Bengali Mixed GK Part - 4
১। ভারতের জাতীয় স্তোত্র
(National Anthem) কোনটি ?
উ- ‘‘জনগণ মন অধিনায়ক জয়
হে…. জয় জয় জয়, জয় হে ।’’
২। ভারতের জাতীয় স্তোত্রের
রচয়িতা কে ?
উ- রবীন্দ্রনাথ ঠাকুর ।
৩। এই গানটিকে ভারতের ‘জাতীয় স্তোত্র’ হিসাবে কবে গ্রহণ
করা হয় ?
উঃ- ২৮ শে জানুয়ারি, ১৯৫০
সালে ।
৪। এই গানটি কোন পত্রিকায়
প্রথম প্রকাশিত হয় ?
উঃ- রবীন্দ্রনাথ সম্পাদিত
তত্ত্ববোধিনী পত্রিকায় ১৯১২ সালে প্রথম প্রকাশিত হয় ।
৫। প্রথম প্রকাশের সময় এই
কবিতার নাম কি ছিল ?
উঃ- ‘ভারত বিধাতা’ ।
৬। এই গানটিকে কে ইংরাজিতে
অনুবাদ করেন এবং ইংরেজি অনুবাদের নাম কি ?
উঃ- রবীন্দ্রনাথ ঠাকুর ।
The Morning song of India ।
৭। গানটির কয়টি স্তবক?
উঃ- পাঁচটি স্তবক ।
৮। সৈন্যবাহিনীতে এই গানটির
কয়টি স্তবক গাইতে পারে ?
উঃ- একটি মাত্র স্তবক গাইতে
পারে ।
৯। গানটি প্রথম কবে গাওয়া
হয়েছিল ?
উঃ- ২৭ শে ডিসেম্বর ১৯১১ সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে ।
১০। কারা এই গানটিকে জাতীয়
স্তোত্র রূপে গ্রহণ করেন ?
উঃ- ভারতের সংবিধান সভা ।
১১। ভারতের জাতীয় সংগীত
(National song Of India) কোনটি ?
উঃ- বন্দেমাতরম্ ।
১২। ভারতের জাতীয় সংগীতের
(National song Of India) রচয়িতা কে ?
উঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
।
১৩। ‘বন্দেমাতরম্’ গানটি
প্রথম কোন উপন্যাসে কত সালে প্রকাশিত হয় ?
উঃ- আনন্দমঠ উপন্যাসে ১৮৮৪
সালে ।
১৪। ‘বন্দেমাতরম্’ গানটি
প্রথম কবে গাওয়া হয় ?
উঃ- ১৮৯৬ খ্রিস্টাব্দে কংগ্রেসের
জাতীয় অধিবেশনে ।
১৫। ‘বন্দেমাতরম্’ গানটির
ইংরেজি অনুবাদ কে করেছিল ?