Latest

Showing posts with label অনুচ্ছেদ রচনা. Show all posts
Showing posts with label অনুচ্ছেদ রচনা. Show all posts

Tuesday, April 19, 2022

April 19, 2022

Bengali Anuchhed Rachana Free PDF Download || বাংলা অনুচ্ছেদ রচনা

 Bengali Anuchhed Rachana Free PDF Download

Bengali Anuchhed Rachana Free PDF Download

Bengali Anuchhed Rachana Free PDF Download

হ্যালো বন্ধুরা অনুচ্ছেদ রচনা(bengali anuched rochona) একটি গুরুত্বপূর্ণ জিনিস যা তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষায় আসে এবং তোমরা যারা এখন ছাত্র বা ছাত্রী তাদেরও খুব প্রয়োজন । আজকে আমরা এই অনুচ্ছেদ রচনার কিছু উদাহরণ দিলাম -

মাদার টেরিজা

টেরিজা শুধু বাঙালির নয়, শুধু ভারতবাসির নয় , বিশ্বের আর্ত মানুষের মমতাময়ী মা । ২৬ শে আগস্ট ১৯১০ খ্রিস্টাব্দে, মা টেরিজার জন্ম হয় যুগোশ্লোভিয়ার স্কোপজে শহরে । তার ছেলেবেলার নাম ছিল অ্যাগনেস গোনসা বোজাক্সিউ । স্কোপেজ শহরে যাজকদের ছিল এক ধর্ম সংগঠন । সেখানে অ্যাগনেসের যাতায়াত ছিল । লেখাপড়ার সঙ্গে তাঁর ধর্ম চর্চাও চলেছিল সমানে ।অ্যাগনেসের বয়স তখন আঠারো , যুগোশ্লোভিয়ার জেসুইটরা ভারতে কাজের জন্য লোক চেয়ে পাঠায় । সেই ডাকে অ্যাগনেস আসেন কলকাতায় । সেন্ট মার্গারেট স্কুলে ভূগোলের শিক্ষয়ত্রী হন ।শিক্ষকতার ফাঁকে ফাঁকে পরিচালনা করতে থাকেণ ভারতীয় খ্রিস্টান সন্ন্যাসীদের প্রতিষ্ঠান ‘ডটারস্‌ অব সেন্ট অ্যান’। পড়ে শিক্ষকতার কাজ ছেড়ে তিনি ‘মিশনারি অব চ্যারিটি’ গঠন করে সেবামূলক কাজ শুরু করেন । ‘শিশু ভবন’, ‘নির্মল হৃদয়’, প্রভৃতি প্রতিষ্ঠান কলকাতায় গড়ে ওঠে । শিশু থকে বৃদ্ধ সব বয়সের পীড়িত মানুষের সেবায় মাদার নিজেকে নিয়োগ করেন । তাঁর সেবা, করুনা আর শান্তি সারা বিশ্বে পরিচিত । তিনি ১৯৭৯ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কারে সম্মানিত হন । তিনি মারা যান ৮৭ বছর বয়সে ৫ই সেপ্টেম্বর ১৯৯৭ খ্রিস্টাব্দে  । আমাদের পরম সৌভাগ্য ,খ্রিস্টধর্ম গুরু মহামান্য পোপ ৪ই সেপ্তেম্বর ২০১৬ খ্রিস্টাব্দে ভার্টিক্যান প্যালেসে এক বিশেষ অনুষ্ঠানে মাদার টেরিজাকে ‘সন্ত’ উপাধিতে ভূষিত করেছেন ।

 

স্বামী বিবেকানন্দ

১২ই জানুয়ারি ,১৮৬৩ খিস্টাব্দে স্বামী বিবেকানন্দ কলকাতার সিমুলিয়ার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন ৷ সন্ন্যাস নেবার আগে তার নাম ছিল নরেন্দ্রনাথ ৷ তার বাবা বিশ্বনাথ দত্ত এবং মা ভুবনেশ্বরী দেবী ৷ নরেন মেধাবী ছাত্র ছিলেন ৷ মাত্র চোদ্দ বছর বয়সে মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন । তারপর প্রেসিডেন্সি কলেজ , সেখান থেকে জেনারেল অ্যাসেমব্লিজ কলেজে( স্কটিশ চার্চ) পড়াশোনা করেন । বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন । ছেলেবেলা থেকে ধর্মের প্রতি টান ছিল । তিনি ঠাকুর রামকৃষ্ণের শিষ্য হন । ঠাকুর দেহ রাখার পর নরেন গুরুভাইদের নিয়ে বরানগরে সন্ন্যাস-সংঘ গড়েন ।জনসেবা ছিল সন্ন্যাস- সংঘের প্রধান কাজ । নরেন পায়ে হেঁটে ভারত ভ্রমণ করেন ।আমেরিকার শিকাগো শহরে বসে ধর্ম সম্মেলন । নরেন বিবেকানন্দ নাম নিয়ে আমেরিকা যাত্রা করেন । সেখানে হিন্দুধর্ম ও বেদান্তের সার কথা তুলে ধরেন । আইরিশ মহিলা মিস মার্গারেট নোবেল তাঁর কাছে দীক্ষা নিয়ে হন ভগিনী নিবেদিতা । রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠ প্রতিষ্ঠা বিবেকানন্দের বিশাল কীর্তি । তাঁর প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের প্রথম কাজই হল গরীব দুঃখী ও আর্ত মানুষের সেবা করা ।

Download PDF Click Here


April 19, 2022

Bengali Anuchhed Rachana Free PDF Download || বাংলা অনুচ্ছেদ রচনা কাকে বলে

 Bengali Anuchhed Rachana Free PDF Download

Bengali Anuchhed Rachana Free PDF Download

Bengali Anuchhed Rachana Free PDF Download

হ্যালো বন্ধুরা অনুচ্ছেদ রচনা(bengali anuched rochona) একটি গুরুত্বপূর্ণ জিনিস যা তোমাদের বিভিন্ন চাকরীর পরীক্ষায় আসে এবং তোমরা যারা এখন ছাত্র বা ছাত্রী তাদেরও খুব প্রয়োজন । আজকে আমরা এই অনুচ্ছেদ রচনার কি এবং এর কিছু বৈশিষ্ট্য ও কিভাবে অনুচ্ছেদ রচনা লিখতে হয় তার কিছু উদাহরন দেব। চলো দেখে নাও -


অনুচ্ছেদ রচনা কি ?


একটি বিশেষ ভাবকে প্রকাশ করতে কিছু বাক্যের প্রয়োজন হয় । বাক্য গুলি ভাব প্রকাশের শুরু থেকে শেষ পর্যন্ত পরপর বসে সম্পর্কের অদৃশ্য সুতোয় গাঁথা হয়ে ভাবের শক্ত প্রকাশ ঘটায় । এভাবে একটি বিশেষ ভাবকে প্রকাশ করাকে অনুচ্ছেদ রচনা বলা হয় ।


অনুচ্ছেদ রচনার কিছু বৈশিষ্ট্যঃ-

১। অনুচ্ছেদ কিছু বাক্যের সমষ্টি ।

২। বাক্যগুলি যেন পরস্পর সম্পর্কের সুতোয় বাঁধা ।

৩। শুরু থেকে শেষ অবধি ভাবের প্রকাশ হয় আঁটোসাঁটো ।

৪। বাক্যগুলি একটি বিশেষ ভাবকে প্রকাশ করে ।

অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয় । সেগুলি হল –


১। একটি মাত্র অনুচ্ছেদ লিখতে হয় । একের বেশি হওয়া চলে না ।

২। ভাষা হয় সহজ সরল ও সাবলীল ।

৩। একই শব্দের বা বাক্যের ব্যবহার যেন না হয় , সেদিকে নজর দিতে হয় । ৪। প্রবন্ধে যে কোনো বিষয়ের নানা দিক ও ভাবকে বিভিন্ন অনুচ্ছেদে প্রকাশ করা হয় , কিন্তু অনুচ্ছেদ রচনায় বিষয়ের একটি বিশেষ ভাবের ওপর আলো ফেলা হয় । অনুচ্ছেদ রচনায় তাই ভাবকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশের তেমন সুযোগ থাকে না । ভাবের প্রকাশ হয় যতদূর সম্ভব আঁটসাঁট । উদ্ধৃতি দেওয়ার প্রয়োজন হলে তা দিতে হয় ছোটোখাটো চেহারায় ।

Download PDF Click Here