Latest

Showing posts with label COMPUTER GK. Show all posts
Showing posts with label COMPUTER GK. Show all posts

Thursday, February 17, 2022

February 17, 2022

Computer GK in Bengali PDF Full Forms ।। কম্পিউটার জেনারেল নলেজ সম্পূর্ণ নাম ।। Free PDF Download

 Computer GK in Bengali PDF Full Forms

Computer GK in Bengali PDF Full Forms

প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Computer GK in Bengali PDF Full Forms ।। কম্পিউটার জেনারেল নলেজ সম্পূর্ণ নাম ।। Free PDF Download

বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন পরীক্ষায় কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আজকে আমি তোমাদের সাথে কম্পিউটারের কিছু পুরো নাম বা full forms নিয়ে আলোচনা করব , আশা করছি তোমাদের কাজে লাগবে । তাইও দেরি না করে দেখে নাও ।

Computer GK Full Forms

1) MIPS :- Million Instructions Per Second

2) SMPS :- Switch Mode Power Supply

3) LCD :- Liquid Crystal Display

4) CRT :- Cathode Ray Tube

5) LAN :- Local Area Network

6) MAN :- Metropolitan Area Network

7) WAN :- Wide Area Network

8) WWW:- World Wide Web

9) UPS: - Uninterrupted Power Supply.

10) ATM: - Asynchronous Transfer Mode.

11) SIM: - Subscriber Identity Modules.

12) ALU:- Arithmetic Logic Unit.

13) AT :- Advance Technology.

14) ANSI :- American National Standards Institute

15) ASCII :- American Slandered code for information Interchange.

16) BASIC :- Beginners All-purpose Symbolic Instruction Code.

17) BCD:-Bar Code Decimal.

18) BCR :- Bar Code Reader.

19) BIOS :- Basic Input Output System.

20) BIT :- Binary Digit.

21) BPS :- Bits Per Second.

22) CAD :- Computer Aided Design.

23) CAI :- Computer Aided Instruction.

24) CAM :- Computer Aided Manufacturing.

25) CD-ROM :- Compact Disk-Read Only Memory.

26) CPU :- Central Processing Unit.

27) CGA :- Colour Graphics Adoptor.

28) CMOS :- Complementary Metal Oxide Semiconductor.

29) COBOL:- Common Business Oriented Language.

30) CU:- Control Unit.

31) DBMS :- Database Management System.

32) DIP :- Dual In-Line Package.

33) DTP: - Desk Top Publishing.

34) DRAM: - Dynamic Random Access Memory.

35) DVD: - Digital Versatile Disk/Digital Video Disk.

36) EPROM:-Erasable Programmable Read Only Memory.

37) EEPROM:- Electronically Erasable Programmable Read Only Memory.

38) EAPROM: - Erasable Alterable Read Only Memory.

39) EGA: - Enhanced Graphics Adaptor.

40) ENIAC:- Electronic Numerical Integrator And Calculator.

41) EOF: - End of File.

42) FAT: - File Allocation Table.

43) FORTAN: - Formula Translator.

44) FDD: - Floppy Disk Drive.

45) FM:-Frequency Modulation.

46) FRAM:-Ferromagnetic Random Access Memory.

47) GB:-Gigabyte.

48) GUI:-Graphical User Interface.

49) HDD:-Hard Disk Drive.

50) IBM:-International Business Machines.

51) IC:-Integrated Circuit.

52) ISCII:-Indian Slandered Code for Information Interchange.

53) KB:-Kilobyte.

54) LAN:-Local Area Network.

55) LSI:-Large Scale Integrated Circuit.

56) LCD:-Liquid Crystal Display.

57) MAN:-Metropolitan Area Network.

58) MICR:-Magnetic INK Character Recognition.

59) MIPS:-Millions of Instructions Per Second.

60) MSI:-Medium Scale Integrated Circuit.

61) MB:-Mega Byte.

62) Modem:-Modulation-Demodulation.

63) OCR:-Optical Character Recognition.

64) OMR:-Optical Mark Reader.

65) OS:-Operating System.

66) PC:-Personal Computer.

67) PCB:-Printed Circuit Board.

68) POST:-Power On Self Test.

69) RAM:-Random Access Memory.

70) ROM:-Read Only Memory.

71) RPM:-Rotate Per Minute.

72) SIMM:-Single In Line Memory Module.

73) SIPP:-Single In- Line Pin Profile.

74) SRAM:-Static Random Access Memory.

75) SVGA:-Supper Video Graphics

Adaptor/Array.

76) TCP:-Transmission Control Protocol.

77) IP:-Internet Protocol.

78) ULSI:-Ultra Large Scale Integration.

79) UPS:-Uninterruptible Power Supply.

80) VDU:-Visual Display Unit.

81) VIRUS:-Vital Information Resource Under Size.

82) VGA:-Video Graphics Array.

83) VLSI:-Very Large Scale Integration.

84) WAN:-Wide Area Network.

85) WORM:-Write Once Read Many.

86) XT:-Extended Technology.

87) PNG:- Portable Network Graphics

88) JPEG:- Joint Photographic Experts Group

89) MPEG:- Moving Picture Experts Group

90) EBCDIC:- Extended Binary Coded Decimal Interchange Code

 

What is Computer?

 Computer is an Electronic Device, which can accept and store information or data, process them and give the desirable result on output, it’s also help us to solve the various problem.

 

Full form of computer

  C - Commonly
  O - Operating
  M - Machine
  P - Particularly
  U - Used for
  T - Technical
  E - Educational and
  R -
Research

 

Q. Who is the father of computer?

   Ans :-  Charles Babbage


আজকের Computer GK in Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Click Here



Thursday, February 10, 2022

February 10, 2022

Computer GK in Bengali PDF Part - 2 ।। কম্পিউটার জেনারেল নলেজ পর্ব - ২

 Computer GK in Bengali PDF Part - 2

Computer GK in Bengali PDF Part - 2


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Computer GK in Bengali PDF Part - 2 ।। কম্পিউটার জেনারেল নলেজ পর্ব - ২ ।

দেরি না করে কম্পিউটার থেকে কিছু সাধারণ জ্ঞান পড়ে নাও বা জেনে নাও -


১। টার্মিনালের লেখা তথ্য কোথায় জমা হয় ?

উঃ মিনি কম্পিউটার এর সংরক্ষিত স্থান অর্থাৎ হার্ডডিক্সে ।

২। টার্মিনাল এর সাহায্যে প্রিন্ট করা যায় কি ?

উঃ হ্যাঁ ।

৩। টার্মিনাল এর সাহায্যে কিভাবে প্রিন্ট করা যায় ?

উঃ টার্মিনালে প্রিন্টের কমান্ড দিলে মিনি কম্পিউটার হার্ডডিক্স থেকে তথ্য প্রিন্টারের মাধ্যমে মুদ্রণ হয় ।

৪। একই সময়ে একাধিক টার্মিনাল থেকে প্রিন্টিং এর কমান্ড দিলে মুদ্রণ সম্ভব কি

?

উঃ হ্যাঁ ।

৫। একাধিক টার্মিনাল থেকে একই সময়ে মুদ্রণের কম্পিউটারে কিভাবে মুদ্রণ হয়

?

উঃ মুদ্রণ এর কমান্ড পরপর প্রিন্টারে লাইন দেয়, একে একে প্রত্যেকটি কমান্ড

আলাদা আলাদাভাবে মুদ্রণ হয় ।

৬। কম্পিউটার যে ঘরে থাকে তার তাপমাত্রা কমপক্ষে কত হওয়া উচিত ?

উঃ ১৮ ডিগ্রি থেকে ২২ ডিগ্রির মধ্যে ।

৭। কম্পিউটারের পরিবেশ কি রকম হওয়া উচিত ?

উঃ ওই ঘরে ঢোকার সময় জুতো খুলে ও এপ্রোন পড়ে যাওয়া উচিত ।

৮। পি সি(PC) ও মিনি কম্পিউটার এর মধ্যে কার বেশি জায়গা প্রয়োজন ?

উঃ মিনি কম্পিউটারের ।

৯। সফটওয়্যার কাকে বলে ?

উঃ যেসব কমান্ডের মাধ্যমে পি সি, মিনি ইত্যাদি কম্পিউটার বিভিন্ন ধরনের কাজ

করতে পারে, সেই কমেন্ট সম্বলিত ফ্লপিকে সফটওয়্যার বলে ।

১০। হার্ডওয়ার কি ?

উঃ পি. সি, মিনি ইত্যাদি কম্পিউটারের যন্ত্রাদিকে হার্ডওয়ার বলে ।

১১। পি.সি এর হ্যাং বলতে কী বোঝো ?

উঃ যেকোনো কারণে উক্ত যন্ত্রগুলি হঠাৎ অচল হয়ে পড়লে তাকে পি.সি এর হ্যাং বলে ।

১২। পি.সি সাধারণত হ্যাং হয় কেন ?

উঃ হার্ডডিক্সে ভাইরাস ঢুকে গেলে সাধারণত হ্যাং হয় ।

১৩। ভাইরাস কি ?

উঃ এমন কিছু কমান্ড যা ফ্লপির মাধ্যমে পি.সি এর হার্ডডিস্কে গিয়ে হার্ডডিস্ককে অচল করে দেয় ।

১৪। ‘ভাইরাসের’ হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় ?

উঃ এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করে ।

১৫। কোনমতেই যদি হার্ডডিস্ক থেকে ভাইরাস দূর করা না যায়, তখন কি করা হয় ?

উঃ হার্ডডিস্ক ফরম্যাট করতে হয় ।

১৬। হার্ডডিস্ক ফরম্যাট করলে কি হয় ?

উঃ ভাইরাস দূর হয় । হার্ডডিক্স এর সব তথ্য মুছে যায় ।

১৭। ভাইরাস পি.সি তে কিভাবে আসে ?

উঃ ভাইরাস যুক্ত ফ্লপি ব্যবহার করলে ।

১৮। মিনি কম্পিউটারে ভাইরাস কোন্‌ ক্ষতি করতে পারে কি ?

উঃ না ।

১৯। টার্মিনালে প্রভাব বিস্তার করে ভাইরাস মিনি কম্পিউটারের হার্ডডিক্সের এর কোন ক্ষতি করতে পারে কি ?

উঃ না ।

২০। “কারসার” কাকে বলে ?

উঃ ভি ডি ইউ(VDU) মনিটরের বাঁদিকে টিপ্‌ টিপ্‌ করে যে আলো জলে ও লেখার পেছনে পেছনে চলে ।

২১। কারসারে কয়টি বর্ণ থাকে ?

উঃ সাধারণত আটটি থাকে । প্রয়োজনবোধে একে বাড়ানো বা কমানো যায় ।

২২। পি. সি এর Ms-Dos-এ সবচেয়ে বেশি বড় ফাইলে কয়টি বর্ণ থাকে ?

উঃ চার মিলিয়াম ।

২৩। “Root Directory”- তে কি থাকে ?

উঃ লোটাস(Lotus), ওয়ার্ডস্টার(Word Star), ডি-বেস(D-Base) ইত্যাদি ।

২৪। হার্ডওয়ারের দু-একটা নাম করো ?

উঃ ডিসপ্লে কার্ড(Display Card), পাওয়ার বক্স(Power Box), ডিক্স কন্ট্রোলার(Disk Crontoleer), মাদারবোর্ড(Mother Board), হার্ডডিক্স(Hard Disk) ইত্যাদি .

২৫। এক বাইটে কত মেগাবাইট(Megabyte) হয় ?

উঃ এক মিলিয়াম বাইটে ।

২৬। RAM-এর পুরো নাম কি ?

উঃ Random Access Memory ।

২৭। রোম(ROM) এর পুরো নাম কি ?

উঃ Read Only Memory (রেড অনলি মেমোরি) ।

২৮। পৃথিবীর সবচেয়ে বড় কম্পিউটার সংস্থার নাম কি ?

উঃ আই. বি. এম ।

২৯। ALU- এর পুরো নাম কি ?

উঃ Arithmetic Logic Unit(অ্যারিথমেটিক লজিক ইউনিট) ।

৩০। সাধারণত কত রকমের ডিক্স(Disk) আছে ?

উঃ সাধারণত তিন রকমের ডিক্স(Disk) আছে । Removable Hard Disk, Winchster Hard disk, এবং Flopy Disketts ।

৩১। কম্পিউটারে দিন মাস ও বছর কিভাবে লেখা হয় ?

উঃ মাস, দিন ও বছর ।

৩২। Dir এর পুরো নাম কি ?

উঃ Directory ।

৩৩। Dir কি ?

উঃ একটি আদেশ (Command)।

৩৪। Diskcomp পুরোটা কি ?

উঃ Diskette Compare ।

৩৫। RMDIR পুরোটা কি ?

উঃ Remove Directory ।

৩৬। কম্পিউটারের মনিটারে সময় কিভাবে লেখা হয় ?

উঃ ঘন্টা, মিনিট, সেকেন্ড ।

৩৭। Tree কি ?

উঃ এটা হল একটা আদেশ(Command) ।

৩৮। Input কি ?

উঃ কী বোর্ড দিয়ে যা মনিটরের মাধ্যমে সি.পি. ইউতে পাঠানো হয় । সি পি ইউ থেকে যা প্রিন্টারের মাধ্যমে বেরিয়ে আসে ।

৩৯। মনিটরের প্রম্পটি কোথায় থাকে ?

উঃ মনিটরের বাঁদিকের উপরে ।

৪০। < > অথবা NE কীসের চিহ্ন ?

উঃ এক নয় (Not Equal) ।

৪১। < = অথবা + > চিহ্নের অর্থ কি ?

উঃ সব থেকে কম অথবা সমান সমান ।

৪২। RNG এর পুরো নাম কি ?

উঃ Random Number Generator ।

৪৩। NDC এর পুরো নাম কি ?

উঃ Numeric Data Conversion ।

৪৪। SPN এর পুরো নাম কি ?

উঃ Single Precision Number ।

৪৫। MRG এর পুরো নাম কি ?

উঃ Medium Resulation Graphics ।

৪৬। HRG এর পুরো নাম কি ?

উঃ High Resulation Graphics ।

৪৭। প্রথম আধুনিক কম্পিউটার কত সালে নির্মিত হয় ?

উঃ আমেরিকার হাভার্ড বিশ্ববিদ্যালয়ে ব্যাবেজেরপরিকল্পনা অনুযায়ী ১৯৪৪ সালে তৈরি হয়েছিল অটোমেটিক সিকোয়েন্স ক্যালকুলেটর । এটিই প্রথম আসল কম্পিউটার ।

৪৮। ‘এনিয়াক’ কম্পিউটার সম্বন্ধে কি জানো ?

উঃ ১৯৪৬ সালে পেলসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম সম্পূর্ণ ইলেক্ট্রনিক পদ্ধতি ব্যবহারকারী এনিয়াক নামে কম্পিউটারটি নির্মিত হয়েছিল । এটি ৩২০ টন ভারী এবং ১৫০০ বর্গ ফুট মাপের কম্পিউটার ।

৪৯। পরবর্তী কালে নির্মিত আরো কয়েকটি কম্পিউটারের নাম বল ?

উঃ এডভ্যাক, আইন, বি-এম ৬০৪, ৭১০, ৬৫০ লিপ, ম্যাডাম, ডিউস, ইউনিভ্যাকওয়ান, আর্ক ।

৫০। ১৯৫৮ সালের পর নির্মিত কম্পিউটার গুলির নাম বল ?

উঃ যেমন – ন্যাশানাল ৩০৪, হানিওয়েল, আর, সি, ৫০১, ইন্টিগ্রেটেড সার্কিট, লার্জস্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ভেরি লার্জস্কেল ইন্টিগ্রেটেড সার্কিট বিশিষ্ট কম্পিউটার ।

আজকের Computer GK in Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Click Here ।


Wednesday, February 9, 2022

February 09, 2022

Computer GK in Bengali PDF Part - 1 ।। কম্পিউটার জেনারেল নলেজ পর্ব - ১

 Computer GK in Bengali PDF Part - 1

Computer GK in Bengali PDF Part - 1


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Computer GK in Bengali PDF Part - 1 ।। কম্পিউটার জেনারেল নলেজ পর্ব - ১

দেরি না করে কম্পিউটার থেকে কিছু সাধারণ জ্ঞান পড়ে নাও বা জেনে নাও -

১। কম্পিউটার কি ?

উঃ এটি হলো ইলেকট্রিক চালিত যন্ত্র যার দ্বারা নানান বিষয়ে কাজ খুবই অল্প সময়ের মধ্যে সমাধান করা যায় ।

২। কত রকমের কম্পিউটার আছে ?

উঃ প্রধানত চার রকমের ।

৩। প্রত্যেকটি কম্পিউটারের নাম কি কি ?

উঃ (i) পার্সোনাল কম্পিউটার  (ii) মিনি কম্পিউটার  (iii) সুপার ফ্রেম কম্পিউটার ও  (iv) মেন ফ্রেম কম্পিউটার ।

৪। প্রত্যেকটি কম্পিউটারের বিশেষত্ব কি ?

(i) পার্সোনাল কম্পিউটার - পার্সোনাল কম্পিউটার সাধারণত অল্প ক্ষমতা সম্পন্ন হয় । এর সাহায্যে খুব বেশি কাজ না হলেও খুব কম হয় না । এটি একজন মাত্র চালাতে পারবেন ।

(ii) মিনি কম্পিউটার - মিনি কম্পিউটার এর ক্ষমতা পার্সোনাল কম্পিউটার থেকে বেশি । এখানে অনেক টার্মিনালে একসঙ্গে অনেক লোক কাজ করতে পারেন ।

(iii) সুপার ফ্রেম কম্পিউটার - সুপার ফ্রেম কম্পিউটার অনেক ক্ষমতা সম্পন্ন, এখানে একসঙ্গে অনেক রকম কাজ হতে পারে । অনেকে একসঙ্গে টার্মিনালের মাধ্যমে কাজ করতে পারেন । এটি সাধারণত বড় বড় কারখানা অফিস ইত্যাদি জায়গায় বসানো হয় ।

(iv) মেন ফ্রেম কম্পিউটার - মেন ফ্রেম কম্পিউটার উপরিউক্ত কম্পিউটারের চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন, নানান রকম আরো অনেক বেশি কাজ করা যায় ।

৫। পার্সোনাল কম্পিউটারের কয়টি ভাগ ও কি কি ?

উঃ দুইটি ভাগ । যথা – পি. সি. এ. টি ও পি. সি. এক্স. টি ।

৬। পি. সি. এ. টি ও পি. সি. এক্স. টি এর মধ্যে বিশেষ পার্থক্য কি ?

উঃ শুধুমাত্র ক্ষমতার পার্থক্য যেমন পি. সি. এ. টি এর ক্ষমতা হলো ৬৪০ কিলোবাইট । পি. সি. এক্স. টি এর ক্ষমতা ৩৬০ কিলোবাইট ।

৭। পি. সি (পার্সোনাল কম্পিউটার) এর কয়টি ভাগ ?

উঃ চারটি ভাগ । যথা – (ক) ভি. ডি. ইউ, (খ) সি. পি. ইউ (গ) কী বোর্ড (ঘ) প্রিন্টার ।

৮। ভি. ডি. ইউ কি ?

উঃ ভিজুয়াল ডিসপ্লে ইউনিট , যার ওপরে লেখা ভেসে ওঠে । অনেকে আবার এটাকে মনিটর বলে ।

৯। সি. পি. ইউ কি ?

উঃ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট । যেকোনো তথ্য রাখা সমাধান করা আলাদা করা ইত্যাদি অনেক রকম কাজ করে ।

১০।  কি বোর্ড কি ?

উঃ এটা অনেকটা টাইপরাইটার মেশিনের মত, এর সাহায্যে তথ্য মনিটর ও সি. পি. ইউ তে পাঠানো হয় ।

১১। প্রিন্টার কি ?

উঃ সি পি ইউ এ নানান বিষয়ের যেসব সমাধান হয় তা প্রিন্টার অর্থাৎ মুদ্রণ যন্ত্রের মাধ্যমে বিশেষ ধরনের কাগজের ওপর ছেপে বেরিয়ে আসে ।

১২। ফ্লপি কি ?

উঃ গ্রামোফোনের রেকর্ডের মতো সাড়ে তিন ইঞ্চি ডায়ামিটার বিশিষ্ট একটি ডিস্ক, যার মধ্যে বিভিন্ন ভাগ করা আছে । এই ডিস্কের অল্প জায়গা ছাড়া সবই ঢাকা থাকে । এর মধ্যে সি. পি. ইউ এর নানা তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, আলাদা করে রক্ষা করা হয় ।

১৩। ফ্লপি কত রকমের হয় ?

উঃ দুই রকমের ।

১৪। ফ্লপিদের নাম কি ?

উঃ ডবল ডেনসিটি ফ্লপি এবং হাই ডেনসিটি ফ্লপি ।

১৫। কোন ফ্লপি কোন পিসিতে লাগে ?

উঃ ডবল ডেনসিটি ফ্লপি পি. সি. এক্স. টি ও পি. সি. এ. টিতে লাগে কিন্তু হাই ডেনসিটি ফ্লপি শুধুমাত্র পি. সি. এ. টিতে লাগে ।

 ১৬। ফ্লপি ড্রাইভ কাকে বলে ?

উঃ পি. সি এর সি. পি. ইউ এর গায়ে একটা বা দুটো সরু ও লম্বা ফাঁকা জায়গা আছে । সেই ফাঁকা জায়গায় ফ্লপি ঢুকিয়ে সি. পি. ইউ এর তথ্য সংগ্রহ করা হয় । এগুলোর অবস্থান সাধারণত সি.পি.ইউ এর ডান দিকে থাকে ।

১৭। “রাইট প্রটেক্টর নোচ” কাকে বলে ?

উঃ ফ্লপির ডান দিকের ধারে যে অংশ কাটা থাকে সেটাকে ‘ওক’ বিশেষ ধরনের আঠা যুক্ত কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয় ।

১৮। ফ্লপি কোথায় রাখা হয় ?

উঃ ফ্লপি- ফ্লপিবাক্সে রাখা হয়।

১৯। স্নুল কাকে বলে ?

উঃ সিনেমার রিলের মত ফিল্মের সাহায্যে ম্যাগনাম ইত্যাদি মিনি কম্পিউটারের তথ্য সংগ্রহ করা হয় । এখানে ফ্লপির চেয়ে বেশি তথ্য রাখা যায় ।

২০। কার্টিজ কাকে বলে ?

উঃ মিনি কম্পিউটারের তথ্য রচনা একটি আধার বিশেষ । এটি স্নুলের চেয়ে কম তথ্য রাখা যায় । এটিও টেপ রেকর্ডারের টেপে এর মত সরু ফিল্মে তথ্য রাখা যায়।

২১। পি. সি. তে কতজন মানুষ একসঙ্গে কাজ করতে পারে ?

উঃ পি. সি. তে একজন মাত্র কাজ করতে পারে ।

২২। পি. সি. এর প্রিন্টার এক সঙ্গে কত লোক ব্যাবহার করতে পারে ?

উঃ একজন মাত্র ।

২৩। মিনি কম্পিউটারে একসঙ্গে কটি প্রিন্টার লাগানো যায় ?

উঃ একাধিক ।

২৪। মিনি কম্পিউটার প্রিন্টার একসঙ্গে কতজন ব্যবহার করতে পারে ?

উঃ একাধিকজন ।

২৫। টার্মিনাল কাকে বলে ?

উঃ ছোট টিভির মতো বাক্স । এর সঙ্গে মিনি কম্পিউটার এর যোগাযোগ থাকে । এই যন্ত্রের যা কাজ হয় তা মিনি কম্পিউটারে সঞ্চিত হয় । দরকার হলে আবার এই যন্ত্রের কাছে ফিরিয়ে এনে দেখা যায় ।

২৬। টার্মিনালের সঙ্গে আর কি থাকে ?

উঃ কিবোর্ড ।

২৭। টার্মিনালের লেখা তথ্য কোথায় জমা হয় ?

উঃ মিনি কম্পিউটারের সংরক্ষিত স্থান অর্থাৎ হার্ডডিস্কে ।

২৮। টার্মিনালের সাহয্যে প্রিন্ট করা যায় কি ?

উঃ হ্যাঁ ।

২৯। টার্মিনালের সাহয্যে কিভাবে প্রিন্ট করা যায় ?

উঃ টার্মিনালে প্রিন্টের কমান্ড দিলে মিনি কম্পিউটারের হার্ডডিস্ক থেকে তথ্য প্রিন্টারের মাধ্যমে মুদ্রণ হয় ।

৩০। একই সময়ে একাধিক টার্মিনাল থেকে প্রিন্টিংয়ের কম্যান্ড দিলে মুদ্রণ সম্ভব কি ?

উঃ হ্যাঁ ।



আজকের Computer GK in Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Click Here