Latest

Thursday, December 5, 2024

RRB GENERAL AWARENESS BIOLOGY PART 5 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ৫ ।। Free PDF Download

 RRB GENERAL AWARENESS BIOLOGY PART 5 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ৫ ।। Free PDF Download


RRB GENERAL AWARENESS BIOLOGY PART 5



RRB GENERAL AWARENESS BIOLOGY PART 5 

বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি,RRB GENERAL AWARENESS BIOLOGY PART 5 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ৫ ।। Free PDF Download.

তোমরা অনেকেই রেলের বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিলাপ করেছ, তাই আমরা তোমাদের সুবিধার্থে জীববিদ্যা কলা ও কোষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ তোমাদের সাথে শেয়ার করব  যাতে তোমাদের পরীক্ষায় কাজে লাগে। 

তাই দেরি না করে দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলি এবং অবশ্যই PDF ডাউনলোড করে নিজের কাছে রেখে দাও ও বন্ধুদের শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমাদের আমরা আরও কীভাবে সাহায্য করতে পারি ।

জীববিদ্যা কলা ও কোষ
RRB GENERAL AWARENESS BIOLOGY PART 5

১০১) DNA-র শর্করাটির নাম কী ?

উঃ- DNA-র শর্করাটির নাম ডি-অক্সিরাইবোজ শর্করা।

 

১০২) নিউক্লিক অ্যাসিডের একককে কী বলে ?

উঃ- নিউক্লিওটাইড।

 

১০৩) DNA-র দুটি নাইট্রোজেন বেস কী দ্বারা যুক্ত থাকে ?

উঃ- হাইড্রোজেন দ্বারা যুক্ত থাকে।

 

১০৪) DNA কোথায় থাকে ?

উঃ- DNA ক্রোমোজোমে থাকে।

 

১০৫) RNA-র শর্করাটির নাম কি ?

উঃ- RNA-র শর্করাটির নাম রাইবোজ শর্করা।

 

১০৬) DNA-র কোন নাইট্রোজেন বেসটি RNA-তে থাকে না ?

উঃ- থাইমিন।

 

১০৭) DNA-র থাইমিনের পরিবর্তে RNA-তে কী থাকে ?

উঃ- ইউরাসিল থাকে।

 

১০৮) RNA কোথায় দেখা যায়?

উঃ- RNA নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে দেখা যায়।

 

১০৯) মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত ?

উঃ- মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 2n = 46 টি বা 23 জোড়া।

 

১১০) হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যাযুক্ত একটি কোষের নাম লেখো।

উঃ- হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যাযুক্ত একটি কোষের নাম শুক্রাণু বা ডিম্বাণু।

 

১১১) মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা কত ?

উঃ- মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা 22 জোড়া বা 44টি।

 

১১২) কোন প্রকার কোষবিভাজনে বেম বা মাকুগঠিত হয় না ?

উঃ- অ্যামাইটোসিস কোষবিভাজনে বেম বা মাকুগঠিত হয় না।

 

১১৩) পুনরুৎপাদনের জন্য কী প্রকার কোষবিভাজন হয়?

উঃ- পুনরুৎপাদনের জন্য মাইটোসিস কোষবিভাজন হয়।

 

১১৪) একটি কোষ একবার মাইটোসিসের পর কয়টি অপত্য কোষে পরিণত হয় ?

উঃ- দুটি অপত্য কোষে পরিণত হয়।

 

১১৫) কোন জাতীয় কোষবিভাজনে কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে ?

উঃ- মাইটোসিস কোষবিভাজনে ।

 

১১৬) একটি কোষ একবার মিয়োসিসের পর কটি অপত্যকোষে পরিণত হয় ?

উঃ- চারটি।

 

১১৭) স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন ?

উঃ- সেন্ট্রোজোম নিষ্ক্রিয় বলে স্নায়ুকোষ বিভাজিত হয় না।

 

১১৮) ইন্টারফেজের কোন দশায় DNA-র সংশ্লেষ ঘটে ?

উঃ- ইন্টারফেজের 'S' দশা বা সংশ্লেষ দশায় DNA-র সংশ্লেষ ঘটে।

 

১১৯)  ইন্টারফেজের কোন দশায় RNA সংশ্লেষ হয় ?

উঃ- ইন্টারফেজের 'G' দশায় RNA সংশ্লেষ হয়।

 

১২০) G-দশায় অবস্থানকারী দুটি কোষের নাম লেখো।

উঃ-  স্নায়ুকোষ, পেশিকোষ।

 

১২১) নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে ?

উঃ- নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে।

 

১২২) ক্যারিওকাইনেসিসের কোন দশাটি সবচেয়ে দীর্ঘ ?

উঃ- ক্যারিওকাইনেসিসের প্রফেজ দশাটি সবচেয়ে দীর্ঘ।

 

১২৩) ক্যারিওকাইনেসিসের সংক্ষিপ্ত দশা কোনটি ?

উঃ- অ্যানাফেজ দশা।

 

১২৪) মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম গঠিত হয়?

উঃ- প্রফেজ দশায়।

 

১২৫) মাইটোসিসের কোন দশায় ইন্টারজোনাল তন্তুর আবির্ভাব ঘটে?

উঃ- অ্যানাফেজ দশায়।


আজকের PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।

আমাদের সাথে থাকতে এখানে ক্লিক করুন 

RRB GENERAL AWARENESS BIOLOGY PART 4 ।