Histrory General Knowladge Part - 33
Histrory General Knowladge |
বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –
৭১৬। কে গজনি রাজ্যের পত্তন করেন ?
উঃ- আলপ্তিগিন।
৭১৭। আলপ্তিগিন কবে গজনি
রাজ্যের পত্তন করেন ?
উঃ- ৯৬২ খ্রিস্টাব্দে।
৭১৮। সুলতান মামুদ কবে
গজনির সিংহাসনে বসেন ?
উঃ- ৯৯৮ খ্রিস্টাব্দে।
৭১৯। সুলতান মামুদ কতবার
ভারত আক্রমণ করেন ?
উঃ- 17 বার।
৭২০। সুলতান মামুদ প্রথম
কবে ভারত আক্রমণ করেন ?
উঃ- ১০০০ খ্রিস্টাব্দে।
৭২১। অলহাজ্জাজ কোথাকার
শাসক ছিলেন ?
উঃ- ইরাকের শাসক।
৭২২। ভারতের দ্বিতীয়
তুর্কি অভিযানের নায়ক কে ?
উঃ- মোহম্মদ ঘোরি।
৭২৩। আলবেরুনি কে ?
উঃ- আরবি পর্যটক।
৭২৪। আলবিরুনী কার সঙ্গে
ভারতে আসেন ?
উঃ- সুলতান মামুদের সাথে।
৭২৫। ঘোরি বংশের শ্রেষ্ঠ
সুলতান কে ?
উঃ- শাহবুদ্দিন মোহম্মদ।
৭২৬। শাহবুদ্দিন মোহম্মদ
কি নামে বেশি পরিচিত ?
উঃ- মোহম্মদ ঘোরি নামে।
৭২৭। মোহম্মদ ঘোরি কত
খ্রিস্টাব্দে গজনির সিংহাসনে আরোহন করেন ?
উঃ- ১১৭৩ খ্রিস্টাব্দে।
৭২৮। তরাইনের প্রথম যুদ্ধ
কবে হয় ?
উঃ- ১১৯১ খ্রিস্টাব্দে।
৭২৯। তরাইনের প্রথম যুদ্ধে
কে পরাজিত হন ?
উঃ- মোহম্মদ ঘোরি।
৭৩০। তরাইনের প্রথম যুদ্ধে
কে জয়লাভ করেন ?
উঃ- তৃতীয় পৃথ্বীরাজ।
৭৩১। তৃতীয় পৃথ্বীরাজ
কোন বংশের রাজা ছিলেন ?
উঃ- চৌহান বংশের।
৭৩২। চৌহান বংশ কোথায়
অবস্থিত ছিল ?
উঃ- আজমিরে।
৭৩৩। তরাইনের দ্বিতীয়
যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ?
উঃ- ১১৯২ খ্রিস্টাব্দে।
৭৩৪। তরাইনের দ্বিতীয়
যুদ্ধে কে জয়লাভ করেন ?
উঃ- মোহম্মদ ঘোরি।
৭৩৫। তরাইনের দ্বিতীয়
যুদ্ধে কে নিহত হন ?
উঃ- তৃতীয় পৃথ্বীরাজ
চৌহান।
৭৩৬। তরাইনের যুদ্ধের
সময় কনৌজের রাজা কে ছিলেন ?
উঃ- জয়চাঁদ।
৭৩৭। তবাকাৎ-ই-নাসিরি
কে রচনা করেন ?
উঃ- মিনহাজ।
৭৩৮। তবাকাৎ-ই-নাসিরি'র
উনিশ কুড়ি অধ্যায়ে কি লিপিবদ্ধ আছে ?
উঃ- ঘোরির অভিযানের বিবরণ
।
৭৩৯। 'তাজ-উল-মাসির'
গ্রন্থ কে রচনা করেন ?
উঃ- হাসান নিজামি।
৭৪০। ভারতে মুসলিম সাম্রাজ্যের
প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?
উঃ- মোহম্মদ ঘোরি।
৭৪১। 'তহকক-ই-হিন্দ'
কার রচনা ?
উঃ- আলবেরুনি-র।
৭৪২। 'তারিখ-ই-সিন্ধ'
গ্রন্থটি কার রচনা ?
উঃ- মির মোহম্মদ মাসুমের।
আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।
To Know More About Indian History Click Here