WBPSC
January 07, 2024
WBPSC FOOD SI Syllabus Exam Pattern 2023 || পাবলিক সার্ভিস কমিশন ফুড ইনস্পেক্টর পরীক্ষার সিলেবাস ২০২৩
WBPSC FOOD SI Syllabus Exam Pattern 2023 || পাবলিক সার্ভিস কমিশন ফুড ইনস্পেক্টর পরীক্ষার সিলেবাস ২০২৩
EXAM DATE - 16 & 17th March 2024
WBPSC ফুড SI সিলেবাস সম্পর্কে নিচের টেবিলে একটি ওভারভিউ দেওয়া হয়েছে। WBPSC ফুড SI সিলেবাস সম্পর্কে ওভারভিউ দেখুন।
WBPSC Food SI Syllabus Overview
WBPSC Food SI Syllabus
নিচে বিষয় ভিত্তিক WBPSC Food SI Syllabus সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হল।
Subject | Description |
---|---|
Recruiting Authority | West Bengal Public Service Commission (WBPSC) |
Exam Name | WBPSC Food SI Exam |
Category | Syllabus |
Post | WBPSC Food SI |
Application Mode | Online |
Examination Mode | Offline |
Exam Pattern | Objective type written paper |
Selection Process | Written Exam and Interview |
Job Location | West Bengal |
Official Website | www.wbpsc.gov.in |
নিচে বিষয় ভিত্তিক WBPSC Food SI Syllabus সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হল।
- প্রথম পর্যায়ে একটি লিখিত পরীক্ষা রয়েছে যেখানে প্রার্থীদের জেনারেল স্ট্যাডিজ এবং অ্যারিথমেটিকের বিষয়গুলিতে প্রশ্ন থাকবে।
- দ্বিতীয় পর্যায় হল নির্বাচন প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায় যেখানে প্রার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে কমিশন দ্বারা প্রণীত প্যানেল দ্বারা ইন্টারভিউ হবে। উভয় পর্যায়ে প্রাপ্ত নম্বর বিবেচনা করে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে
- দ্বিতীয় পর্যায়ের জন্য কোন নির্দিষ্ট সিলেবাস নেই।
ARITHMATIC:-
- Arithmetic Number System
- Simplification
- Missing Number Series
- Decimal Fractions
- Ratio and Proportion
- HCF and LCM
- Percentage
- Average
- Problem Based On Ages
- Profit and Loss
- Simple and Compound Interest
- Time and Work
- Speed, Time, and Distance
- Work & Wage
- Allegation or Mixture
- Boats and Streams
- Pipe & Cisterns
- Clock Calendar
General Studies:-
- Indian History
- Science
- Current events and problems with special reference to India Geography of India, Indian Polity, Economy.
WBPSC Food SI Exam Pattern
WBPSC Food SI Exam Pattern নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পরীক্ষার্থীরা নিচের আলোচনা থেকে WBPSC ফুড SI পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে জেনে নিন।
- লিখিত পরীক্ষা
- ইন্টারভিউ
- মোট প্রশ্ন - ১০০ টি (গণিত - ৫০টি এবং জেনারেল স্টাডিস - ৫০টি) ।
- ধরন - MCQ
- সময় - ৯০ মিনিট ।
- প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে ।
- লিখিত পরীক্ষার পর রয়েছে Personality Test.
WBPSC Food SI Syllabus 2024 For Personality Test
WBPSC Food SI পরীক্ষার Personality Test-এর কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। প্রার্থীদের সব বিষয়েই সমান দক্ষতার সাথে অধ্যায়ন করতে হবে যাতে ইন্টারভিউয়ার যেই প্রশ্নই করুক প্রার্থীরা সঠিক উত্তর দিতে পারে। তবে Personality Test-এ ভালো ফল করতে হলে প্রার্থীদের অবশ্যই Current Affairs ভালো করে অধ্যায়ন করতে হবে।