Latest

Showing posts with label ENVIRONMENTAL STUDIES. Show all posts
Showing posts with label ENVIRONMENTAL STUDIES. Show all posts

Tuesday, April 26, 2022

April 26, 2022

Environmental Studies Question-Answer Part - 29 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৯

 Environmental Studies Question-Answer Part - 29

Environmental Studies Question-Answer Part - 29
Environmental Studies Question-Answer Part - 29

হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 29।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৯

বন্ধুরা তোমরা নিশ্চয় জানো বিভিন্ন চাকরীর পরীক্ষায় পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে । তাই আমি তোমাদের সাথে পরিবেশ বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে -

৪৩৬। CAZRI এর পুরো নাম কি ?

উঃ- সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইন্সটিটিউট ।

৮৩৭। GIS এর পুরো নাম কি ?

উঃ- জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ।

৪৩৮। মৃত্তিকায় তেজস্ক্রিয় দূষণের প্রধান উৎস কি ?

উঃ- পারমাণবিক চুল্লি থেকে নির্গত বিভিন্ন তেজস্ক্রিয় উপজাত দ্রব্য ।

৪৩৯। কঠিন বর্জ্য পদার্থের মধ্যে পরিবেশ দূষণের সবচেয়ে মারাত্মক পদার্থ হল কি ?

উঃ- প্লাস্টিক ।

৪৪০। পাইরোলিসিস প্রক্রিয়া বলতে কি বোঝায় ?

উঃ- অক্সিজেন বিহীন দহন ।

৪৪১। বাতাসে নির্গত NOx এর পরিমাণ কমানোর জন্য কি করা হয় ?

উঃ- অ্যামোনিয়া বাঃ ইউরিয়া ব্যবহার করা হয় ।

৪৪২। কঠিন বর্জ্য পদার্থ পরিচালনের সবচেয়ে উপযুক্ত ব্যবস্থার নাম কি ?

উঃ- রিসাইক্লিং ।

৪৪৩। কঠিন বর্জ্য পদার্থের প্রচলিত ডিসপোজাল পদ্ধতিগুলির মধ্যে কোনটি জন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ?

উঃ- স্যানিটারি ল্যান্ডফিল্ড ।

৪৪৪। কঠিন বর্জ্য পদার্থের ভস্মীভূত করার প্রক্রিয়ায় পরিবেশগত কোন সমস্যা দেখা যায় ?

উঃ- বায়ু দূষণ ।

৪৪৫। ভারতবর্ষের গ্রামাঞ্চলে কঠিন বর্জ্য পদার্থ জনিত সমস্যা নিয়ন্ত্রনের সবচেয়ে ভালো পন্থা কি ?

উঃ- ম্যানিওর পিট তৈরি করা ।

৪৪৬। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি ?

উঃ- রিখটার স্কেল ।

৪৪৭। ভূমিকম্পের দেশ কাকে বলে ?

উঃ- জাপান ।

৪৪৮। কোন যন্ত্রের সাহয্যে অগ্ন্যুৎপাতের অবস্থান জানা যায় ?

উঃ- টিল্টা মিটার ।

৪৪৯। অ্যাস্কিরিয়োসিস রোগ কোন জাতীয় কৃমি দ্বারা সৃষ্টি হয় ?

উঃ- গোলকৃমি ।

৪৫০। কুষ্ঠ রোগ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়ার নাম কি ?

উঃ- মাইকোব্যাক্টেরিয়া ।

৪৫১। ভারতবর্ষের সহনযোগ্য শব্দমাত্রা রাত্রে কত ?

উঃ- ৫৫ ডেসিবেল ।

৪৫২। দিনেরবেলা সহনযোগ্য শব্দমাত্রা কত ?

উঃ- ৬৫ ডেসিবেল ।

৪৫৩। সস্তা এনামেল বাসনপত্রে টক খাবার খেলে কি দূষণ ঘটে ?

উঃ- অ্যান্টিমণি ।

৪৫৪। কোন দেশে DDT নিষিদ্ধ করা হয়েছে ?

উঃ- মার্কিন যুক্তরাষ্ট্রে ।

৪৫৫। WHO নির্দেশিত শব্দের নিরাপদ প্রাবল্যমাত্রা কত ?

উঃ- ৪৫ ডেসিবেল ।


আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।

পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৮ দেখুন ।


April 26, 2022

Environmental Studies Question-Answer Part - 28 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৮

 Environmental Studies Question-Answer Part - 28

Environmental Studies Question-Answer Part - 28
Environmental Studies Question-Answer Part - 28

হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 28।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৮

বন্ধুরা তোমরা নিশ্চয় জানো বিভিন্ন চাকরীর পরীক্ষায় পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে । তাই আমি তোমাদের সাথে পরিবেশ বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে -

৪১৬। পেট্রোক্রপের উদাহরণ কি ?

উঃ- জ্যাট্রোপা প্রজাতি ।

৪১৭। যে উদ্ভিদ থেকে পেট্রোলিয়াম জাতীয় তরল হাইড্রোকার্বন পাওয়া যায় তার বৈজ্ঞানিক নাম কি ?

উঃ- হিভিয়া ব্রাসিলিয়েনসিস ।

৪১৮। যে সকল গাছ থেকে হাইড্রোকার্বন জাতীয় তেল পাওয়া যায় তাদের কি বলে ?

উঃ- পেট্রোক্রপ ।

৪১৯। এশিয়ার বৃহত্তম বায়ুশক্তির উৎপাদন কেন্দ্র কোনটি ?

উঃ- গুজরাটের পবনশক্তি প্রকল্প ।

৪২০। আমাদের রাজ্যের কোথায় জৈবগ্যাস প্রকল্প চালু রয়েছে ?

উঃ- গোসাবাতে ।

৪২১। আমাদের দেশে কোথায় ভূতাপীয় শক্তির সম্ভাবনা রয়েছে ?

উঃ- কোঙ্কন ও মালাবারের পশ্চিমঘাট ।

৪২২। OTEC এর পুরো নাম কি ?

উঃ- ওশিয়ান থার্মাল এনার্জি কনভারশন্

৪২৩। OTEC পদ্ধতিতে প্রথম কোথায় বিদ্যুৎ উৎপাদন কত্রা হয় ?

উঃ- কিউবার সমুদ্র তটে ।

৪২৪। ক্রিসমাস ট্রি উৎপাদনের সঙ্গে যুক্ত ?

উঃ- পেট্রোলিয়াম ।

৪২৫। কোন বৈজ্ঞানিক প্রথম সৌরশক্তিকে কাজে লাগিয়ে বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেন ?

উঃ- ফ্রান্সের বিজ্ঞানী  আগাস্তিন মুশো ।

৪২৬। কোন বছর পৃথিবীর ৮১ টা দেশ লুপ্তপ্রায়(Sediment) চুক্তি সই করে ?

উঃ- ১৯৭৫ সালে ।

৪২৭। কেরালার সাইলেন্ট ভ্যালিকে সংরক্ষণ করা হয়েছে তার কারণ কি ?

উঃ- বিরল প্রজাতির কিছু উদ্ভিদ ও প্রাণী আছে ।

৪২৮। দি ন্যাশানাল ইন্সটিটিউট অব এশানো গ্রাফি কোথায় অবস্থিত ?

উঃ- গোয়া ।

৪২৯। কত খ্রিস্টাব্দে নবতম জৈব বৈচিত্র্য আইন(Biodiversity Act) ভারতীয় লোকসভায় অনুমোদন পেয়েছে ?

উঃ- ২০০২ সালে ।

৪৩০। কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট স্তরে আলাদাভাবে স্বাধীন পরিবেশ মন্ত্রক চালু হয় কত সালে ?

উঃ- ১৯৮৫ সালে ।

৪৩১। পানীয় জলের গুণমান কত ?

উঃ- IS105000

৪৩২। পানীয় জলের ক্ষারত্বের মান কত ?

উঃ- ২০০ মিলিগ্রাম/লিটার ।

৪৩৩। বাণিজ্যিক ঋণগ্রহীতাদের কোন শংসাপত্র থাকা বাধ্যতামূলক ?

উঃ- ISO14000

৪৩৪। দূষিত পদার্থ রূপে সিসার উৎস কি ?

উঃ- পেট্রোল ।

৪৩৫। ২০০৯ সালে জলবায়ু বিষয়ক বিশ্বসম্মেলন কোথায় হয়েছিল ?

উঃ- কোপেনহেগেন ।


আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।

পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৮ দেখুন ।


April 26, 2022

Environmental Studies Question-Answer Part - 27 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৭

 Environmental Studies Question-Answer Part - 27

Environmental Studies Question-Answer Part - 27
Environmental Studies Question-Answer Part - 27

হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 27।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৭

বন্ধুরা তোমরা নিশ্চয় জানো বিভিন্ন চাকরীর পরীক্ষায় পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে । তাই আমি তোমাদের সাথে পরিবেশ বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে -

৩৯৬। পারমানবিক পরীক্ষা বন্ধ করার আন্তর্জাতিক চুক্তির নাম কি ?

উঃ- কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি ।

৩৯৭। মন্ট্রিল চুক্তি কোন দেশে স্বাক্ষরিত হয় ?

উঃ- কানাডা

৩৯৮। ভূপালের গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসের নাম কি ?

উঃ- MIC

৩৯৯। ভূপালের গ্যাস দুর্ঘটনা কবে ঘটে ?

উঃ- ১৯৮৪ ।

৪০০। চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা ঘটে কোথায় ?

উঃ- রাশিয়ায় ।

৪০১। ভুপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোম্পানীর নাম কি ?

উঃ- ইউনিয়ন কার্বাইড ।

৪০২। কত কম্পাঙ্ক যুক্ত শব্দ আমরা শুনতে পাই ?

উঃ- ২০ থেকে ২০০০০ Hz কম্পাঙ্কের শব্দ ।

৪০৩। শব্দ দূষণ পরিমাপের একক কি ?

উঃ- ডেসিবেল ।

৪০৪। গ্রিক শব্দ ‘সিসমোস্‌’ কথার অর্থ কি ?

উঃ- ভূকম্পন ।

৪০৫। শব্দের মাত্রা কতখানি হলে কানের পর্দা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ?

উঃ- ১৬০ ডেসিবেলের বেশি ।

৪০৬। দ্বিপদ নামকরণের প্রবক্তা কে ?

উঃ- ক্যারোলাস লিনিয়াস ।

৪০৭। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতির কত দূরত্ব পর্যন্ত নীরব অঞ্চল ঘোষণা করা হয়ে থাকে ?

উঃ- ১০০ মিটার দূরত্ব পর্যন্ত ।

৪০৮। কিয়োটো চুক্তি কবে কোথায় স্বাক্ষরিত হয় ?

উঃ- ১৯৯৭ সালে ডিসেম্বর মাসে জাপানের কিয়োটো শহরে ।

৪০৯। গ্রিনহাউস গ্যাস এর নির্গমন রোধ করার জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয় ?

উঃ- কিয়োটো চুক্তি ।

৪১০। ভারতে কবে কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয় ?

উঃ- ২০০২ সালে ।

৪১১। কতগুলি দেশ কিয়োটো চুক্তি স্বাক্ষর করে ?

উঃ- ১৫৬ টি দেশ ।

৪১২। মন্ট্রিল চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?

উঃ- ১৯৮৭ সালের ১৬ই সেপ্টেম্বর ।

৪১৩। মন্ট্রিল চুক্তি কেন স্বাক্ষরিত হয় ?

উঃ- ওজোন স্তরের ক্ষয়রোধের জন্য ।

৪১৪। কে সর্বপ্রথম বাস্তুতন্ত্র বাঃ ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেন ?

উঃ- ১৯৩৫ সালে বিজ্ঞানী ট্যান্সলে ।

৪১৫। পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের সাধারণ নিউক্লিয়ার রি-অ্যাক্টরে জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয় ?

উঃ- U-235



আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।

পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৬ দেখুন ।

April 26, 2022

Environmental Studies Question-Answer Part - 26 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৬

 Environmental Studies Question-Answer Part - 26

Environmental Studies Question-Answer Part - 26
Environmental Studies Question-Answer Part - 26

হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 26।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৬

বন্ধুরা তোমরা নিশ্চয় জানো বিভিন্ন চাকরীর পরীক্ষায় পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে । তাই আমি তোমাদের সাথে পরিবেশ বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে -

৩৭৬। ম্যলথাসের কোন তত্ত্বের জনক বলা হয় ?

উঃ– জনসংখ্যা-হতাশা তত্ত্ব বা পপুলেশন পেসিমিসম তত্ত্ব ।

৩৭৭। রিকার্ডোকে কোন তত্ত্বের জনক বলা হয় ?

উঃ– শূন্য-উন্নয়নের নিত্যবৃত্ততার বা স্টেশনারি স্টেট তত্ত্ব ।

৩৭৮। Ecology শব্দটি কোন দুইটি শব্দের মিলিত রূপ ?

উঃ- গ্রিক শব্দ Oikas এবং Logos ।      

৩৭৯। অম্লবৃষ্টির জন্য দায়ী গ্যাসগুলি কি কি ?

উঃ- SO2  এবং NO2

৩৮০। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি ?

উঃ- অশ্বত্থ ।                            

৩৮১। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি ?

উঃ- মেছোবিড়াল/ বাঘরোল

৩৮২। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি ?

উঃ- মাছরাঙা ।

৩৮৩। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি ?

উঃ- রজনীগন্ধা ।

৩৮৪। CIMMYT কোথায় অবস্থিত ?

উঃ- মেক্সিকো ।

৩৮৫। IRRI-এর পুরো নাম কি ?

উঃ- International Rice Research Institute ।

৩৮৬। NGC –এর পুরো নাম কি ?

উঃ- National Green Corps ।

৩৮৭। NEAC গঠিত হয় কত সালে ?

উঃ – ১৯৮৬ সালে ।

৩৮৮। মনুষ্য নির্মিত পরিবেশের নাম কি ?

উঃ- টেকনোস্ফিয়ার ।

৩৮৯। কোন সাল থেকে AIDS বিশ্বব্যাপী ত্রাসের সৃষ্টি করেছে ?

উঃ- ১৯৮১ সাল থেকে ।

৩৯০। ভারতে কবে সুনামী হয়েছিল ?

উঃ- ২০০৪ সালে ২৬ শে ডিসেম্বর ।

৩৯১। ন্যাশানাল আর্থকোয়েক ইনফরমেশন সেন্টার কোথায় অবস্থিত ?

উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র ।

৩৯২। মিনামাটা বিপর্যয় ঘটে কোন পদার্থের দূষণের ফলে ?

উঃ- পারদের বিষক্রিয়ার ফলে ।

৩৯৩। যে সকল ধাতু কিডনির ক্ষতি করে তাকে কি বলে ?

উঃ- নেফ্রোটক্সিক ।

৩৯৪। বায়ুতে যে তেজস্ক্রিয় মৌল পাওয়া যায় তার নাম কি ?

উঃ- থোরন ।

৩৯৫। মিনামাটা বিপর্যয় কোথায় ঘটেছিল ?

উঃ- জাপানে ।


আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।

কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ শে এপ্রিল ২০২২ দেখুন ।


April 26, 2022

Environmental Studies Question-Answer Part - 25 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৫

 Environmental Studies Question-Answer Part - 25

Environmental Studies Question-Answer Part - 25
Environmental Studies Question-Answer Part - 25

হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 25।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৫

বন্ধুরা তোমরা নিশ্চয় জানো বিভিন্ন চাকরীর পরীক্ষায় পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে । তাই আমি তোমাদের সাথে পরিবেশ বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে -

৩৫৬। কোন ধরনের বৃদ্ধি বিন্যাসে পপুলেশন বৃদ্ধির হার অত্যন্ত দ্রুত হয় ?

উঃ – ‘J’ আকারের ।

৩৫৭। মানুষের বৃদ্ধিতে কোন ধরনের বৃদ্ধি বিন্যাস দেখা যায় ?

উঃ – ‘S’ আকার ।

৩৫৮। জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে ?

উঃ – ম্যালথাস ।

৩৫৯। যে বিজ্ঞানী জন্মনিয়ন্ত্রণের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন তার নাম কি ?

উঃ – ইরলিচ ।

৩৬০। বার্লিন ম্যানডেট কত সালে সংগঠিত হয় ?

উঃ – ১৯৯৫ সালে ।

৩৬১। জনসংখ্যা বিশ্লেষণ বা জনসংখ্যা বিষয়ক আলোচনা কে কি বলে ?

উঃ – ডেমোগ্রাফি ।

৩৬২। কোনো দেশের জনসংখ্যা যদি সেই দেশের কার্যকর জমির অনুপাতে গড়ে ওঠে তবে তাকে কি বলে ?

উঃ – কাম্য জনসংখ্যা ।

৩৬৩। মানুষ ও জমির যে অনুপাতে লোকসংখ্যার তুলনায় কার্যকর জমির পরিমাণ বেশি হয় তাকে কি বলে ?

উঃ – জনসংখ্যাল্পতা ।

৩৬৪। ‘কাম্য জনসংখ্যা’ তত্ত্বের প্রবক্তা কে ?

উঃ – ম্যালথাস ।

৩৬৫। মশা নিধনে যে ব্যাকটেরিয়া প্রয়োগ করা হয়নি তার নাম কি ?

উঃ – ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ।

৩৬৬। স্যান্ডফ্লাই বাহিত রোগের নাম কি ?

উঃ – কালাজ্বর ।

৩৬৭। স্লিপিং সিকনেস রোগ ছড়ায় কোন মাছি ?

উঃ – সেটসি মাছি ।

৩৬৮। জনস্বাস্থ্যে রিজার্ভেয়র বলতে কাকে বোঝায় ?

উঃ – যেখানে রোগ জীবাণু সঞ্চিত হয় ও সংখ্যার বৃদ্ধি ঘটে ।

৩৬৯। যে রোগে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য যে টীকা প্রদান করা হয় তাকে কি বলে ?

উঃ – ইমউননাইজেশন ।

৩৭০। ছত্রাক দ্বারা উৎপন্ন যে রাসায়নিক পদার্থটি জীবের পক্ষে ক্ষতিকারক তাকে কি বলে ?

উঃ – মাইকোটক্সিন ।

৩৭১। DDT কে আবিষ্কার করেন ?

উঃ- ডাঃ মূলার ।

৩৭২। সোয়াইন ফ্লু এর ভাইরাসের নাম কি ?

উঃ- H1N1

৩৭৩। কুজনেৎস বক্ররেখাটির আকৃতি কেমন ?

উঃ – উল্টানো ‘U’ আকৃতির ।

৩৭৪। কুজনেৎস কার্ভ কি ?

উঃ – উন্নয়ন ও পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক যে রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় ।

৩৭৫। সিগময়েড কার্ভ কি ?

উঃ – সময় ও জনসংখ্যা বৃদ্ধির পারস্পরিক সম্পর্ক অনুসারে ধারন ক্ষমতা বোধক বক্ররেখা ।


আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।

কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ শে এপ্রিল ২০২২ দেখুন ।


April 26, 2022

Environmental Studies Question-Answer Part - 24।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৪

 Environmental Studies Question-Answer Part - 24

Environmental Studies Question-Answer Part - 24
Environmental Studies Question-Answer Part - 24

হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 24।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৪

বন্ধুরা তোমরা নিশ্চয় জানো বিভিন্ন চাকরীর পরীক্ষায় পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে । তাই আমি তোমাদের সাথে পরিবেশ বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে -

৩৪১। Phytoplankton কী ?

উঃ- জলে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদ।

৩৪২। পৃথিবী থেকে সম্পূর্ণ অবলুপ্তপ্রায় প্রাণীর নাম কী ?

উঃ- ম্যামথ।

৩৪৩। বায়ুর তেজষ্ক্রিয় বায়ু দুষকের নাম কী ?

উঃ-  স্ট্রনসিয়াম ও সিজিয়াম।

৩৪৪। কলকাতার আলিপুর চিড়িয়াখানায় পরিযায়ী পাখির সংখ্যা কমে যাওয়ার কারণ কী ?

উঃ- শব্দ দূষণের মাত্রা বৃদ্ধি।

৩৪৫। WHO এর মতানুযায়ী পানীয় জলের CDO কত হাওয়া উচিৎ  ?

উঃ- 10 ml/.litre এর কম।

৩৪৬। কুকুরের কামড় দ্বারা কোন ভাইরাস সংক্রমিত হয় ?

উঃ- রেবিস ভাইরাস।

৩৪৭। ম্যলেরিয়া রোগ বিস্তারকারী মশার প্রজাতির নাম কি ?

উঃ অ্যানোফিলিস স্পিঃ ।

৩৪৮। ব্যাগাসোসিস রোগ হয় প্রধানত কি থেকে ?

উঃ আখের সূক্ষ্ম ছিবড়ে থেকে ।

৩৪৯। MAB গঠনের সিদ্ধান্ত বাস্তবায়িত হয় কত সালে ?

উঃ ১৯৭২ সালে ।

৩৫০। MAB গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় কত সালে ?

উঃ ১৯৬৮ সালে ।

৩৫১। Monex কথাটি কোন কথাটি এসেছে ?

উঃ Monsoon Experiment.

৩৫২। মেসোথার্মস কী ?

উঃ মাঝারি তাপের উদ্ভিদ ।

৩৫৩। মাইক্রোথার্মস কী ?

উঃ কম তাপের উদ্ভিদ ।

৩৫৪। হেকিস্টোথার্মস উদ্ভিদ কোন জলবায়ুতে জন্মায় ?

উঃ তুন্দ্রা শীতল অঞ্চল ।

৩৫৫। আর্থ স্ক্যান কবে প্রতিষ্ঠিত হয় ?

উঃ ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় ।


আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।