Daily Current Affairs 8th January 2026 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৮ই জানুয়ারি ২০২৬
Daily Current Affairs 8th January 2026 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৮ই জানুয়ারি ২০২৬
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
১। সম্প্রতি কোন সংস্থা গ্লোবাল রিসার্চ ফাউন্ডেশন চালু করেছেন?
(ক) IIT দিল্লি
(খ) IIT মুম্বাই
(গ) IIT মাদ্রাজ
(ঘ) IIT পাটনা ।
২। ডিজিটাল
ব্যাংকিং নিরাপত্তা প্রচারের জন্য সম্প্রতি কোন ব্যাংক “নিরাপত্তা
কেন্দ্র” চালু করেছে?
(ক) HDFC Bank
(খ) ICICI Bank
(গ) Axis Bank
(ঘ) SBI Bank ।
৩। সম্প্রতি, ভারতের AYUSH ব্যবস্থা কোন দেশের সাথে দ্বিপাক্ষিক
বাণিজ্য চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে?
(ক) ওমান
(খ) নেপাল
(গ) নিউজিল্যান্ড
(ঘ) কোনটিই নয়
।
৪। সম্প্রতি
উত্তর প্রদেশের কোথায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রথম ব্রেইল লাইব্রেরি খোলা
হয়েছে?
(ক) বারাণসী
(খ) আগ্রা
(গ) লখনউ
(ঘ) কোনটিই নয়
।
৫। সম্প্রতি, ভারতের সুপ্রিম কোর্ট কোন দেশের শীর্ষ আদালতের সাথে একটি সমঝোতা স্মারক(MoU) স্বাক্ষর করেছে?
(ক) ভুটান
(খ) আমেরিকা
(গ) শ্রীলঙ্কা
(ঘ) নেপাল ।
৬। সম্প্রতি, ভারতের ৪৫তম অ্যান্টার্কটিক অভিযানের অধীনে কোন দেশের গবেষকরা মৈত্রী গবেষণা
কেন্দ্রে যোগ দিয়েছেন?
(ক) ইরান
(খ) ইন্দোনেশিয়া
(গ) সংযুক্ত আরব আমিরাত
(ঘ) সৌদি আরব ।
৭। সম্প্রতি, ভারত কোন দেশের নাগরিকদের জন্য একটি নতুন
ই-বিজনেস ভিসা চালু করেছে?
(ক) রাশিয়া
(খ) ফ্রান্স
(গ) চীন
(ঘ) আমেরিকা
।
৮। সম্প্রতি
কোন রাজ্যে ৬৯তম “জাতীয় স্কুল গেমস” আয়োজন
করা হচ্ছে?
(ক) ঝাড়খণ্ড
(খ) পশ্চিমবঙ্গ
(গ) পাঞ্জাব
(ঘ) বিহার ।
৯। সম্প্রতি, কোন রাজ্যে এক্সপ্রেসওয়ে নির্মাণের সময় NHAI দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে?
(ক) গুজরাট
(খ) মধ্যপ্রদেশ
(গ) অন্ধ্রপ্রদেশ
(ঘ) পশ্চিমবঙ্গ ।
১০। সম্প্রতি
GI কাউন্সিল কাকে স্বাস্থ্য বীমা ইকোসিস্টেমের CEO হিসেবে নিযুক্ত করেছে?
(ক) সুরেশ গয়াল
(খ) এস প্রকাশ
(গ) রবি রঞ্জন
(ঘ) কোনটিই নয়।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।



