Latest

Showing posts with label GENERAL KNOWLADGE. Show all posts
Showing posts with label GENERAL KNOWLADGE. Show all posts

Wednesday, December 4, 2024

December 04, 2024

RRB GENERAL AWARENESS BIOLOGY PART 4 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ৪ ।। Free PDF Download

 RRB GENERAL AWARENESS BIOLOGY PART 4 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ৪ ।। Free PDF Download


RRB GENERAL AWARENESS BIOLOGY PART 4 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ৪


RRB GENERAL AWARENESS BIOLOGY PART 4 

বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি,RRB GENERAL AWARENESS BIOLOGY PART 4 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ৪ ।। Free PDF Download.

তোমরা অনেকেই রেলের বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিলাপ করেছ, তাই আমরা তোমাদের সুবিধার্থে জীববিদ্যা কলা ও কোষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ তোমাদের সাথে শেয়ার করব  যাতে তোমাদের পরীক্ষায় কাজে লাগে। 

তাই দেরি না করে দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলি এবং অবশ্যই PDF ডাউনলোড করে নিজের কাছে রেখে দাও ও বন্ধুদের শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমাদের আমরা আরও কীভাবে সাহায্য করতে পারি ।

জীববিদ্যা কলা ও কোষ
RRB GENERAL AWARENESS BIOLOGY PART 4

৭৬) জিন কোথায় থাকে?

উ:- জিন ক্রোমোজোমে থাকে।

৭৭) জিনের গঠনগত উপাদান কী?

উঃ-  জিনের গঠনগত উপাদান DNA

৭৮) ক্রোমোজোম কোথায় অবস্থিত?

উঃ- ক্রোমোজোম নিউক্লিয়াসে অবস্থিত।

৭৯) ক্রোমোজোম নামকরণ কে করেন?

উঃ- ক্রোমোজোম নামকরণ করেন বিজ্ঞানী ওয়াল্ডেয়ার (1888)।

৮০) সেন্ট্রোমিয়ার কোথায় দেখা যায়?

উঃ- সেন্ট্রোমিয়ার দেখা যায় ক্রোমোজোমে।

৮১) ক্রোমোজোমের মেরুযুক্তপ্রান্তকে কী বলে?

উঃ- ক্রোমোজোমের মেরুযুক্তপ্রান্তকে বলে টেলোমিয়ার।

৮২) ক্রোমোজোমের বাইরের আবরণটিকে কী বলে?

উঃ- ক্রোমোজোমের বাইরের আবরণটিকে বলে পেলিকল্।

৮৩) সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে কী বলে?

উঃ- সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম বলে।

৮৪) জীব কোষের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে কী বলে?

উঃ- জীব কোষের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে জিনোম বলে।

৮৫) ক্রোমোজোম যে দুটি তন্তুর মতো অংশ দ্বারা গঠিত, তাদের কী বলে ?

উঃ- প্রতিটি ক্রোমোজোম যে দুটি তন্তুর মতো অংশ দ্বারা গঠিত, তাদের ক্রোমোটিড বলে।

৮৬) ক্রোমোজোমের টেলোমিয়ার অংশে বাল্বের মতো যে অংশ দেখা যায় তাকে কী বলে?

উঃ- ক্রোমোজোমের টেলোমিয়ার অংশে বাল্বের মতো যে অংশ দেখা যায় তাকে স্যাটেলাইট বলে।

৮৭) একটি ক্রোমোজোমে ক্রোমোটিড দুটি যে অংশে যুক্ত থাকে তাকে কী বলে?

উঃ- একটি ক্রোমোজোমে ক্রোমোটিড দুটি যে অংশে যুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে।

৮৮) প্রাণীকোষের বিভাজনে মাকুর মেরু সৃষ্টিতে কোন অঙ্গাণু অংশ নেয় ?

উঃ- সেন্ট্রোজোম।

৮৯) ক্রোমোজোমের কোন অংশে বেমতত্ত্ব সংলগ্ন থাকে?

উঃ- ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশে বেমতত্ত্ব সংলগ্ন থাকে।

৯০) ক্রোমোজোম যে জৈব বস্তু দ্বারা গঠিত তাকে কী বলে ?

উঃ- ক্রোমাটিন বলে।

৯১) মানুষের লিঙ্গ ক্রোমোজোম দুটি কী কী?

উঃ- মানুষের লিঙ্গ ক্রোমোজোম দুটি X Y

৯২) পুরুষের দেহে লিঙ্গ ক্রোমোজোমদুটি কী কী?

উঃ- পুরুষের দেহে লিঙ্গ ক্রোমোজোমদুটি X Y

৯৩) স্ত্রীদেহে লিঙ্গ ক্রোমোজোমদুটি কী কী?

উঃ- স্ত্রীদেহে লিঙ্গ ক্রোমোজোমদুটি X X

৯৪) DNA RNA-র মধ্যে কোষের নিউক্লিয়াসে কোনটি অধিক পরিমাণে থাকে?

উঃ- DNA

৯৫) যৌন জননকারী জীবের জীবন যে কোষ থেকে শুরু হয় তারে নাম কী ?

উঃ- জাইগোট।

৯৬) জননমাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কত?

উঃ- জননমাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 23 টি।

৯৭) কোন কোষবিভাজনকে প্রত্যক্ষ কোষবিভাজন বলে?

উঃ- অ্যামাইটোসিস কোষবিভাজনকে প্রত্যক্ষ কোষবিভাজন বলে।

৯৮) অ্যামাইটোসিস কোষবিভাজন কোথায় দেখা যায়?

উঃ- অ্যামাইটোসিস কোষবিভাজন প্রোক্যারিওটিক কোষ যেমন ব্যাকটেরিয়ায় দেখা যায়।

৯৯) কে সর্বপ্রথম মাইটোসিস শব্দটি ব্যবহার করেন?

উঃ- বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম মাইটোসিস শব্দটি ব্যবহার করেন।

১০০) উদ্ভিদের ভাজককলার কোষে কোন প্রকার কোষবিভাজন হয়?

উঃ- উদ্ভিদের ভাজককলার কোষে মাইটোসিস কোষবিভাজন হয়।


আজকের PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।

আমাদের সাথে থাকতে এখানে ক্লিক করুন 

RRB GENERAL AWARENESS BIOLOGY PART 3 ।


Monday, December 2, 2024

December 02, 2024

RRB GENERAL AWARENESS BIOLOGY PART 2 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ২ ।। Free PDF Download

 RRB GENERAL AWARENESS BIOLOGY PART 2 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ২ ।। Free PDF Download


RRB GENERAL AWARENESS BIOLOGY PART 2



RRB GENERAL AWARENESS BIOLOGY PART 2

বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি,RRB GENERAL AWARENESS BIOLOGY PART 2 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ২ ।। Free PDF Download.

তোমরা অনেকেই রেলের বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিলাপ করেছ, তাই আমরা তোমাদের সুবিধার্থে জীববিদ্যা কলা ও কোষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ তোমাদের সাথে শেয়ার করব  যাতে তোমাদের পরীক্ষায় কাজে লাগে। 

তাই দেরি না করে দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলি এবং অবশ্যই PDF ডাউনলোড করে নিজের কাছে রেখে দাও ও বন্ধুদের শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমাদের আমরা আরও কীভাবে সাহায্য করতে পারি ।

জীববিদ্যা কলা ও কোষ
RRB GENERAL AWARENESS BIOLOGY PART 2

(২৬) পর্দাবিহীন কোষীয় অঙ্গানুটির নাম কী ?

উ:- সেন্ট্রোজোম (সেন্ট্রোজোম প্রাণীকোষে থাকে,উদ্ভিদকোষে থাকে না)।

(২৭) কোষ কোন পদ্ধতিতে তরল খাদ্য গ্রহণ করে ?

উ:- পিনোসাইটোসিস পদ্ধতিতে।

(২৮) কোষের DNA-এর গঠন কে আবিষ্কার করেন ?

উ:- কোষের DNA-এর গঠন আবিষ্কার করেন ওয়াটসন ও ক্লিক।

(২৯) হৃদপেশীর ক্লান্ত  না হওয়ার কারণ কী?

উ:- প্রচুর পরিমানে মাইটোকনড্রিয়ার উপস্থিতির জন্য হৃদপেশী ক্লান্ত হয় না।

(৩০) উদ্ভিদ কোষের মূল উপাদান কী ?

উ:- স্টার্চ হল এমন একটি কার্বোহইড্রেট যা উদ্ভিদ কোষের মূল উপাদান।

(৩১) কোষ প্রাচীরের প্রধান উপাদান কী?

উ:- সেলুলোজ হল কোষ প্রাচীরের প্রধান উপাদান।

(৩২) বংশগতির ধারক ও বাহক বলা হয় কাকে ?

উ:- ক্রোমোজোমকে।

(৩৩) প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণকারী উৎসেচকটির নাম কী?

উ:- পেপটাইডাল ট্রান্সফারেজ।

(৩৪) প্রাণীকোষে উপস্থিত কোষ বিভাজনে সহায়তাকারী কোষীয় অঙ্গানুটির নাম কী?

উ:- সেন্ট্রোজোম।

(৩৫) উদ্ভিদকোষের গলগিবডিকে কী বলে ?

উ:- উদ্ভিদকোষের গলগিবডিকে ডিকটিওজোম বলে।

(৩৬) তরল যোগকলা কাকে বলা হয় ?

উ:- রক্তকে।

(৩৭) খালি চোখে দেখা যায় এমন কোষের সাইজ কত ?

উ:- খালি চোখে দেখা যায় এমন কোযের সাইজ হল 100 মাইক্রন।

(৩৮) অ্যাক্সন ও ডেনড্রনের মিলনস্থলকে কী বলে ?

উ:- অ্যাক্সন ও ডেনড্রনের মিলনস্থলকে সাইন্যাপস বলে।

(৩৯) অ্যাক্সনে কোন আবরনী থাকে ?

উ:- অ্যাক্সনে মায়োলিন আবরনী থাকে।

(৪০) কান্ড বা মূলের অগ্রে যে ভাজক কলা থাকে তাকে কী বলে ?

উ:- অগ্রস্থ ভাজক কলা বলে।

(৪১) কান্ডের পরিধি বৃদ্ধির জন্য দায়ী কোন ভাজক কলা?

উ:- পার্শ্বস্থ ভাজক কলা।

(৪২) ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে কী বলে ?

উ:- ক্লোরেনকাইমা ।

(৪৩) বায়ুপূর্ণ প্যারেনকাইমা কোষকে কী বলে ?

উ:- এরেনকাইমা।

(৪৪) উদ্ভিদের মূল দ্বারা শোষিত জল ও খনিজ লবণ পাতায় পরিবাহিত হয় কিসের মাধ্যমে?

উ:- জাইলেম কলার মাধ্যমে।

(৪৫) উদ্ভিদের পাতায় তৈরি খাদ্য (সুগার সুক্রোজ) উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় কিসের মাধ্যমে ?

উ:- ফ্লোয়েম কলার মাধ্যমে।

(৪৬) উদ্ভিদের পরিবহনের এই পদ্ধতিকে কী বলে ?

উ:- ট্রান্সলোকেশন ।

(৪৭) কোষের সবচেয়ে বাইরের সীমানাটির নাম কি ?

উ:- প্লাজমা মেমব্রেন(এটি কোষের ঝিল্লি নামেও পরিচিত)।

(৪৮) কোষের অভ্যন্তরে উপস্থিত জেলির মতো পদার্থটিকে কি বলা হয় ?

উ:- সাইটোপ্লাজম।

(৪৯) একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত?

উ:- ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি ।

(৫০) রাইবোজোম গঠনে মুখ্য ভূমিকা পালন করে কে ?

উ:- নিউক্লিয়াস।


আজকের PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।

আমাদের সাথে থাকতে এখানে ক্লিক করুন 

RRB GENERAL AWARENESS BIOLOGY PART 1 ।


Sunday, December 1, 2024

December 01, 2024

RRB GENERAL AWARENESS BIOLOGY PART 1 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ১ ।। Free PDF Download

 RRB GENERAL AWARENESS BIOLOGY PART 1 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ১ ।। Free PDF Download


RRB GENERAL AWARENESS BIOLOGY PART 1

RRB GENERAL AWARENESS BIOLOGY PART 1

বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি,RRB GENERAL AWARENESS BIOLOGY PART 1 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ১ ।। Free PDF Download.

তোমরা অনেকেই রেলের বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিলাপ করেছ, তাই আমরা তোমাদের সুবিধার্থে জীববিদ্যা কলা ও কোষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ তোমাদের সাথে শেয়ার করব  যাতে তোমাদের পরীক্ষায় কাজে লাগে। 

তাই দেরি না করে দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলি এবং অবশ্যই PDF ডাউনলোড করে নিজের কাছে রেখে দাও ও বন্ধুদের শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমাদের আমরা আরও কীভাবে সাহায্য করতে পারি ।

জীববিদ্যা কলা ও কোষ

১) জীবদেহের গঠনগত ও কার্যগত একককে কি বলে ?

উ:- কোষ।

২) কে, কবে কোষ আবিষ্কার করেন ?

উ:- ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক , 1665 খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন।

৩) গঠনের ভিত্তিতে কোশ কয়প্রকার ও কি কি ?

উ:-  গঠনের ভিত্তিতে কোষ প্রধানত দুই প্রকার, যথা-

 (i) প্রোক্যারিওটিক কোশ ও (ii) ইউক্যারিওটিক কোশ।

৪) 'Cell' শব্দটি কি থেকে এসেছে ?

উ:- 'Cell' শব্দটি ল্যাটিন শব্দ 'Cellulae' থেকে এসেছে, যার অর্থ ' a little room or compartment ' ।

৫) কে, কবে সর্বপ্রথম জীবিত কোষ আবিষ্কার করেন ?

উ:- ডাচ্ বিজ্ঞানী লিউয়েনহক, 1674 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জীবিত কোশ আবিষ্কার করেন।

৬) কে, কবে সর্বপ্রথম কৃত্রিম কোষ আবিষ্কার করেন ?

উ:- 2010 খ্রিস্টাব্দে বিজ্ঞানী Craig Ventor পৃথিবীর সর্বপ্রথম কৃত্রিম কোশ তৈরি করেন এবং এর নাম দেন Synthia।

৭) কে, কবে সর্বপ্রথম 'সাইটোপ্লাজম' শব্দটি ব্যবহার করেন ?

উ:- বিজ্ঞানী কলিকার (Kolliker) 1862 খ্রিস্টাব্দে সর্বপ্রথম 'সাইটোপ্লাজম' শব্দটি ব্যবহার করেন।

৮) কে , কবে সর্বপ্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন ?

উ:- বিজ্ঞানী রবার্ট ব্রাউন (Robert Brown) 1831 খ্রিস্টাব্দে সর্বপ্রথম নিউক্লিয়াস আবিষ্কার ও নামকরণ করেন।

৯)  কে , কবে সর্বপ্রথম মাইটোকনড্রিয়া আবিষ্কার করেন ?

উ:- বিজ্ঞানী কলিকার (Kolliker)  1857 খ্রিস্টাব্দে মাইটোকনড্রিয়া আবিষ্কার করেন।

১০)  'মাইটোকনড্রিয়া' নামকরণটি কে করেন ?

উ:- বিজ্ঞানী বেন্ডা (Benda) 1898 খ্রিস্টাব্দে 'মাইটোকনড্রিয়া' নামকরণ করেন।

১১) কে , কবে সর্বপ্রথম 'প্লাস্টিড' শব্দটি ব্যবহার করেন ?

উ:- বিজ্ঞানী ই. হেকেল (E Haeckel) 1866 খ্রিস্টাব্দে সর্বপ্রথম 'প্লাস্টিড' শব্দটি ব্যবহার করেন।

১২) কোন বিজ্ঞানী সর্বপ্রথম পেঁচার স্নায়ুকোশে গলগিবডি পর্যবেক্ষণ করেন ?

উ:- ইতালীয় বিজ্ঞানী ক্যামিলো গলগি (Camillo Golgi) 1898 খ্রিস্টাব্দে প্রথম পেঁচার স্নায়ুকোশে গলগি বডি পর্যবেক্ষণ করেন।

১৩) প্রোটোপ্লাজম নামকরণ কে করেন ?

উ:- প্রোটোপ্লাজম নামকরণ করেন বিজ্ঞানী পারকিনজি।

১৪) কোন বিজ্ঞানী লাইসোজোম আবিষ্কার ও নামকরণ করেন ?

উ:- বিজ্ঞানী ক্রিশ্চিয়ান দ্য ভূতে (Christian Duve) 1955 খ্রিস্টাব্দে লাইসোজোম আবিষ্কার ও নামকরণ করেন।

১৫) কোন বিজ্ঞানী উদ্ভিদকোশে রাইবোজোম আবিষ্কার করেন ?

উ:- বিজ্ঞানী রবিনসন (Robinson) ও ব্রাউন (Brown) 1953 খ্রিস্টাব্দে উদ্ভিদকোশে রাইবোজোম আবিষ্কার করেন।

১৬) কোন বিজ্ঞানী প্রাণীকোশে রাইবোজোম আবিষ্কার করেন ?

উ:- বিজ্ঞানী প্যালাডে (Palade) 1955 খ্রিস্টাব্দে প্রাণীকোশে রাইবোজোম আবিষ্কার করেন।

১৭) ভাইরয়েড কী ?

উ:- ভাইরয়েড এক প্রকার অতিসূক্ষ অণুবীক্ষণিক নগ্ন RNA সমন্বিত জীব, যার দেহে কোনো খোলক থাকে না।

১৮) দীর্ঘতম প্রানিকোষ কোনটি ?

উ:- দীর্ঘতম প্রাণীকোষটি হল মানুষের স্নায়ুকোষ , যা প্রায় 1 মিটার লম্বা ।

RRB GROUP D

১৯) সবচেয়ে বড় প্রাণীকোষ কোনটি ?

উ:- উটপাখির ডিম , যা প্রায় 5.1 ইঞ্চি চওড়া এবং প্রায় 1.4 কিলোগ্রাম ওজনের হতে পারে।

২০) সবচেয়ে বড় এককোষী সামুদ্রিক শৈবালটির নাম কি ?

উ:- সবচেয়ে বড় এককোষী সামুদ্রিক শৈবাল হল অ্যাসিটাবুলেরিয়া।

২১) টোনোপ্লাজম কী?

উ:- কোষের কোষগহবরকে ঘিরে যে পাতলা স্বচ্ছ সাইটোপ্লাজমীয় পর্দার আস্তরণ থাকে তাকে টোনোপ্লাজম বা কোষগহবর পর্দা বলে।

২২) কোষের মস্তিষ্ক কাকে বলা হয় ?

উ:- কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে।

২৩) কোষের শক্তিঘর কাকে বলা হয় ?

উ:- কোষের শক্তিঘর বলা হয় মাইটোকনড্রিয়াকে।

২৪) আত্মঘাতী থলি কাকে বলা হয় ?

উ:- লাইসোজোমকে।

২৫) প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গানু ?

উ:- রাইবোজোম


আজকের PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।

আমাদের সাথে থাকতে এখানে ক্লিক করুন 

RRB RAILWAY GK 7 দেখতে এখানে ক্লিক করুন ।


Tuesday, August 16, 2022

August 16, 2022

List of Independence Day of different countries || বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস তালিকা || Free PDF Download

 List of Independence Day of different countries


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, List of Independence Day of different countries || বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস তালিকা || Free PDF Download । 

বন্ধুরা বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস তালিকা PDF টি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি । এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আস্তে পারে যেমন - ভারত কবে স্বাধীন হয়েছিল ? বা বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল ? এছাড়াও আরও কিছু তথ্য আছে । তোমারা PDF টি ডাউনলোড করে নিও নীচে লিঙ্ক দেওয়া আছে । 

বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস তালিকা PDF



রাষ্ট্র বা দেশ তারিখ উল্লেখযোগ্য ঘটনা ও সাল
ভারত ১৫ই আগস্ট ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করে ।
জিম্বাবুয়ে ১৮ই এপ্রিল
জাম্বিয়া ২৪শে অক্টোবর ১৯৪৬ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ।
ইয়েমেন ৩০শে নভেম্বর ১৯৬৭ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ।
ভিয়েতনাম ২রা সেপ্টেম্বর ১৯৪৫ সালে ফ্রান্সের কাছ থেকে ।
ভেনেজুয়েলা ৫ই জুলাই ১৯৪৫ সালে স্পেন স্বাধীনতার ঘোষণা দেয় ।
ভ্যাটিকান সিটি ১১ই ফেব্রুয়ারি 1929 সালে ইতালির সাথে লেটারান চুক্তি স্বাক্ষরিত হয় ।
উজবেকিস্তান ১লা সেপ্টেম্বর ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
ফিলিপাইন ১২ই জুন (Araw ng Kalayan) Independence from Spain in 1898.
পেরু ২৮ জুলাই ১৮২১ সালে স্পেনের থেকে স্বাধীনতা লাভ করে ।
প্যারাগুয়ে ১৫ মে ১৮১১ সালে থেকে স্বাধীনতা লাভ করে ।
পানাম ২৮ নভেম্বর Independence from Spain in 1821. The 1903 separation from Colombia is also celebrated on November 3, Seperation Day.
পাপুয়া নিউ গিনি ১৬ সেপ্টেম্বর Independence from Australia of the former Territories of New Guinea, and Papua, in 1975.
পাকিস্তান ১৪ আগস্ট ১৯৪৭ সালে ব্রিটিশ যুক্তরাজ্যের থেকে ।
নরওয়ে ১৭ ,মে ১৯০৫ সালে সুইডেনের থেকে স্বাধীনতা লাভ করে । Commonly celebrated on May 17, the Constitution Day set by signing of the Norwegian Constitution at Eidsvoll in 1814.
নাইজেরিয়া ১ অক্টোবর ১৯৬০ সালে যুক্তরাজ্যের থেকে স্বাধীনতা লাভ করে ।
নাইজার ৩ আগস্ট ১৯৬০ সালে ফ্রান্সের থেকে স্বাধীনতা লাভ করে ।
শ্রীলঙ্কা ৪ঠা ফেব্রুয়ারি ১৯৪৮ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ।
সিঙ্গাপুর ৯ আগস্ট (National Day) marks exit/ separation from Malaysia in 1965.
সিয়েরা লিওন ২৭ শে এপ্রিল ১৯৬১ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ।



বন্ধুরা এখানে কয়েকটি মাত্র দেওয়া আছে সম্পূর্ণ তালিকাটি PDF এ আছে তোমারা নীচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও - 

PDF Details:
PDF Name : বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস তালিকা
Language : বাংলা
PDF Size : 0.3 Mb
No. of Pages : 05
Download Link : Click Here to Download


Saturday, August 6, 2022

August 06, 2022

West Bengal Ministers List 2022 ।। পশ্চিমবঙ্গের মন্ত্রীদের তালিকা ২০২২ ।। Free PDF Download

 West Bengal Ministers List 2022


নমস্কার বন্ধুর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব - West Bengal Ministers List 2022 ।। পশ্চিমবঙ্গের মন্ত্রীদের তালিকা ২০২২ ।। Free PDF Download ।।

বন্ধুরা আজকে বিষয়টি আশা করি তোমাদের কাজে আসবে । আজকে আমি তোমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মন্ত্রীদের সমদ একটি মাত্র পিডিএফ এর মাধ্যমে ।

পশ্চিমবঙ্গের মন্ত্রীদের তালিকা ২০২২ 


ক্রমিক সংখ্যা বিভাগ ভারপ্রাপ্ত মন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী
১। কৃষি শোভনদেব চট্টোপাধ্যায়
২। কৃষি বিপণন বেচারাম মান্না
৩। প্রাণী সম্পদ বিকাশ স্বপন দেবনাথ
৪। অনগ্রসর শ্রেনী কল্যান বুলু চিক বরাইক
৫। বিজ্ঞান, টেকনলজি ও বায়োটেকনলজি উজ্জ্বল বিশ্বাস
৬। ক্রেতা সুরক্ষা বিপ্লব মিত্র শ্রীকান্ত মাহাতো
৭। সমবায় অরুপ রায়
৮। বিপর্যয় মোকাবিলা ও আসামরিক প্রতিরক্ষা জাভেদ আহমেদ খান
৯। সংশোধনমূলক প্রশাশন অখিল গিরি
১০। পরিবেশ মানস রঞ্জন ভুঁইয়া
১১। অর্থ চন্দ্রিমা ভট্টাচার্য
১২। মৎস্য বিপ্লব রায়চৌধুরি
১৩। ফায়ার ও এমারজেন্সি সার্ভিস সুজিত বোস
১৪। খাদ্য ও গনবন্টন রথিন ঘোষ জ্যোৎস্না মান্ডি
১৫। খাদ্য প্রক্রিয়াকরন ও উদ্যান পালন সুব্রত সাহা
১৬। বন জ্যোতিপ্রিয় মল্লিক বীরবাহা হাঁসদা
১৭। স্বাস্থ্য ও পরিবার কল্যান মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য
১৮। সঙ্খ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা মহঃ গুলাম রাব্বানি
১৯। ক্ষুদ্র-মাঝারি শিল্প ও বস্ত্র চন্দ্রনাথ সিনহা তাজমুল হোসেন
২০। আইন মলয় ঘটক
২১। গ্রন্থাগার ও গণশিক্ষা প্রসার সিদ্দিকুল্লাহ চৌধুরী
২২। শিল্প ও বাণিজ্য শশী পাঁজা
২৩। ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ও পুনর্বাসন মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য
২৪। শ্রম মলয় ঘটক
২৫। বিচার মলয় ঘটক
২৬। সেচ ও জলপথ পরিবহণ পার্থ ভৌমিক ইয়াস্মিন সাবিনা
২৭। ইনফরমেশন টেকনোলজি ও ইলেক্ট্রনিক্স বাবুল সুপ্রিয়
২৮। তথ্য ও সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দ্রনীল সেন
২৯। আবাসন অরুপ বিশ্বাস
৩০। স্বরাষ্ট্রমন্ত্রী ও পার্বত্য বিষয়ক মমতা বন্দ্যোপাধ্যায়
৩১। উচ্চ শিক্ষা ব্রাত্য বসু
৩২। উত্তরবঙ্গ উন্নয়ন উদয়ন গুহ ইয়াসমিন সাবিনা
৩৩। অচিরাচরিত শক্তি ও পুনর্ভব সম্পদ জ্যোতিপ্রিয় মল্লিক
৩৪। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রদীপ মজুমদার বেচারাম মান্না ও শিউলী সাহা
৩৫। সংসদ বিষয়ক শোভনদেব চট্টোপাধ্যায় সন্ধ্যারানী টুডু
৩৬। পশ্চিমাঞ্চল উন্নয়ন সন্ধ্যারাণী টুডু
৩৭। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার মমতা বন্দ্যোপাধ্যায়
৩৮। প্ল্যানিং, স্ট্যাটিস্টিক ও প্রোগ্রাম মনিটরিং মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য
৩৯। বিদ্যুৎ অরুপ বিশ্বাস আখিরুজ্জামান
৪০। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং পুলক রায়
৪১। পাবলিক ওয়ার্কস পুলক রায়
৪২। পাবলিক এন্টারপ্রাইজ ও ইন্ডাস্ট্রিয়াল রিকন্সট্রাকশন শশী পাঁজা
৪৩। স্কুল শিক্ষা ব্রাত্য বসু সত্যজিৎ বর্মণ
৪৪। সেলফ হেল্প গ্রুপ ও সেলফ এমপ্লয়মেন্ট বীরবাহা হাঁসদা
৪৫। সুন্দরবন উন্নয়ন বঙ্কিম চন্দ্র হাজরা
৪৬। কারিগরী শিক্ষা, প্রশিক্ষন ও দক্ষতা ইন্দ্রনীল সেন
৪৭। পর্যটন বাবুল সুপ্রিয়
৪৮। পরিবহণ স্নেহাশিস চক্রবর্তী দিলীপ মন্ডল
৪৯। ক্রীড়া ও যুব কল্যাণ অরূপ বিশ্বাস মনোজ তিওয়ারি
৫০। আদিবাসী উন্নয়ন বুলু চিক বরাইক
৫১। নগর উন্নয়ন ও পৌর বিষয়ক ফিরাদ হাকিম
৫২। জল সম্পদ উন্নয়ন মানস রঞ্জন ভুঁইয়া
৫৩। নারী, শিশু ও সমাজ কল্যাণ শশী পাঁজা




আজকের বিষয়টির PDF টি ডাউনলোড করতে নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করো - 
Download Full Pdf
Pdf Name : পশ্চিমবঙ্গের মন্ত্রীদের তালিকা ২০২২.pdf
Pdf Size : 152KB
Total Page : 02
Download PDF : Click Here



Friday, August 5, 2022

August 05, 2022

President Droupadi Murmu Biography in Bengali || রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবনী || Free PDF Download

 President Droupadi Murmu Biography in Bengali


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি President Droupadi Murmu Biography in Bengali || রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবনী || Free PDF Download

ভারতের ১৫ তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Biography Of Droupadi Murmu


Ø সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আজ আমরা ভারতের 15 তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জীবনী সহ তার সম্পর্কিত বেশ কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব । আশা করি তোমাদের কাজে আসবে ।

 

ব্যক্তিগত জীবন

দ্রৌপদী মুর্মু 1958 সালের 20 জুন ওড়িশার ময়ুরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে বিরাঞ্চি নারায়ণ টুডুর কাছে একটি সাঁওতালি উপজাতি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এবং দাদা উভয়েই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার অধীনে গ্রামের প্রধান ছিলেন। দ্রৌপদী মুর্মু শ্যাম চরণ মুর্মুকে বিয়ে করেছিলেন। এই দম্পতির দুটি ছেলে ছিল যারা উভয়ই মারা গেছে এবং একটি মেয়ে আছে।

 

কর্মজীবন

শিক্ষকতা পেশাঃ-

রাজ্য রাজনীতিতে আসার আগে মুর্মু একজন স্কুল শিক্ষক হিসাবে শুরু করেছিলেন। তিনি শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, রায়রঙ্গপুর এর একজন সহকারী অধ্যাপক এবং ওড়িশা সরকারের সেচ বিভাগে জুনিয়র সহকারী হিসেবে কাজ করেছেন।


রাজ্য রাজনীতিঃ-

দ্রৌপদী মুর্মু ১৯৯৭ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং রায়রঙ্গপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর নির্বাচিত হন। তিনি ভারতীয় জনতা পার্টি তফসিলি উপজাতি মোর্চার জাতীয় সহ-সভাপতি হিসেবেও কাজ করেছেন। ওড়িশায় ভারতীয় জনতা পার্টি এবং বিজু জনতা দলের জোট সরকারের সময়, তিনি 6 মার্চ, 2000 থেকে 6 আগস্ট, 2002 পর্যন্ত বাণিজ্য ও পরিবহন এবং 6 আগস্ট, 2002 থেকে 16 মে 2004 পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়নের স্বাধীন দায়িত্বের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি ওড়িশার প্রাক্তন মন্ত্রী এবং 2004 এবং 2004 সালে রায়রঙ্গপুর বিধানসভা কেন্দ্রের একজন বিধায়ক।  2007 সালে ওড়িশা বিধানসভা দ্বারা তিনি সেরা বিধায়কের জন্য নীলকণ্ঠ পুরস্কারে ভূষিত হন।


গভর্নরশিপঃ-

তিনি ছিলেন ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল। তিনি ওডিশা থেকে প্রথম মহিলা আদিবাসী নেত্রী যিনি ভারতীয় রাজ্যের গভর্নর হিসেবে নিযুক্ত হন।


২০২২ রাষ্ট্রপতি নির্বাচনী প্রচারণাঃ-

2022 সালের জুনে, বিজেপি পরের মাসে ভারতের রাষ্ট্রপতি পদে অনুষ্ঠিতব্য 2022 রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক জোটের প্রার্থী হিসাবে মুর্মুকে মনোনীত করেছিল ।


 

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যঃ-


দ্রৌপদী মুর্মু তথ্য
নাম দ্রৌপদী মুর্মু
বয়স ৬৪ বছর
পদ রাষ্ট্রপতি
পেশা রাজনীতি
স্বামীর নাম শ্যাম চরণ মুর্মু
পিতার নাম বিরঞ্চি নারায়ণ টুডু
রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (BJP)
জন্ম তারিখ ২০ই জুন ১৯৫৮
জন্ম স্থান ওড়িশার ময়ুরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রাম
শিক্ষা কলা স্নাতক (Arts graduate)
কলেজ রমা দেবী মহিলা কলেজ
জাতীয়তা ভারতীয়
সন্তান 3
জতি ST


দ্রৌপদী মুর্মু সম্পর্কে কিছু S.A.Q প্রশ্ন-উত্তরঃ-


১। দ্রৌপদী মুর্মু ঝাড়খন্ডের কে ছিলেন ?

উঃ- ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল

২। দ্রৌপদী মুর্মুর জন্মস্থান কোথায় ?

উঃ- ওড়িশা

৩। দ্রৌপদী মুর্মু কে ?

উঃ- ভারতের ১৫তম রাষ্ট্রপতি [ 2022 ]।

৪। দ্রৌপদী মুর্মুর স্বামীর নাম কি ?

উঃ- শ্যাম চরণ মুর্মু।

৫। দ্রৌপদী মুর্মু কোন পুরস্কার পেয়েছেন ?

উঃ- নীলকণ্ঠ পুরস্কার পেয়েছেন।

৬। দ্রৌপদী মুর্মুর মেয়ের নাম কি ?

উঃ- ইতিশ্রী মুর্মু।

৭। দ্রৌপদী মুর্মু ভারতের কত তম রাষ্ট্রপতি ?

উঃ- ভারতের ১৫ তম রাষ্ট্রপতি।

৮। কোন রাজনৈতিক দলের প্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্টাল ইলেক্শনে অংশগ্রহণ করেছিলেন ?

উঃ- ভারতীয় জনতা পার্টি (NDA) দলের প্রার্থী হিসাবে

৯। দ্রৌপদী মুর্মু কোন জাতির অন্তর্গত ?

উঃ- আদিবাসী জাতির অন্তর্গত।

১০। দ্রৌপদী মুর্মু কোন কলেজে পড়তেন ?

উঃ- রমা দেবী কলেজ ।

১১। রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু এর বিরোধী প্রার্থী কে ছিলেন ?

উঃ- যশবন্ত সিনহা ।

১২। দ্রৌপদী মুর্মু কবে সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন ?

উঃ- ১৯৯৭ সালে ।

১৩। তিনি প্রথম কোন পঞ্চায়েতের কাউন্সিলর নির্বাচিত হন ?

উঃ - রায়রঙ্গপুর নগর পঞ্চায়েতের ।

১৪। তিনি নীলকণ্ঠ পুরস্কারে ভূষিত হন কেন ?

উঃ- সেরা বিধায়ক হওয়ার জন্য ।

১৫। দ্রৌপদী মুর্মুর পিতার নাম কি ?

উঃ- বিরঞ্চি নারায়ণ টুডু ।


আজকের বিষয়টির PDF টি ডাউনলোড করতে নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করো - 

Download  Full  Pdf

Pdf  Name  : 15th President Droupadi Murmu.pdf

Pdf  Size : 0.5 MB

Total  Page  : 03



Sunday, May 29, 2022

May 29, 2022

Physical Science GK Part - 6 ।। ভৌত বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৬ ।। Free PDF Download

 Physical Science GK Part - 6

Physical Science GK Part - 6


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Physical Science GK Part - 6 ।। ভৌত বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব -  ।। Free PDF Download 

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো ভৌত বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে  তাই আমি তোমাদের সাথে ভৌত বিজ্ঞানের পদার্থের পরমাণুর গঠন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম 

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো 

 

Physical Science GK poromanur gothon




১৬) ইলেকট্রন কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন ?

উঃ- জে জে টমসন ১৮৯৭ খ্রিস্টাব্দে।

১৭) প্রোটন কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন ?

উঃ- বিজ্ঞানী রাদারফোর্ড ১৯১৯ খ্রিস্টাব্দে।

১৮) নিউট্রন কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন ?

উঃ- বিজ্ঞানী স্যাডউইক ১৯৩২ খ্রিস্টাব্দে।

১৯) ইলেকট্রন , প্রোটন ও নিউট্রন কণার মধ্যে সবথেকে ভারী কণা কোনটি ?

উঃ- নিউট্রন।

২০) ইলেকট্রন , প্রোটন ও নিউট্রন কণার মধ্যে সবথেকে হালকা কণা কোনটি ?

উঃ- ইলেকট্রন।

২১) একটি নিউট্রন কণার ভর একটি ইলেকট্রন কণার ভরের থেকে কত বেশি ?

উঃ- ১৮৩৯ গুন বেশি।

২২) প্রত্যেক পরমাণুর কয়টি অংশ ?

উঃ- দুইটি অংশ।

২৩) অংশ দুইটি কী কী ?

উঃ- নিউক্লিয়াস বা কেন্দ্রক এবং নিউক্লিয়াস-বহির্ভূত অংশ বা ইলেকট্রন মহল।

২৪) নিউক্লিয়ন গুলির মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে কী বলে ?

উঃ- নিউক্লিয় বল।

২৫) কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে কী বলে ?

উঃ- পারমাণবিক সংখ্যা।

২৬) কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যাকে একত্রে কী বলে ?

উঃ- ভরসংখ্যা।

২৭) কোন আইসোটোপের সাহায্যে পৃথিবীর বয়স, বিভিন্ন গাছ, পাথর ইত্যাদির বয়স নির্ণয় করা হয় ?

উঃ- কার্বন-14 আইসোটোপের সাহায্যে।

২৮) তড়িৎগ্রস্থ পরমাণুকে কী বলে ?

উঃ- আয়ন।

২৯) পরমাণুর মৌলিকত্ব কিসের উপর নির্ভর করে ?

উঃ- পারমাণবিক সংখ্যার উপর।

৩০) আইসোটোপ নেই এরকম একটি মৌলের উদাহরণ দাও ।

উঃ- সোডিয়াম।


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download  ক্লিক করুন - Download PDF Click Here 

 

ভৌত বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫ দেখুন