RRB GENERAL AWARENESS BIOLOGY PART 4 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ৪ ।। Free PDF Download
৭৬) জিন কোথায় থাকে?
উ:- জিন ক্রোমোজোমে থাকে।
৭৭) জিনের গঠনগত উপাদান কী?
উঃ- জিনের গঠনগত উপাদান DNA।
৭৮) ক্রোমোজোম কোথায় অবস্থিত?
উঃ- ক্রোমোজোম নিউক্লিয়াসে
অবস্থিত।
৭৯) ক্রোমোজোম নামকরণ কে করেন?
উঃ- ক্রোমোজোম নামকরণ করেন
বিজ্ঞানী ওয়াল্ডেয়ার (1888)।
৮০) সেন্ট্রোমিয়ার কোথায় দেখা
যায়?
উঃ- সেন্ট্রোমিয়ার দেখা যায়
ক্রোমোজোমে।
৮১) ক্রোমোজোমের
মেরুযুক্তপ্রান্তকে কী বলে?
উঃ- ক্রোমোজোমের
মেরুযুক্তপ্রান্তকে বলে টেলোমিয়ার।
৮২) ক্রোমোজোমের বাইরের
আবরণটিকে কী বলে?
উঃ- ক্রোমোজোমের বাইরের
আবরণটিকে বলে পেলিকল্।
৮৩) সেন্ট্রোমিয়ার বিহীন
ক্রোমোজোমকে কী বলে?
উঃ- সেন্ট্রোমিয়ার বিহীন
ক্রোমোজোমকে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম বলে।
৮৪) জীব কোষের হ্যাপ্লয়েড
সংখ্যক ক্রোমোজোমকে কী বলে?
উঃ- জীব কোষের হ্যাপ্লয়েড
সংখ্যক ক্রোমোজোমকে জিনোম বলে।
৮৫) ক্রোমোজোম যে দুটি তন্তুর
মতো অংশ দ্বারা গঠিত, তাদের কী বলে ?
উঃ- প্রতিটি ক্রোমোজোম যে
দুটি তন্তুর মতো অংশ দ্বারা গঠিত, তাদের ক্রোমোটিড বলে।
৮৬) ক্রোমোজোমের টেলোমিয়ার
অংশে বাল্বের মতো যে অংশ দেখা যায় তাকে কী বলে?
উঃ- ক্রোমোজোমের টেলোমিয়ার
অংশে বাল্বের মতো যে অংশ দেখা যায় তাকে স্যাটেলাইট বলে।
৮৭) একটি ক্রোমোজোমে
ক্রোমোটিড দুটি যে অংশে যুক্ত থাকে তাকে কী বলে?
উঃ- একটি ক্রোমোজোমে
ক্রোমোটিড দুটি যে অংশে যুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে।
৮৮) প্রাণীকোষের বিভাজনে মাকুর
মেরু সৃষ্টিতে কোন অঙ্গাণু অংশ নেয় ?
উঃ- সেন্ট্রোজোম।
৮৯) ক্রোমোজোমের কোন অংশে
বেমতত্ত্ব সংলগ্ন থাকে?
উঃ- ক্রোমোজোমের
সেন্ট্রোমিয়ার অংশে বেমতত্ত্ব সংলগ্ন থাকে।
৯০) ক্রোমোজোম যে জৈব বস্তু
দ্বারা গঠিত তাকে কী বলে ?
উঃ- ক্রোমাটিন বলে।
৯১) মানুষের লিঙ্গ ক্রোমোজোম
দুটি কী কী?
উঃ- মানুষের লিঙ্গ ক্রোমোজোম
দুটি X ও Y।
৯২) পুরুষের দেহে লিঙ্গ
ক্রোমোজোমদুটি কী কী?
উঃ- পুরুষের দেহে লিঙ্গ
ক্রোমোজোমদুটি X ও Y।
৯৩) স্ত্রীদেহে লিঙ্গ
ক্রোমোজোমদুটি কী কী?
উঃ- স্ত্রীদেহে লিঙ্গ
ক্রোমোজোমদুটি X ও X।
৯৪) DNA ও RNA-র মধ্যে কোষের
নিউক্লিয়াসে কোনটি অধিক পরিমাণে থাকে?
উঃ- DNA
৯৫) যৌন জননকারী জীবের জীবন
যে কোষ থেকে শুরু হয় তারে নাম কী ?
উঃ- জাইগোট।
৯৬) জননমাতৃকোষের ক্রোমোজোম
সংখ্যা কত?
উঃ- জননমাতৃকোষের ক্রোমোজোম
সংখ্যা 23 টি।
৯৭) কোন কোষবিভাজনকে
প্রত্যক্ষ কোষবিভাজন বলে?
উঃ- অ্যামাইটোসিস কোষবিভাজনকে
প্রত্যক্ষ কোষবিভাজন বলে।
৯৮) অ্যামাইটোসিস কোষবিভাজন
কোথায় দেখা যায়?
উঃ- অ্যামাইটোসিস কোষবিভাজন
প্রোক্যারিওটিক কোষ যেমন ব্যাকটেরিয়ায় দেখা যায়।
৯৯) কে সর্বপ্রথম মাইটোসিস
শব্দটি ব্যবহার করেন?
উঃ- বিজ্ঞানী ওয়াল্টার
ফ্লেমিং সর্বপ্রথম মাইটোসিস শব্দটি ব্যবহার করেন।
১০০) উদ্ভিদের ভাজককলার কোষে
কোন প্রকার কোষবিভাজন হয়?
উঃ- উদ্ভিদের ভাজককলার কোষে মাইটোসিস কোষবিভাজন হয়।
আজকের PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।
আমাদের সাথে থাকতে এখানে ক্লিক করুন ।
RRB GENERAL AWARENESS BIOLOGY PART 3 ।