Latest

Wednesday, December 4, 2024

RRB GENERAL AWARENESS BIOLOGY PART 4 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ৪ ।। Free PDF Download

 RRB GENERAL AWARENESS BIOLOGY PART 4 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ৪ ।। Free PDF Download


RRB GENERAL AWARENESS BIOLOGY PART 4 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ৪


RRB GENERAL AWARENESS BIOLOGY PART 4 

বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি,RRB GENERAL AWARENESS BIOLOGY PART 4 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ৪ ।। Free PDF Download.

তোমরা অনেকেই রেলের বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিলাপ করেছ, তাই আমরা তোমাদের সুবিধার্থে জীববিদ্যা কলা ও কোষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ তোমাদের সাথে শেয়ার করব  যাতে তোমাদের পরীক্ষায় কাজে লাগে। 

তাই দেরি না করে দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলি এবং অবশ্যই PDF ডাউনলোড করে নিজের কাছে রেখে দাও ও বন্ধুদের শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমাদের আমরা আরও কীভাবে সাহায্য করতে পারি ।

জীববিদ্যা কলা ও কোষ
RRB GENERAL AWARENESS BIOLOGY PART 4

৭৬) জিন কোথায় থাকে?

উ:- জিন ক্রোমোজোমে থাকে।

৭৭) জিনের গঠনগত উপাদান কী?

উঃ-  জিনের গঠনগত উপাদান DNA

৭৮) ক্রোমোজোম কোথায় অবস্থিত?

উঃ- ক্রোমোজোম নিউক্লিয়াসে অবস্থিত।

৭৯) ক্রোমোজোম নামকরণ কে করেন?

উঃ- ক্রোমোজোম নামকরণ করেন বিজ্ঞানী ওয়াল্ডেয়ার (1888)।

৮০) সেন্ট্রোমিয়ার কোথায় দেখা যায়?

উঃ- সেন্ট্রোমিয়ার দেখা যায় ক্রোমোজোমে।

৮১) ক্রোমোজোমের মেরুযুক্তপ্রান্তকে কী বলে?

উঃ- ক্রোমোজোমের মেরুযুক্তপ্রান্তকে বলে টেলোমিয়ার।

৮২) ক্রোমোজোমের বাইরের আবরণটিকে কী বলে?

উঃ- ক্রোমোজোমের বাইরের আবরণটিকে বলে পেলিকল্।

৮৩) সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে কী বলে?

উঃ- সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম বলে।

৮৪) জীব কোষের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে কী বলে?

উঃ- জীব কোষের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে জিনোম বলে।

৮৫) ক্রোমোজোম যে দুটি তন্তুর মতো অংশ দ্বারা গঠিত, তাদের কী বলে ?

উঃ- প্রতিটি ক্রোমোজোম যে দুটি তন্তুর মতো অংশ দ্বারা গঠিত, তাদের ক্রোমোটিড বলে।

৮৬) ক্রোমোজোমের টেলোমিয়ার অংশে বাল্বের মতো যে অংশ দেখা যায় তাকে কী বলে?

উঃ- ক্রোমোজোমের টেলোমিয়ার অংশে বাল্বের মতো যে অংশ দেখা যায় তাকে স্যাটেলাইট বলে।

৮৭) একটি ক্রোমোজোমে ক্রোমোটিড দুটি যে অংশে যুক্ত থাকে তাকে কী বলে?

উঃ- একটি ক্রোমোজোমে ক্রোমোটিড দুটি যে অংশে যুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে।

৮৮) প্রাণীকোষের বিভাজনে মাকুর মেরু সৃষ্টিতে কোন অঙ্গাণু অংশ নেয় ?

উঃ- সেন্ট্রোজোম।

৮৯) ক্রোমোজোমের কোন অংশে বেমতত্ত্ব সংলগ্ন থাকে?

উঃ- ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশে বেমতত্ত্ব সংলগ্ন থাকে।

৯০) ক্রোমোজোম যে জৈব বস্তু দ্বারা গঠিত তাকে কী বলে ?

উঃ- ক্রোমাটিন বলে।

৯১) মানুষের লিঙ্গ ক্রোমোজোম দুটি কী কী?

উঃ- মানুষের লিঙ্গ ক্রোমোজোম দুটি X Y

৯২) পুরুষের দেহে লিঙ্গ ক্রোমোজোমদুটি কী কী?

উঃ- পুরুষের দেহে লিঙ্গ ক্রোমোজোমদুটি X Y

৯৩) স্ত্রীদেহে লিঙ্গ ক্রোমোজোমদুটি কী কী?

উঃ- স্ত্রীদেহে লিঙ্গ ক্রোমোজোমদুটি X X

৯৪) DNA RNA-র মধ্যে কোষের নিউক্লিয়াসে কোনটি অধিক পরিমাণে থাকে?

উঃ- DNA

৯৫) যৌন জননকারী জীবের জীবন যে কোষ থেকে শুরু হয় তারে নাম কী ?

উঃ- জাইগোট।

৯৬) জননমাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কত?

উঃ- জননমাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 23 টি।

৯৭) কোন কোষবিভাজনকে প্রত্যক্ষ কোষবিভাজন বলে?

উঃ- অ্যামাইটোসিস কোষবিভাজনকে প্রত্যক্ষ কোষবিভাজন বলে।

৯৮) অ্যামাইটোসিস কোষবিভাজন কোথায় দেখা যায়?

উঃ- অ্যামাইটোসিস কোষবিভাজন প্রোক্যারিওটিক কোষ যেমন ব্যাকটেরিয়ায় দেখা যায়।

৯৯) কে সর্বপ্রথম মাইটোসিস শব্দটি ব্যবহার করেন?

উঃ- বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম মাইটোসিস শব্দটি ব্যবহার করেন।

১০০) উদ্ভিদের ভাজককলার কোষে কোন প্রকার কোষবিভাজন হয়?

উঃ- উদ্ভিদের ভাজককলার কোষে মাইটোসিস কোষবিভাজন হয়।


আজকের PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।

আমাদের সাথে থাকতে এখানে ক্লিক করুন 

RRB GENERAL AWARENESS BIOLOGY PART 3 ।