16, 2022

Daily Bengali Current Affairs 16th April 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১লা এপ্রিল ২০২২

 Daily Bengali Current Affairs 16th April 2022

Daily Bengali Current Affairs 16th April 2022


Daily Bengali Current Affairs 16th April 2022

প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 16th April 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১লা এপ্রিল ২০২২

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -


১। “কোন দেশ “স্ট্রিট চাইল্ড ক্রিকেট বিশ্বকাপ 2023” আয়োজন করবে ?

(ক) নিউজিল্যান্ড    (খ) অস্ট্রেলিয়া    (গ) ভারত   (ঘ) বাংলাদেশ ।

২। 20 তম ভারত ফ্রান্স জয়েন্ট স্টাফ আলোচনা কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

(ক) মুম্বাই    (খ) দিল্লী    (গ) প্যারিস   (ঘ) পুনে ।

৩। “হিমাচল প্রদেশ রাজ্য প্রতিষ্ঠা দিবস” কবে পালিত হয় ?

(ক) 13 এপ্রিল    (খ) 15 এপ্রিল    (গ) 12 এপ্রিল   (ঘ) 14 এপ্রিল  ।

৪। কোন রাজ্য সরকার “হিম প্রহারি” প্রকল্প চালু করার ঘোষণা করেছে ?

(ক) হিমাচল প্রদেশ   (খ) সিকিম    (গ) উত্তরাখণ্ড    (ঘ) আসাম ।

৫। “টাটা ডিজিটাল”-এর চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব নিয়েছেন ?

(ক) বিশ্বাস প্যাটেল   (খ) এন চন্দ্রশেখরন   (গ) বিকাশ কুমার   (ঘ) রাহুল কুমার ।

৬। কোন দেশ ভারতে গম সরবরাহকারীদের অনুমোদন করেছে ?

(ক) রাশিয়া    (খ) ইউক্রেন    (গ) মিশর     (ঘ) আমেরিকা  ।

৭। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 2023 পুরুষ হকি বিশ্বকাপের লোগো উন্মোচন করেছেন ?

(ক) কেরালা   (খ) ওড়িশা    (গ) উত্তরপ্রদেশ   (ঘ)  পাঞ্জাব ।

৮। “The Boy Who Wrote a Constitution” শিরোনামের বইটি কে লিখেছেন ?

(ক) Prem Rawat   (খ) Anil Kumble   (গ) Rajesh Talwar   (ঘ) Virat Kohli  ।

৯।  কোন রাজ্যে রোঙ্গালি বিহু উৎসব পালিত হয়েছে ?

(ক) পশ্চিমবঙ্গ    (খ) পাঞ্জাব    (গ) আসাম    (ঘ) হরিয়ানা  ।

১০। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য ভারতের প্রথম 'কমিউনিটি মিউজিয়াম' কোথায় উদ্বোধন করা হয়েছিল ?

(ক) সিমলা (হিমাচল প্রদেশ)  (খ) পান্তনগর (উত্তরাখণ্ড)   (গ) লেহ (লাদাখ)   (ঘ) কোনটিই নয় ।

 

১১। “প্রধানমন্ত্রী সংগ্রহালয়”-এর অফিসিয়াল ডিজিটাল পেমেন্ট পার্টনার হয়েছে Paytm ।

১২। ভারতীয় বায়ুসেনার অস্ত্র ব্যবস্থার রক্ষণাবেক্ষণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে IIT Madras ।

১৩। মিঠুন মঞ্জুনাথ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অরলিন্স মাস্টার্স 2022-এ পুরুষদের একক বিভাগে সিলভার পদক জিতেছেন ।


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন -

To Download PDF Click Here

 

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন –


To Download PDF Click Here