Latest

Sunday, April 3, 2022

Life Science GK Bengali PDF Part - 52 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫২

 Life Science GK Bengali PDF Part - 52

Life Science GK Bengali PDF Part - 52


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 52 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫২ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের পরিবেশের বাস্তুতন্ত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।

Life Science GK Bengali bastutontro


১) “ইকোলজি” শব্দটির প্রবক্তা কে ?

উঃ- আর্নেস্ট হেকেল্ ।

২) “ইকোসিস্টেম” শব্দটির প্রবক্তা কে ?

উঃ- ট্যান্সলে ।

৩) ইকোলজির কার্যকরী একক কী ?

উঃ- ইকোসিস্টেম ।

৪) ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ দাও ।

উঃ- বিভিন্ন ধরনের জলজ আণুবীক্ষণিক শৈবাল (যেমন : ক্ল্যামাইডোমোনাস , ভলভক্স । )

৫) জুপ্ল্যাঙ্কটনের উদাহরণ দাও ।

উঃ- বিভিন্ন রকম কবচি শ্রেণির প্রাণীদের লার্ভা ( যেমন : ডানিয়া । )

৬) নেক্টনের উদাহরণ দাও ।

উঃ- মাছ , চিংড়ি , তিমি ইত্যাদি ।

৭) বেনথসের উদাহরণ দাও ।

উঃ- শামুক, ঝিনুক, স্পঞ্জ প্রভৃতি প্রাণী।

৮) স্থলভাগ অথবা জলভাগ কোথায় জীবের বিস্তৃতি বেশি ?

উঃ- জলে ।

৯) পৃথিবীতে জলভাগের বিস্তৃতি কত ?

উঃ- প্রায় চার অংশের তিন অংশ ।

১০) সূর্য কি ভৌত প্রকৃতির উপাদান ?

উঃ- হ্যাঁ ভৌত প্রকৃতির উপাদান ( কেননা সূর্য আলো দেয় ) ।

১১) খাদ্য পিরামিডের কোন্ স্তরে জীবাণু থাকে ?

উঃ- সমস্ত স্তরে ।

১২) যারা সরাসরি উদ্ভিদদের খেয়ে জীবনধারণ করে তাদের কী বলে ?

উঃ- প্রথম সারির ভক্ষক ।

১৩) মানুষ কোন্ শ্রেণির ভক্ষক ?

উঃ- দ্বিতীয় শ্রেণির ।

১৪) তৃণভোজী কোন্ শ্রেণির ভক্ষক ?

উঃ- প্রথম শ্রেণির ভক্ষক ।

১৫) খাদ্য পিরামিডে কাদের সংখ্যা সবচেয়ে বেশি ?

উঃ- উৎপাদকের সংখ্যা সবচেয়ে বেশি ।

১৬) খাদ্য পিরামিডে কাদের সংখ্যা সবচেয়ে কম ?

উঃ- তৃতীয় শ্রেণির ভক্ষক ।

১৭) তৃণভূমির বাস্তুতন্ত্রে সর্ব্বোচ্চ সারির ভক্ষক কারা ?

উঃ- ঈগল , চিল , নেকড়ে প্রভৃতি শিকারী প্রাণী ।

১৮) তৃণভূমির বাস্তুতন্ত্রে প্রথম সারির ভক্ষক কারা ?

উঃ- খরগোশ , গোরু , মহিষ , ছাগল , ভেড়া প্রভৃতি প্রাণী ( যারা ঘাস খায় ) ।

১৯) পুকুরের বাস্তুতন্ত্রে প্রথম সারির ভক্ষক কারা ?

উঃ- শামুক , জলজ পতঙ্গ এবং ছোটো ছোটো মাছ ।

২০) পুকুরের ইকোসিস্টেমে সর্ব্বোচ্চ সারির ভক্ষক কারা ?

উঃ- বড়ো বড়ো মাংসাশী মাছ , মাছরাঙা প্রভৃতি প্রাণী ।



Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here 


জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫১ দেখুন ।