Latest

Showing posts with label Geography - ভূগোল. Show all posts
Showing posts with label Geography - ভূগোল. Show all posts

Tuesday, April 5, 2022

April 05, 2022

Geography Generel Knowladge Shila Part - 2 || ভূগোল জেনারেল নলেজ শিলা পর্ব - ২

 Geography Generel Knowladge Shila Part - 2

Geography Generel Knowladge Shila Part - 2


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি  Geography Generel Knowladge Shila Part - 1 || ভূগোল জেনারেল নলেজ শিলা পর্ব - ২ ।

আজকে শিলা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর দেখে নাও - 

১৬) একটি জৈব পাললিক শিলা কী ?

উঃ- কয়লা।

১৭) কোন শিলায় জীবাশ্ম দেখা যায় ?

উঃ- পাললিক শিলায়।

১৮) বাটনা বাটা শীল কোন পাথরের হয় ?

উঃ- বেলে পাথরের।

১৯) শিলা গঠনকারী প্রধান খনিজের সংখ্যা কয়টি ?

উঃ- ১০ টি।

২০) কোমলতম খনিজ কোনটি ?

উঃ- ট্যাল্ক।

২১) আম্লিক শিলায় সিলিকনের পরিমাণ কত ?

উঃ- ৬৫% ।

২২) গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ কোন আকৃতির হয় ?

উঃ- গোলাকার।

২৩) কোন শিলা পৃথিবীতে প্রথম সৃষ্টি হয় ?

উঃ- আগ্নেয় শিলা।

২৪) পাইরোক্লাস্টিক লাভা শিলার একটি উদাহরণ দাও।

উঃ- টাফ।

২৫) ছোটোনাগপুর মালভূমিতে কোন শিলা দেখা যায় ?

উঃ- গ্রানাইট শিলা।

২৬) ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত ভূমিরূপ কোন আকৃতির হয় ?

উঃ- চ্যাপ্টা আকৃতি।

২৭) মার্বেল কোন শিলার পরিবর্তিত রূপ ?

উঃ- চুনাপাথর।

২৮) ড্রেকানট্রাপ এবং রাজমহল পাহাড় কোন শিলা দ্বারা গঠিত ?

উঃ- ব্যাসল্ট শিলা।

২৯) সছিদ্রতা কোন শিলার বৈশিষ্ট্য ?

উঃ- পাললিক শিলার।

৩০) অ্যাম্ফিবোলাইট কোন শিলার পরিবর্তিত রূপ ?

উঃ- ব্যাসল্ট শিলার।


আজকের বিষয়ের PDF পেতে নীচের ডাউনলোডে ক্লিক করুন - Download PDF Click Here



Monday, April 4, 2022

April 04, 2022

Geography Generel Knowladge Shila Part-1 || ভূগোল জেনারেল নলেজ শিলা পর্ব - ১

 Geography Generel Knowladge Shila Part-1

Geography Generel Knowladge Shila Part-1


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি  Geography Generel Knowladge Shila Part-1 || ভূগোল জেনারেল নলেজ শিলা পর্ব - ১ ।

আজকে শিলা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর দেখে নাও - 

১) উৎপত্তি অনুসারে শিলা কয় প্রকার ?

উঃ- তিন প্রকার - আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা ও পাললিক শিলা।

২) শিলা নিয়ে অধ্যয়ন এবং গবেষণা সংক্রান্ত বিদ্যাকে কী বলে ?

উঃ- পেট্রোলজি (petrology)।

৩) ব্যাসল্ট কোন শিলার উদাহরণ ?

উঃ- আগ্নেয় শিলার।

৪) একটি রূপান্তরিত শিলার উদাহরণ কী ?

উঃ- মার্বেল।

৫) ভূত্বক প্রধানত কোন শিলা দ্বারা গঠিত ?

উঃ- আগ্নেয় শিলা।

৬) উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা কয় প্রকার ?

উঃ- দুই প্রকার - ১) নিঃসারী আগ্নেয় শিলা,

      ২) উদবেধী আগ্নেয় শিলা।

৭) কোন শিলায় স্তর দেখা যায় ?

উঃ- পাললিক শিলায়।

৮) কোন শিলা অপেক্ষাকৃত হালকা আগ্নেয় না পাললিক ?

উঃ- পাললিক শিলা।

৯) ভূ- ত্বকের উপরের হালকা স্তরকে কী বলে?

উঃ- সিয়াল ।

১০) সিয়াল কোন কোন উপাদান দ্বারা গঠিত?

উঃ- সিলিকন বা বালি ও অ্যালুমিনিয়াম(Al) ।

১১) সিমা কোন শিলা দ্বারা গঠিত ?

উঃ- ব্যাসল্ট শিলা।

১২) গুরুমণ্ডল ও ভূ- ত্বকের মাঝের অংশকে কী বলে ?

উঃ- মোহবিভাজন রেখা।

১৩) কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝের অংশকে কী বলে ?

উঃ- গুটেনবার্গ বিযুক্তিরেখা।

১৪) সিয়াল ও সিমা স্তরের মধ্যে কোন বিযুক্তি অবস্থিত ?

উঃ- কনরাড বিযুক্তি।

১৫) অগ্নুৎপাত আগ্নেয়োচ্ছ্বাস প্রভৃতি কোন স্তর থেকে সংগঠিত হয় ?

উঃ-অ্যাস্থেনোস্ফিয়ার।


আজকের বিষয়ের PDF পেতে নীচের ডাউনলোডে ক্লিক করুন - Download PDF Click Here


Sunday, April 3, 2022

April 03, 2022

Geography GK in Bengali PDF Part - 24।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২৪

 Geography GK in Bengali PDF Part - 24

Geography GK in Bengali PDF Part - 23


হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 24 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২৪ ।

বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -

দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -


371. কোন শহরকে “Tech City” বলা হয় ?

উত্তরঃ- পুণেকে ।

372. IT Sector- এর যে - কোনো দুটি কোম্পানির নাম লেখো ।

উত্তরঃ- টিসিএস ( TCS ) এবং ইনফোসিস ( Infosys ) ।

373. তথ্যপ্রুক্তি শিল্পের মূল উপকরণ কী ?

উত্তরঃ- মানুষের মেধা ।

374. TCS- এর পুরো অর্থ কী ?

উত্তরঃ- Tata Consultancy Services .

375. তথ্যপ্রযুক্তি শিল্পের দুটি ভাগ কী কী ?

উত্তরঃ- হার্ডওয়্যার সেক্টর ও সফ্টওয়্যার সেক্টার ।

376. দক্ষিণাঞ্চলের প্রধান বস্ত্রশিল্প কেন্দ্র কোনটি ?

উত্তরঃ- কোয়েম্বাটোর ।

377. পশ্চিমবঙ্গে অবস্থিত রেলইঞ্জিন নির্মাণ কারখানাটির নাম লেখো ।

উত্তরঃ- চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস্ ।

378. পশ্চিমবঙ্গের কোন কোম্পানি বেসরকারিভাবে মালগাড়ি  নির্মাণ করে ?

উত্তরঃ- টেক্সম্যাকো কোম্পানি ।

379. অশোক লেল্যান্ড কোম্পানি ভারতের কোথায় অবস্থিত ।

উত্তরঃ- তামিলনাড়ুর চেন্নাইতে ।

380. ভলভো বাস নির্মাণ কারখানাটি ভারতের কোথায় অবস্থিত ?

উত্তরঃ- কর্ণাটকের হোসকোর্টে ।

381.ভারতের একটি রেল ওয়াগান নির্মাণ কারখানার নাম লেখো ।

উত্তরঃ- বিহারের মজফ্ফরপুর ।

382. কোন্ শিল্পকে “উদীয়মান শিল্প” বলা হয় ?

উত্তরঃ- পেট্রোরসায়ন শিল্পকে ।

383. খনিজ তেল শোধনকালে প্রাপ্ত যে - কোনো ২ টি উপজাত দ্রব্যের নাম লেখো ।

উত্তরঃ- ন্যাপথা ও প্রপিলিন ইত্যাদি ।

384. কোন্ কোন্ শিল্পের সাথে অনুসারী শিল্প গড়ে উঠতে দেখা যায় ?

উত্তরঃ- পেট্রোরসায়ন ও মোটরগাড়ি নির্মাণ শিল্প ।

385. Census শব্দের উৎপত্তি হয় কোন্ শব্দ থেকে ?

উত্তরঃ- লাতিন শব্দ ‘Censre’

386. ভারতের বর্তমানে মোট জনসংখ্যা কত ?

উত্তরঃ- ১২১.০২ কোটি ।

387. ভারতের জনঘনত্ব কত ?

উত্তরঃ- প্রতি বর্গকিমিতে ৩৮২ জন ।

388. ভারতের কোন্ রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি ?

উত্তরঃ- বিহার ( ১১০২ জন / বর্গকিমি )

389. ভারতের কোন্ রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ( ২০০১–২০১১ ) ?

উত্তরঃ- নাগাল্যান্ড

390. ভারতের কোন্ দুটি রাজ্যে কন্যা শিশু মৃত্যুর হার খুব বেশি ?

উত্তরঃ- হরিয়ানা ও রাজস্থান রাজ্যে ।

391. ভারতের কোন্ রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি ?

উত্তরঃ- উত্তরপ্রদেশ রাজ্যে ( ১৯.৯৬ কোটি ) ।

392. সময়ের অগ্রগতির সাথে সাথে জন্মহার ও মৃত্যুহারে তারতম্যের জন্য জনসংখ্যার স্বাভাবিকভাবে বেড়ে যাওয়াকে কী বলে ?

উত্তরঃ- জনসংখ্যা বৃদ্ধি ।

393. ভারতের মানুষ - জমির অনুপাত কত ?

উত্তরঃ- প্রতি বর্গকিমিতে প্রায় ৪৩২ জন ।

394. এককথায় জনঘনত্ব বলতে কী বোঝ ?

উত্তরঃ- দেশের মোট জনসংখ্যার সঙ্গে মোট জমির অনুপাত ।

395. এককথায় মানুষ - জমি অনুপাত বলতে কী বোঝ ?

উত্তরঃ- দেশের মোট জনসংখ্যার সঙ্গে মোট কার্যকরী জমির অনুপাত ।


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।


ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২৩ দেখতে ক্লিক করুন ।



Saturday, April 2, 2022

April 02, 2022

Geography GK in Bengali PDF Part - 23।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২৩

 Geography GK in Bengali PDF Part - 23

Geography GK in Bengali PDF Part - 23


হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 23 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২৩ ।

বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -

দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -


346. ভারতে সাধারণত কোন্ দুই পদ্ধতিতে ধান চাষ হয় ?

উত্তরঃ- রোপণ পদ্ধতি ও বপন পদ্ধতি ।

347. ICAR- এর পুরো নাম কী ?

উত্তরঃ- Indian Council of Agricultural Research।

348. ভারতের কোন প্রকার চাল বিদেশে রপ্তানি করা হয় ?

উত্তরঃ- সুগন্ধি বাসমতী ও গোবিন্দভোগ চাল ।

349. ধানের পর ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কী ?

উত্তরঃ- গম ।

350. ভারতে প্রধানত কোন্ প্রকার গম চাষ হয় ?

উত্তরঃ- শীতকালীন গম চাষ ।

351. ভারতের শস্যভাণ্ডার কাকে বলা হয় ?

উত্তরঃ- করমণ্ডল উপকূল ( তামিলনাড়ু ) ।

352. ভারতের যে - কোনো ২ টি রাজ্যের নাম লেখো যেখানে জোয়ার চাষ করা হয় ।

উত্তরঃ- মহারাষ্ট্র / মধ্যপ্রদেশ / কর্ণাটক / অন্ধ্রপ্রদেশ ।

353. ভারতের যে - কোনো দুটি বাজরা উৎপাদক রাজ্যের নাম লেখো ।

উত্তরঃ- গুজরাট / রাজস্থান / মহারাষ্ট্র / উত্তরপ্রদেশ ।

354. ভারতের যে - কোনো দুটি রাগি উৎপাদক রাজ্যের নাম লেখো ।

উত্তরঃ- কর্ণাটক / অন্ধ্রপ্রদেশ / তামিলনাড়ু / বিহার ।

355. মৃত্তিকায় কোন প্রকার খনিজের উপস্থিতিতে চা পাতার সুগন্ধ বৃদ্ধি পায় ?

উত্তরঃ-  ফসফরাস ও পটাশ ।

356. পশ্চিমবঙ্গের কোন জেলার চা স্বাদে - গন্ধে পৃথিবীবিখ্যাত ?

উত্তরঃ- - দার্জিলিং ।

357. ভারতের চা গবেষণাগারটি কোথায় অবস্থিত ?

উত্তরঃ- আসামের জোরহাটে ।

358. ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম ?

উত্তরঃ-  কর্নাটক ।

359. ভারতের কোন্ অঞ্চলে অধিকাংশ কার্পাস উৎপন্ন হয় ?

উত্তরঃ-  দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চল ।

360. কোন প্রকার জলবায়ুতে আখ চাষ ভালো হয় ?

উত্তরঃ- আর্দ্র ক্রান্তীয় জলবায়ু ।

361. ভারতের কোন্ অঞ্চল হেক্টরপ্রতি কার্পাস উৎপাদনে ভারতে প্রথম ?

উত্তরঃ- সিন্ধু সমভূমির দক্ষিণ - পশ্চিম অংশ তথা পাঞ্জাব ও হরিয়ানা ।

362. পেশাগত দিক থেকে ভারত কী ধরনের দেশ ?

উত্তরঃ- কৃষিভিত্তিক দেশ ।

363. ভারতের কৃষিতে জলসেচের মূল কারণ কী ?

উত্তরঃ- অনিয়মিত মৌসুমি বৃষ্টিপাত ।

364. পাহাড়ি অঞ্চলে মাটি ক্ষয় রোধে ঢালু জমিতে ধাপ কেটে যে চাষ করা হয় তাকে কী বলে ?

উত্তরঃ- ধাপ চাষ ।

365 ভারতের কোন্ অঞ্চলে ঝুম চাষ দেখা যায় ?

উত্তরঃ- উত্তর - পূর্বাঞ্চলে ।

366. ভারতে সবুজ বিপ্লবের সময়কাল কী ?

উত্তরঃ- ১৯৬১–১৯৬৬ ( ষাটের দশকের শেষে ) ।

367. ভারতে সবুজ বিপ্লবের ফলে কোন্ ফসলের উৎপাদন বেড়ে গিয়েছিল ?

উত্তরঃ-  গম ।

368. IT Sector এর পুরো নাম কী ?

উত্তরঃ- Information Technology Sector .

369. B.P.O কথাটির পুরো অর্থ কী ?

উত্তরঃ- Business Process Outsourcing .

370. কোন শহরকে ভারতের সর্বপ্রথম Microsoft উন্নয়ন কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ?

উত্তরঃ- হায়দরাবাদ ।


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।


ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২২ দেখতে ক্লিক করুন ।



Friday, April 1, 2022

April 01, 2022

Geography GK in Bengali PDF Part - 22।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২২

 Geography GK in Bengali PDF Part - 22

Geography GK in Bengali PDF Part - 22


হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 22 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২২ ।

বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -

দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -


323. কোনো নির্দিষ্ট জমিতে ধারাবাহিকভাবে বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষকে কী বলে ?

উত্তরঃ- শস্যাবর্তন ।

324. কৃষি থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জাতীয় আয় কত হয় ।

উত্তরঃ- ১৬.৬ % ।

325. যেসকল ফসল থেকে চিনি, গুড়, মিছরি বা সুরাসায় উৎপন্ন হয়, তাকে কী ধরনের ফসল বলে ।

উত্তরঃ- শর্করা জাতীয় ফসল ।

326. কোন্ ধানের অপর নাম ভাদুই ।

উত্তরঃ- আউশ ধান ।

327. পৃথিবীতে কোন প্রকার গমের চাষ সবচেয়ে বেশি ?

উত্তরঃ- শীতকালীন গম ।

328. কোন্ ধানের অপর নাম যেটে থান ?

উত্তরঃ- বোরো ধান ।

329. হেক্টরপ্রতি চা উৎপাদনে কোন্ রাজ্য প্রথম ?

উত্তরঃ- তামিলনাড়ু রাজ্য ।

330. ভারত কোন্ কোন্ দেশে তুলা রপ্তানি করে ।

উত্তরঃ- শ্রীলঙ্কা , বাংলাদেশ , জাপান , জার্মানি ইত্যাদি ।

331. পশ্চিমবঙ্গের কোথায় খানের গবেষণা কেন্দ্র আছে ?

উত্তরঃ-  চুঁচুড়াতে ।

332. ভারতীয় টি বোর্ড কোথায় অবস্থিত ?

উত্তরঃ- কলকাতা ।

333. “সোনালি তন্তু” কাকে বলা হয় ?

উত্তরঃ- পাট ।

334. ভারতে উৎপন্ন দুটি তন্তু ফসলের নাম লেখো ।

উত্তরঃ- কার্পাস বা তুলো এবং পাট ।

335. ভারত কোন্ কোন্ দেশে কফি রপ্তানি করে ।

উত্তরঃ- পোল্যান্ড, ব্লুমানিয়া, জার্মানি, ফ্রান্স, আমেরিকা যুক্তরাষ্ট্র ইত্যাদি দেশে ।

336. ভারত কোন্ কোন্ দেশে চা রপ্তানি করে ?

উত্তরঃ- রাশিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, পাকিস্তান, আমেরিকা যুক্তরাষ্ট্র ইত্যাদি ।

337. কোন্ রাজাকে “দক্ষিণের ধানের ভাণ্ডার” বলে ?

উত্তরঃ- তামিলনাড়ু ।

338. ভারতের কোন্ বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি করা হয় ?

উত্তরঃ- কলকাতা ।

339. ভারতের কোন্ অঞ্চলে সর্বাধিক গম উৎপন্ন হয় ।

উত্তরঃ- উত্তর - পশ্চিমে ।

340. ভারতের প্রধান দুটি অর্থকরী পানীয় ফসলের নাম লেখো ।

উত্তরঃ- চা , কফি ।

341. খরিফ শস্যের অর্থ কী ?

উত্তরঃ- বর্ষাকালীন ফসল ।

342. রবি শস্যের অর্থ কী ?

উত্তরঃ- শীতকালীন ফসল ।

343. দুটি খরিফ শস্যের উদাহরণ দাও ।

উত্তরঃ- ধান / পাট / তুলো / জোয়ার / বাজরা ।

344. দুটি রবি শস্যের উদাহরণ দাও ।

উত্তরঃ- গম / যব / আলু ।

345. দুটি জায়িদ শস্যের নাম লেখো ।

উত্তরঃ- আউশ ধান / পাট / বাদাম / শাক ।


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here 


ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২১ দেখতে ক্লিক করুন ।