Scholarship News
November 21, 2024
SVMCM SCHOLARSHIP 2024-25 ।। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪-২৫
SVMCM SCHOLARSHIP 2024-25 ।। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪-২৫
হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ , SVMCM SCHOLARSHIP 2024-25 ।। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪-২৫
SVMCM 2024-25
কারা কারা এই scholarship এর জন্য যোগ্য জেনে নাও আগে -
১। যারা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেনিতে ভর্তি হয়েছে।
২। যারা উচ্চমাধ্যমিক দিয়ে কলেজে (যে কোন ) ভর্তি হয়েছে।
৩। যারা Graduation পাস করে M.A কোর্সে ভর্তি হয়েছে ।
৪। যারা মেডিকেল নিয়ে পড়ছে ও যারা টেকনিক্যাল কলেজে পড়ছে সবাই করতে পারবে ।
নতুনদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ-
i. মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষার মার্কশিট (দুই দিক) ।
ii. শেষ বোর্ড/কাউন্সিল/বিশ্ববিদ্যালয়/কলেজ এর পরীক্ষার মার্কশিট (দুই দিক)
ii. ভর্তির রশিদ
iii. পরিবারের আয়ের শংসাপত্র (কন্যাশ্রীর জন্য প্রযোজ্য নয়)।
iv. আধার আইডি কার্ড রেশন কার্ড/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত শংসাপত্র - এগুলি ।
v. ব্যাঙ্ক পাসবুকের স্ক্যান কপি (১ম পৃষ্ঠা, A/C নম্বর এবং IFSC কোড সহ)।
vi. কারো যদি Year Gap থাকে তাহলে বছরের ব্যবধানের কারণ সম্পর্কে প্রতিষ্ঠানের প্রধানের ঘোষণা। (এই বিকল্পটি কেবল তখনই দেখাতে হবে যদি আবেদনকারী নিবন্ধনের সময় 2023 বা তার আগের বছর হিসাবে যোগ্যতা অর্জনের বছর নির্বাচন করে) ।
SVMCM
রিনিউয়ালের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ-
i. বর্তমান পড়াশোনার ফাইনাল পরীক্ষার মার্কশিটের স্ক্যান কপি। (উভয় দিক এবং সেমিস্টার পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে, উভয় সেমিস্টারের মার্কশিট এর স্ক্যান কপি)।
ii. পরবর্তী উচ্চ শ্রেণীতে ভর্তির রশিদ।
iii. আগের বছরের Login Id & Password.
SVMCM 2024-25
কোন কোর্সের জন্য কত টাকা পাবে দেখে নাও ঃ-
অফিসিয়াল ওয়েবসাইটে যাবার জন্য এখানে ক্লিক করো ।
CLICK HERE TO APPLY.