Physical Science GK Part - 6 ।। ভৌত বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৬ ।। Free PDF Download
Physical Science GK Part - 6
নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Physical Science GK Part - 6 ।। ভৌত বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৬ ।। Free PDF Download ।
বন্ধুরা তোমারা নিশ্চয় জানো ভৌত বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে ভৌত বিজ্ঞানের পদার্থের পরমাণুর গঠন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।
প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Physical Science GK poromanur gothon
উঃ- জে জে টমসন ১৮৯৭ খ্রিস্টাব্দে।
১৭) প্রোটন কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন ?
উঃ- বিজ্ঞানী রাদারফোর্ড ১৯১৯ খ্রিস্টাব্দে।
১৮) নিউট্রন কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন ?
উঃ- বিজ্ঞানী স্যাডউইক ১৯৩২ খ্রিস্টাব্দে।
১৯) ইলেকট্রন , প্রোটন ও নিউট্রন কণার মধ্যে সবথেকে ভারী কণা কোনটি ?
উঃ- নিউট্রন।
২০) ইলেকট্রন , প্রোটন ও নিউট্রন কণার মধ্যে সবথেকে হালকা কণা কোনটি ?
উঃ- ইলেকট্রন।
২১) একটি নিউট্রন কণার ভর একটি ইলেকট্রন কণার ভরের থেকে কত বেশি ?
উঃ- ১৮৩৯ গুন বেশি।
২২) প্রত্যেক পরমাণুর কয়টি অংশ ?
উঃ- দুইটি অংশ।
২৩) অংশ দুইটি কী কী ?
উঃ- নিউক্লিয়াস বা কেন্দ্রক এবং নিউক্লিয়াস-বহির্ভূত অংশ বা ইলেকট্রন মহল।
২৪) নিউক্লিয়ন গুলির মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে কী বলে ?
উঃ- নিউক্লিয় বল।
২৫) কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে কী বলে ?
উঃ- পারমাণবিক সংখ্যা।
২৬) কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যাকে একত্রে কী বলে ?
উঃ- ভরসংখ্যা।
২৭) কোন আইসোটোপের সাহায্যে পৃথিবীর বয়স, বিভিন্ন গাছ, পাথর ইত্যাদির বয়স নির্ণয় করা হয় ?
উঃ- কার্বন-14 আইসোটোপের সাহায্যে।
২৮) তড়িৎগ্রস্থ পরমাণুকে কী বলে ?
উঃ- আয়ন।
২৯) পরমাণুর মৌলিকত্ব কিসের উপর নির্ভর করে ?
উঃ- পারমাণবিক সংখ্যার উপর।
৩০) আইসোটোপ নেই এরকম একটি মৌলের উদাহরণ দাও ।
উঃ- সোডিয়াম।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।
ভৌত বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫ দেখুন ।