Scholarship News
August 18, 2024
OASIS SCHOLARSHIP 2024 ।। প্রি-ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ২০২৪
OASIS SCHOLARSHIP 2024 ।। প্রি-ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ২০২৪
বন্ধুরা 2024-25 সেশনের জন্য প্রি-ম্যাট্রিক এসসি, প্রিম্যাট্রিক এসটি, প্রি-ম্যাট্রিক ওবিসি, পোস্ট ম্যাট্রিক এসসি, পোস্ট ম্যাট্রিক এসটি এবং পোস্ট ম্যাট্রিক ওবিসি-র জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে।
Online Application for Pre Matric SC, Prematric ST, Pre Matric OBC, Post Matric SC, Post Matric ST & Post Matric OBC is started for 2024-25 Session.
OASIS SCHOLARSHIP 2024কারা কারা এই স্কলারশিপের জন্য যোগ্য, কারা কারা আবেদন করতে পারবে এবং কত টাকা স্কলারশিপ পাবে এবং কি কি ডকুমেন্টস লাগবে নিচে বিস্তারিত দেওয়া হল দেখে নাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও ।এই স্কলারশিপ দুই প্রকার। যথা - ১। প্রি-ম্যাট্রিক অর্থাৎ যারা মাধ্যমিক দেয়নি (অষ্টম শ্রেনী থেকে দশম শ্রেনী পর্যন্ত)।২। পোস্ট ম্যাট্রিক অর্থাৎ মাধ্যমিকের পর (একাদশ শ্রেনী থেকে - যে কোন ডিগ্রী)। প্রয়োজনীয় ডকুমেন্টসঃ-১। শেষ ক্লাসের মার্কস শীট ।২। বি.ডি.ও ইনকাম সার্টিফিকেট ।৩। আধার কার্ড (মোবাইল নাম্বার যুক্ত) ।৪। ব্যাঙ্ক পাসবুক।৫। মোবাইল নম্বর (মোবাইল সঙ্গে আনিতে হবে)।৬। স্কুল বা কলেজে ভর্তির প্রমান (কলেজের জন্য লাগবে)।
কত নম্বর লাগবে ঃ-
OASIS SCHOLARSHIP 2024 জন্য কোন নম্বর বাধ্যতামূলক নয় শুধু মাত্র আগের ক্লাসে পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হলেই আবেদন করতে পারবে ।
কারা কারা আবেদন করতে পারবে ?
এস.সি (SC), এস.টি (ST), ও.বি.সি (OBC-B) এই তিন ক্যাটাগরির ছাত্র/ছাত্রীরা আবেদন করতে পারবে ।