Latest

Showing posts with label ANM(R) & GNM NURSING (WB). Show all posts
Showing posts with label ANM(R) & GNM NURSING (WB). Show all posts

Saturday, March 23, 2024

March 23, 2024

West Bengal ANM GNM Notification 2024 in Bengali ।। পশ্চিমবঙ্গের নার্সিং কোর্সে ভর্তির নোটিফিকেশন সম্পূর্ণ বাংলায়

 

West Bengal ANM GNM Notification 2024 in Bengali



প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, West Bengal ANM GNM Notification 2024 in Bengali ।। পশ্চিমবঙ্গের নার্সিং কোর্সে ভর্তির নোটিফিকেশন সম্পূর্ণ বাংলায় ।

প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা জানো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফে রাজ্যে ANM GNM 2024 কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তোমরা যারা উক্ত কোর্সে ভর্তি হতে চাইছো তোমরা অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি সংগ্রহ করে এই কোর্সে ভর্তি হবার যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি, সিলেবাস সম্পর্কে জেনে নাও। তাছাড়া আমরা নীচে এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ বাংলা ভাষায় এবং খুবই সহজ সরল ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। 

তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নাও এবং আবেদন করে দাও নির্দিষ্ট সময়ের মধ্যে। 

 

Exam Board :- West Bengal Joint Entrance Examinations Board .

Exam Name:-  WB JEE ANM GNM Exam 2024

কোর্সের নামঃ- ANM(R) & GNM

 

শিক্ষাগত যোগ্যতাঃ- 

(১) যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।

(২) উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয় অবশ্যই পাশ করে থাকতে হবে।

(৩) যেসব ছাত্র- ছাত্রীরা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন তারাও আবেদন করতে পারবে।

(৪) যেসব প্রার্থীরা Health Care Science বিষয়ে Vocational -এ উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারাও আবেদন করতে পারবে।

ডাক্তারি সার্টিফিকেটঃশারিরীক ভাবে ফিট থাকতে হবে ।

 বয়সসীমাঃ-

(১) ৩১শে জুলাই ২০২৪ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ১৭ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর জন্মতারিখ অবশ্যই ৩১.০৭.২০০৭ এর আগে হতে হবে।

(২) SC/ ST প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবে।

আবেদন শুরু ➜ ২১শে মার্চ ২০২৪

আবেদন শেষ ➜ ২২শে এপ্রিল ২০২৪

পরীক্ষার তারিখঃ- ১৪ই জুলাই ২০২৪ (রবিবার)

পরীক্ষার সময়ঃ- দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত 

 

আবেদন পদ্ধতিঃ- প্রার্থীদের আবেদন করতে হবে সরাসরি অনলাইনে মাধ্যমে। 

 

আবেদন মুল্যঃ-

জেনারেল (UR) প্রার্থীদের ক্ষেত্রে ৪০০ টাকা। 

SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৩০০ টাকা।

গুরুত্বপূর্ণ তথ্যঃ-

(১) সমস্ত প্রশ্ন একাধিক-চয়েস প্রশ্ন (MCQ) ধরনের হবে, চারটি উত্তর বিকল্প সহ । 

(২) পরীক্ষার জন্য সময়ঃ- 1½ ঘন্টা। 

(৩) প্রশ্ন হবে ইংরেজি ও বাংলা উভয় ভাষায়।

 

সিলেবাসঃ-  জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, গণিত ভারতের স্বীকৃত বোর্ড/কাউন্সিলের দশম শ্রেণীর মানের পাঠ্যক্রমের উপর ভিত্তি করে এবং ইংরেজি, সাধারণ জ্ঞান, রিজিনিং দ্বাদশ মানের পাঠ্যক্রমের সমতুল্য হবে। সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন - ANM & GNM SYLLABUS

 

স্কোরিং পদ্ধতিঃ-

বিভাগ - ক

• শুধুমাত্র একটি বিকল্প সঠিক। 

• সঠিক বিকল্পটি ১ (এক) নম্বর দেবে

• ভুল বিকল্পটি – ১/৪ (ঋণাত্মক ১/৪) নম্বর দেবে। 

• একাধিক বিকল্পের সমন্বয়ের জন্য, সঠিক বিকল্প থাকলেও, উল্লিখিত উত্তরটি ভুল হিসাবে গণ্য হবে এবং – ১/৪ (ঋণাত্মক ১/৪) নম্বর পাবে। 

• প্রশ্ন না করলে ০ নম্বর পাওয়া যাবে।

  

বিভাগ-খ 

• এক বা একাধিক বিকল্প সঠিক হতে পারে ।

• সমস্ত সঠিক বিকল্প চিহ্নিত করলে শুধুমাত্র ২ (দুই) নম্বর পাওয়া যাবে। 

• এক বা একাধিক ভুল বিকল্প সম্বলিত উত্তরগুলির যেকোন সংমিশ্রণের জন্য, উল্লিখিত উত্তরটিকে ভুল হিসাবে গণ্য করা হবে, এবং এটি শূন্য (0) নম্বর দেবে, এমনকি যদি নির্বাচিত বিকল্পগুলির মধ্যে এক বা একাধিক সঠিকও হয়। 

• আংশিকভাবে সঠিক উত্তরের জন্য, যেমন, যখন সমস্ত সঠিক বিকল্প চিহ্নিত করা হয় না এবং কোনো ভুল বিকল্পও চিহ্নিত করা হয় না, তখন মার্ক দেওয়া হয় = 2 x (সঠিক বিকল্পের সংখ্যা চিহ্নিত) / (আসলে সঠিক বিকল্পগুলির মোট সংখ্যা)

 প্রশ্ন না করার চেষ্টা না করলে 0 পাওয়া যাবে ।


ANM & GNM SYLLABUS DOWNLOAD HERE.


ANM & GNM OFFICIAL INFORMATION LINK


OFFICIAL WEBSITE LINK




Thursday, January 19, 2023

January 19, 2023

WBJEE ANM GNM SYLLABUS 2023 ।। পশ্চিমবঙ্গ নার্সিং পরীক্ষার সিলেবাস সম্পূর্ণ বাংলায়

 WBJEE ANM GNM SYLLABUS 2023


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, WBJEE ANM GNM SYLLABUS 2023 ।। পশ্চিমবঙ্গ নার্সিং পরীক্ষার সিলেবাস সম্পূর্ণ বাংলায়

যেটির মধ্যে ANM & GNM নার্সিং পরীক্ষার সিলেবাসটি খুব সুন্দরভাবে দেওয়া আছে। যার মাধ্যমে তোমরা এই পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে নিতে পারবে।

 সুতরাং সময় নষ্ট না করে সিলেবাসটি দেখে নাও এবং অফলাইনে পড়ার জন্য সিলেবাসটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

WBJEE ANM GNM SYLLABUS 2023


নম্বর বিভাজন

v

বিষয় বিভাগ – ১ (প্রতিটির মান ১ নম্বর) বিভাগ – ২ (প্রতিটির মান ২ নম্বর) মোট প্রশ্ন সংখ্যা মোট নম্বর
জীবন বিজ্ঞান ৩০ ১০ ৪০ টি ৫০
ভৌত বিজ্ঞান ১৫ ২০ টি ২৫
সাধারন ইংরাজি ১৫ - ১৫ টি ১৫
গনিত ১০ - ১০ টি ১০
সাধারণ জ্ঞান ১০ - ১০ টি ১০
লজিক্যাল রিজনিং - ৫ টি
মোট ৮৫ ১৫ ১০০ ১১৫


প্রতিটি প্রশ্ন MCQ আকারে হবে ।

E Exam Mode : Offline

v প্রশ্নের ধরণ : MCQ

v মোট প্রশ্ন সংখ্যা : ১০০টি

v মোট নম্বর : ১১৫

v সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট

v মোট বিভাগ : ২টি

v প্রতিটি প্রশ্নের মান : বিভাগ ১ - ১ নম্বর, বিভাগ – ২ – ২ নম্বর

v  নেগেটিভ মার্কিং :  -০.২৫ (শুধুমাত্র বিভাগ - ১)    


বিস্তারিত সিলেবাস

  • ·        জীবন ও তার বৈচিত্র্য
  • ·        জৈবনিক প্রক্রিয়া
  • ·        জীবন সংগঠনের স্তর
  • ·        জীববিদ্যা ও মানবকল্যাণ
  • ·        পরিবেশ ও তার সম্পদ
  • ·        জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
  • ·        জীবনের প্রবাহমানতা
  • ·        বংশগতি এবং জিনগত রোগ
  • ·        অভিব্যক্তি ও অভিযোজন
  • ·        পরিবেশ ও তার সংরক্ষণ

ভৌত বিজ্ঞানঃ-

ü পরিমাপ
ü বল ও গতি
ü পদার্থ: গঠন ও ধর্ম
ü পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম
ü শক্তির কার্য ও ক্ষমতা
ü তাপ
ü শব্দ
ü পরিবেশের জন্য ভাবনা
ü গ্যাসের আচরণ
ü রাসায়নিক গণনা
ü তাপের ঘটনাসমূহ
ü আলো
ü পরমাণুর নিউক্লিয়াস
ü পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম

ইংরাজিঃ -

  • §  Articles
  • §  Preposition
  • §  Phrasal Verbs
  • §  Voice Change
  • §  Narration Change
  • §  Transformation of sentence
  • §  Synonyms
  • §  Antonyms
  • §  One word substitution
  • §  Sentence completion
  • §  Spotting Errors
  • §  Idioms & Phrases
  • §  Spelling Test
  • §  Sentence Improvement

পাটি গণিতঃ-

  • Ø বাস্তব সংখ্যাতত্ত্ব
  • Ø লাভ ও ক্ষতি
  • Ø সরল সুদকষা
  • Ø চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস
  • Ø  অংশীদারি কারবার

সাধারণ জ্ঞানঃ-

  • §  ইতিহাস
  • §  ভূগোল
  • §  সাহিত্য ও সংস্কৃতি
  • §  সংবিধান
  • §  অর্থনীতি
  • §  পুরস্কার
  • §    পরিবেশ বিদ্যা

লজিক্যাল রিজনিংঃ-

  • *    শ্রেণি
  • *    রক্তের সম্পর্ক
  • *    সাদৃশ্য
  • *    শ্রেণিবিভাজন
  • *    লুপ্ত সংখ্যা নির্ণয়
  • *    ম্যাট্রিক্স কোডিং
  • *    সাংকেতিকরণ ও অসাংকেতিকরণ
  • *    সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস
  • *    ক্রম নির্ণয়

File Details:-
PDF Name:- WBJEE ANM & GNM Syllabus
Language:- Bengali
Size:- 290Kb
No of Pages:- 02
Download Link:- Click Here To Download





January 19, 2023

West Bengal ANM GNM Notification 2023 in Bengali ।। পশ্চিমবঙ্গের নার্সিং কোর্সে ভর্তির নোটিফিকেশন সম্পূর্ণ বাংলায়

 West Bengal ANM GNM Notification 2023 in Bengali 


প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, West Bengal ANM GNM Notification 2023 in Bengali ।। পশ্চিমবঙ্গের নার্সিং কোর্সে ভর্তির নোটিফিকেশন সম্পূর্ণ বাংলায়

প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা জানো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফে রাজ্যে ANM GNM 2023 কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তোমরা যারা উক্ত কোর্সে ভর্তি হতে চাইছো তোমরা অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি সংগ্রহ করে এই কোর্সে ভর্তি হবার যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি, সিলেবাস সম্পর্কে জেনে নাও। তাছাড়া আমরা নীচে এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ বাংলা ভাষায় এবং খুবই সহজ সরল ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। 

তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নাও এবং আবেদন করে দাও নির্দিষ্ট সময়ের মধ্যে। 

 

Exam Board :- West Bengal Joint Entrance Examinations Board .

Exam Name:-  WB JEE ANM GNM Exam 2023

কোর্সের নামঃ- ANM(R) & GNM

 

শিক্ষাগত যোগ্যতাঃ- 

(১) যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।

(২) উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয় অবশ্যই পাশ করে থাকতে হবে।

(৩) যেসব ছাত্র- ছাত্রীরা 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন তারাও আবেদন করতে পারবে।

(৪) যেসব প্রার্থীরা Health Care Science বিষয়ে Vocational -এ উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারাও আবেদন করতে পারবে।

ডাক্তারি সার্টিফিকেটঃ- শারিরীক ভাবে ফিট থাকতে হবে ।

 বয়সসীমাঃ-

(১) ৩১শে ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ১৭ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

(২) SC/ ST প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবে।

আবেদন শুরু ➜ ১৭ই জানুয়ারি ২০২৩

আবেদন শেষ ➜ ১৩ই ফেব্রুয়ারি ২০২৩

পরীক্ষার তারিখঃ- ২রা জুলাই ২০২৩ (রবিবার)

পরীক্ষার সময়ঃ- দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত 

 

আবেদন পদ্ধতিঃ- প্রার্থীদের আবেদন করতে হবে সরাসরি অনলাইনে মাধ্যমে। 

 

আবেদন মুল্যঃ-

জেনারেল (UR) প্রার্থীদের ক্ষেত্রে ৪০০ টাকা। 

SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৩০০ টাকা।

গুরুত্বপূর্ণ তথ্যঃ-

(১) সমস্ত প্রশ্ন একাধিক-চয়েস প্রশ্ন (MCQ) ধরনের হবে, চারটি উত্তর বিকল্প সহ । 

(২) পরীক্ষার জন্য সময়ঃ- 1½ ঘন্টা। 

(৩) প্রশ্ন হবে ইংরেজি ও বাংলা উভয় ভাষায়।

 

সিলেবাসঃ-  জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, গণিত ভারতের স্বীকৃত বোর্ড/কাউন্সিলের দশম শ্রেণীর মানের পাঠ্যক্রমের উপর ভিত্তি করে এবং ইংরেজি, সাধারণ জ্ঞান, রিজিনিং দ্বাদশ মানের পাঠ্যক্রমের সমতুল্য হবে। সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন - ANM & GNM SYLLABUS

 

স্কোরিং পদ্ধতিঃ-

বিভাগ - ক

• শুধুমাত্র একটি বিকল্প সঠিক। 

• সঠিক বিকল্পটি ১ (এক) নম্বর দেবে

• ভুল বিকল্পটি – ১/৪ (ঋণাত্মক ১/৪) নম্বর দেবে। 

• একাধিক বিকল্পের সমন্বয়ের জন্য, সঠিক বিকল্প থাকলেও, উল্লিখিত উত্তরটি ভুল হিসাবে গণ্য হবে এবং – ১/৪ (ঋণাত্মক ১/৪) নম্বর পাবে। 

• প্রশ্ন না করলে ০ নম্বর পাওয়া যাবে।

  

বিভাগ-খ 

• এক বা একাধিক বিকল্প সঠিক হতে পারে ।

• সমস্ত সঠিক বিকল্প চিহ্নিত করলে শুধুমাত্র ২ (দুই) নম্বর পাওয়া যাবে। 

• এক বা একাধিক ভুল বিকল্প সম্বলিত উত্তরগুলির যেকোন সংমিশ্রণের জন্য, উল্লিখিত উত্তরটিকে ভুল হিসাবে গণ্য করা হবে, এবং এটি শূন্য (0) নম্বর দেবে, এমনকি যদি নির্বাচিত বিকল্পগুলির মধ্যে এক বা একাধিক সঠিকও হয়। 

• আংশিকভাবে সঠিক উত্তরের জন্য, যেমন, যখন সমস্ত সঠিক বিকল্প চিহ্নিত করা হয় না এবং কোনো ভুল বিকল্পও চিহ্নিত করা হয় না, তখন মার্ক দেওয়া হয় = 2 x (সঠিক বিকল্পের সংখ্যা চিহ্নিত) / (আসলে সঠিক বিকল্পগুলির মোট সংখ্যা)

প্রশ্ন না করার চেষ্টা না করলে 0 পাওয়া যাবে ।


ANM & GNM SYLLABUS DOWNLOAD HERE.


 


Wednesday, January 18, 2023

January 18, 2023

ANM & GNM PREVIOUS YEAR QUESTION PAPERS 2021 2022 ।। নার্সিং পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র

 ANM & GNM PREVIOUS YEAR QUESTION PAPERS 2021 2022


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ANM & GNM PREVIOUS YEAR QUESTION PAPERS 2021 2022 ।। নার্সিং পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র

তোমরা নিশ্চয় জান যে পশ্চিমবঙ্গে সরকারি ভাবে নার্সিং করতে গেলে আগে এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় । সেই পরীক্ষার বিগত দুই বছরের প্রশ্ন পত্র আমি তোমাদের সাথে শেয়ার করলাম । আশা করছি তোমাদের খুব কাজে আসবে । তা দেরি না করে নীচে দেওয়া লিঙ্ক থেকে প্রশ্ন পত্র গুলি ডাউনলোড করে দেখে নাও ...।

ANM & GNM PREVIOUS YEAR QUESTION PAPERS 2021 2022




Thursday, February 17, 2022

February 17, 2022

LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART - 3 || জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৩ || Free PDF Download

 LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART - 3


হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবLIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART-3 || জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব- ৩ || Free PDF Download

বন্ধুরা তোমরা নিশ্চয় জানো যে বর্তমানে পশ্চিমবঙ্গে সরকারি নার্সিং করার জন্য এন্ট্রান্স টেস্ট দিয়ে তোমাদের ভর্তি হতে হয় । আর এই এন্ট্রান্স এর সিলেবাস আগেই তোমারা জানো । কেউ না জানলে কমেন্টে জানিও আমি দিয়ে দেব ।

তোমরা জানো যে এন্ট্রান্স টেস্টে তোমাদের জীবন বিজ্ঞান থেকে মোট ৫০ নম্বর থাকবে তার মধ্যে ৩০ টি ১ নম্বরের ও ১০ টি ২ নম্বরের MCQ থাকবে । আজকে আমি তোমাদের সেই রকমই ৫৫ টি MCQ দিলাম আশা করি তোমাদের কাজে লাগবে ।

LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART-3

111. নিম্নের কোন্ শস্যটি মাটিতে N2- র পরিমাণ বৃদ্ধি করে ?

(a) সূর্যমুখী

(b) মটরশুঁটি

(c) আলু

(d) জোয়ার

112. ভিটামিন B তৈরি হয় যে ছত্রাক থেকে সেটি হল –

(a) ইস্ট

(b) পেনিসিলিয়াম

(c) পাকসিনিয়া

(d) কোনোটিই নয় ।

113. পপুলেশন ঘনত্ব কম হলে জন্মহার –

a. বেশি হবে ।

b. কম হবে ।

c. কোনো পরিবর্তনই হবে না

d. সমান থাকবে

114. সর্বোচ্চ কোন্ তাপমাত্রায় জীব স্বাভাবিক জীবনক্রিয়া করতে পারে ?

a. 40 ° C - 45 ° C

b. 45 ° C - 50 ° C

c. 50 ° C - 55 ° C

d. 40 ° C - 60 ° C

LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART-3

115. তৃণভূমির খাদ্যশৃঙ্খলে প্রাথমিক খাদকটি হল –

a. হরিণ

b. পতঙ্গের লার্ভা

c. ঘাসফড়িং

d. শূকর

116. জলাভূমির খাদ্যশৃঙ্খলে প্রগৌণ খাদকটি হল –

a. সারস

b. ঈগল

c. প্যাঁচা

d. হাঙর

117. পৃথিবীতে বিকিরিত সূর্যালোকের কত শতাংশ সবুজ উদ্ভিদ কর্তৃক শোষিত হয় ?

a. 0.02

b. 0.01

c. 0.05

d. 0.10

118. সূর্য থেকে আগত আলোকশক্তির কত শতাংশ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় আবদ্ধ হয় ?

a. 0.1

b. 0.5

c. 0.6

d. 1

119. শক্তি স্থানান্তরের প্রতি ধাপে কত শতাংশ শক্তি দেহগঠনের কাজে লাগে ?

a. 20

b. 15

c. 10

d. 25

120. নীচের কোনটি কবজা সন্ধি ?

a. হাঁটু সন্ধি

b. স্কন্ধ সন্ধি

c. হিপ সন্ধি

d. পিভট সন্ধি

121. নীচের কোনটি ফ্লেক্সর পেশি ?

a. হ্যামস্ট্রিং

b. গ্যাসট্রোকনেমিয়াস

c. উভয়ই

d. কোনোটিই নয়

122. জীবের স্বেচ্ছায় স্থান পরিবর্তন করাকে বলে –

a. চলন

b. সঞ্চালন

c. গমন

d. চলন ও গমন

123. হিউমেরাস অস্থি উপস্থিত থাকে –

a. ঊর্ধ্ববাহু

b. নিম্নবাহু

c. নিম্ন চোয়াল

d. থাই

LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART-3

124. ইউক্লিনার গমন অঙ্গ হল –

a . সিলিয়া

b . ফ্ল্যাজেলা

c. ক্ষণপদ

d. কর্ষিকা

125. সিলিয়ারি গতি দেখা যায় –

a. প্যারামিসিয়ামে

b. অ্যামিবায়

c. ইউগ্লিনাতে

d. কেঁচোতে

126. মায়োটোম পেশি গমনে সাহায্য করে কোন প্রাণীটিতে ?

a . ব্যাং

b . সাপ

c . কেঁচো

d . মাছ

127. মাছেদের জলে স্থিরভাবে ভাসতে সাহায্য করে কোন পাখনা ?

a . পুচ্ছ পাখনা

b . বক্ষ পাখনা ও শ্রোণি পাখনা

c . পৃষ্ঠ পাখনা

d . শ্রেণি পাখনা

128. মানুষের কোন পেশি সংকুচিত হলে পা উপরের দিকে উত্তোলিত হয় ?

a . এক্সটেনসর ডিজিটোরিয়াম

b . বাইসেপস্ ফিমোরিস

c . ট্রাইসেপস

d . রোটেটর পেশি

129. গমনের সময় মস্তিষ্কের কোন্ অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ?

a . গুরুমস্তিষ্ক

b . লঘুমস্তিষ্ক

c . থ্যালামাস

d . হাইপোথ্যালামাস

130. মানবদেহে কতগুলি কশেরুকা দেখা যায় ?

a . 30

b . 31

c . 32

d . 33

LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART-3

131. কব্জা সন্ধির উদাহরণ হল –

a . হাঁটু সন্ধি

b . বল ও সকেট সন্ধি

c . স্কন্ধ সন্ধি 

d . হিপ সন্ধি

132. বল ও সক্টে সন্ধির উদাহরণ হল –

a . হাঁটু সন্ধি

b . কনুই সন্ধি

c . উরু সন্ধি

d . করোটির অস্থি সন্ধি

133. ডেলটয়েড পেশি হল –

a . একটেনসর পেশি

b . অ্যাবডাক্টার পেশি

c . ফ্রেক্সর পেশি

d . রোটেটর পেশি

134. হাতের বাইসেপস পেশি হল –

a . ফ্রেক্সর পেশি

b . এক্সটেনসর পেশি

c . অ্যাবডাক্টর পেশি

d . অ্যাডাক্টর পেশি

135. একটি স্টেরয়েডধর্মী হরমোন হল –

a . থাইরক্সিন

b . ইনসুলিন

c . টেস্টোস্টেরন

d . অ্যাড্রিনালিন

LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART-3

136. থাইরক্সিন কী প্রকৃতির হরমোন ?

a . অ্যামাইনোধর্মী

b . প্রোটিনধর্মী

c . লিপিডধর্মী

d . স্টেরয়েডধর্মী

137. ফিডব্যাক নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে কোন হরমোন ?

a . ACTH

b . TSH

c . GTH

d . STH

138. পশ্চিমবঙ্গের কোন্ জাতীয় পার্কে গণ্ডার সংরক্ষণ করা হয় ?

a . সুন্দরবন

b . জলদাপাড়া

c . গুজরাটের গির

d . অসমের কাজিরাঙা

139. পশ্চিমবঙ্গের সুন্দরবন হল –

a . অভয়ারণ্য

b . জাতীয় পার্ক

c . বায়োস্ফিয়ার রিজার্ভ

d . সংরক্ষিত বন

140. ভারতের নবীনতম বায়োস্ফিয়ার হল –

a . সুন্দরবন

b . সিমলিপাল

c . অমরকণ্টক

d . পাঁচমারি

141.. ক্যানসার বিরোধী পদার্থ হল –

a . ল্যাকোসিস

b . এপিস

c . ডাটুরিন

d . ট্যাক্সল

142. ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান হল –

a . সাউথ বাটন জাতীয় উদ্যান ( আন্দামান )

b . দুধওয়া জাতীয় উদ্যান ( উত্তর প্রদেশ )

c . সিঙ্গালিলা জাতীয় উদ্যান ( পশ্চিমবঙ্গ )

d . কানহা জাতীয় উদ্যান ( মধ্যপ্রদেশ )

143.. একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের জীববৈচিত্র্যের সম্মিলিত রূপকে বলে –

a. α বৈচিত্র্য

b. β বৈচিত্র্য

c.  বৈচিত্র্য

d. কোনোটিই নয়

144. সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা হল –

a . 816

b . 36 টি

c . 64 টি

d . 6 টি

145. JFM প্রকল্পটি প্রথম চালু হয় –

a . পশ্চিমবঙ্গে

b . হরিয়ানাতে

c . অসম

d . উত্তরপ্রদেশ

146. বিপন্ন প্রজাতির বানর নীচের কোন্ Hotspot অঞ্চলে পাওয়া যায় ?

a . পূর্ব হিমালয় অঞ্চলে

b . ইন্দো বার্মা অঞ্চলে

c . পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা অঞ্চলে

d . সুন্দাল্যান্ড অঞ্চলে

147. ভারতবর্ষের একটি বহিরাগত প্রজাতি হল –

a. তেলাপিয়া

b. পার্থেনিয়াম

c. কচুরিপানা

d. সবকটি

148. কোনো অঞ্চলের স্থানীয় মানুষের জীববৈচিত্র্য সম্পর্কিত তথ্য রেকর্ড বা তথ্যভাণ্ডার হল –

a . WWE

b . IUCN

c . JFM

d . PBR

149. করোনা ভাইরাস হল এক ধরনের –

a . প্রাণী ভাইরাস

b . উদ্ভিদ ভাইরাস

c . স্তন্যপায়ী ভাইরাস

d . স্বাধীনজীবী ভাইরাস

LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART-3

150. করোনা ভাইরাস ঘটিত একটি রোগ হল –

a . ইনফ্লুয়েঞ্জা

b . COVID - 19

c . হাম

d . COPD

151. যে করোনা ভাইরাস সংক্রমণে COVID - 19 হয় তার নাম –

a . SARS COV - 2

b . Corona virus OC43

c . MERS Cov

d . HKUI

152. করোনা ভাইরাস কত রকমের হয় ?

a . 2

b . 3

c . 4

d . 1

153. COVID - 19- এর ভাইরাস হল –

a . আলফা করোনা ভাইরাস

b . বিটা করোনা ভাইরাস

c . গামা করোনা ভাইরাস

d . ডেল্টা করোনা ভাইরাস

154. S প্রোটিন থাকে করোনা ভাইরাসের –

a . নিউক্লিওক্যাপসিডে

b . প্রোটিন খোলকে

c . S স্পাইকে

d . ভাইরাসের ভিতরে

155. একটি আলফা করোনা ভাইরাসের উদাহরন হল –

a . HCoV229

b . SARS CoV

c . HCoV HKU

d . SARS CoV - 2

156. S প্রোটিনের আণবিক ওজন –

a . 150 KDa

b . 30KDa

c . 12 KDa

d . 114 KDa

157. পোষক কোশের গ্রাহকের নাম

a . ACE

b . গলগি কমপ্লেক্স

c . রাইবোজোম প্রোটিন

d . নিউক্লিওপ্রোটিন

158. SARS CoV - 2- এর প্রাথমিক উৎস হল –

a . প্যাঙ্গোলিন

b . পাখি

c . বাদুড়

d . ইঁদুর

159. COVID - 19- এর ক্ষেত্রে ইনকউবেশন কাল –

a . 2-14 দিন

b . 1-4 দিন

c . 1-3 দিন

d . 1 মাস

160. COVID 19 ছড়ানোর মাধ্যম হল –

a . ড্রপলেট

b . জল

c . দৃষ্টি

d . বাদুড়

161. 2020 খ্রিস্টাব্দে ভারতবর্ষে কোন সময়ে COVID 19 - এর সবচাইতে বেশি সংক্রমণ ঘটেছিল ?

a . এপ্রিল

b . সেপ্টেম্বর

c . জুন

d . মে

LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART-3

162. করোনা ভাইরাসের জিনোম নির্ভর একটি পরীক্ষা হল –

a . RT - PCR

b . অ্যান্টিজেন টেস্ট

c . অ্যান্টিবডি টেস্ট

d . স্পুটাম

163. নিম্নলিখিত কোন রোগটির ক্ষেত্রে COVID-19 মারাত্মক হয় না –

a. CKD

b. COPD

c. ডায়াবেটিস

d. সাইজোফ্রেনিয়া

164. COVID-19 সংক্রমনে প্রতিরোধ সৃষ্টি সামজিক রূপ বজায় রেখে চলা

a. একটি ব্যক্তিগত চেষ্টা

b. সরকারি আদেশ

c. সামাজিক প্রচেষ্টা

d. অনুশাসন

165. সিরাম হল মানুষের –

a. রক্তকোশ

b. রক্তকোশ বাদে অংশ

c. কলারস

d. পরিস্রুত রক্ত ।

LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART-3

LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL এর আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন –

LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART-3 এর উত্তর গুলি দেখার জন্য ক্লিক করো - Click Here



LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART-3

To Give Mock Test Class IX - XII Click Here