Latest

Tuesday, December 3, 2024

RRB GENERAL AWARENESS BIOLOGY PART 3 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ৩ ।। Free PDF Download

 RRB GENERAL AWARENESS BIOLOGY PART 3 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ৩ ।। Free PDF Download


RRB GENERAL AWARENESS BIOLOGY PART 3 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ৩ ।। Free PDF Download


RRB GENERAL AWARENESS BIOLOGY PART 3

বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি,RRB GENERAL AWARENESS BIOLOGY PART 3 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ৩ ।। Free PDF Download.

তোমরা অনেকেই রেলের বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিলাপ করেছ, তাই আমরা তোমাদের সুবিধার্থে জীববিদ্যা কলা ও কোষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ তোমাদের সাথে শেয়ার করব  যাতে তোমাদের পরীক্ষায় কাজে লাগে। 

তাই দেরি না করে দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলি এবং অবশ্যই PDF ডাউনলোড করে নিজের কাছে রেখে দাও ও বন্ধুদের শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমাদের আমরা আরও কীভাবে সাহায্য করতে পারি ।

জীববিদ্যা কলা ও কোষ
RRB GENERAL AWARENESS BIOLOGY PART 3

৫১) নিউক্লিয়াস ছাড়া উদ্ভিদকোষের সবচেয়ে বড়ো অঙ্গাণু কোনটি ?

উ:- প্লাস্টিড

৫২) নিউক্লিয়াস ছাড়া প্রাণীকোষের সবচেয়ে বড়ো অঙ্গাণুটির নাম কী ?

উ:- মাইটোকনড্রিয়া।

৫৩) অর্ধস্বতন্ত্র অঙ্গাণু' (Semi-autonomous organelle) কাকে বলে ?

উ:- মাইটোকনড্রিয়া ও প্লাস্টিডের নিজস্ব DNA (অঙ্গাণু DNA বলে) ও রাইবোজোম (70S প্রকৃতির) থাকার জন্য এরা নিজস্ব প্রোটিন উৎপন্ন করতে সক্ষম। তাই এদের 'অর্ধস্বতন্ত্র অঙ্গাণু' (Semi-autonomous organelle) বলে।

৫৪) 'Apoptosis' কাকে বলে ?

উ:- সাধারণ কোষ ক্ষতিগ্রস্ত হলে নিজে থেকেই নষ্ট হয়ে যায়, এই ঘটনাকে 'Apoptosis' বলে।

৫৫)  'Necrosis' কাকে বলে ?

উ:- কোষ যখন কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মারা যায়, তখন সেই ঘটনাকে 'Necrosis' বলে।

৫৬) কোষের রসায়নগার কাকে বলা হয় ?

উ:- সাইটোপ্লাজমকে কোশের রসায়নগার বলা হয়।

৫৭) ছত্রাকের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি ?

উ:- কাইটিন।

৫৮) ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দিয়ে তৈরি ?

উ:- পেপটাইডোগ্লাইকান।

৫৯) আমাদের ত্বকের উপরিভাগ থেকে প্রতি মিনিটে কত মৃতকোষ ঝরে পড়ে ?

উ:- প্রায় 10 লক্ষ পর্যন্ত মৃতকোষ ঝরে পড়ে।

৬০) আধুনিক কোষবাদ' কী ?

উ:- শ্লেইডেন ও সোয়ান প্রবর্তিত কোষবাদে কিছু সীমাবদ্ধতা থাকার জন্য পরবর্তীকালে বিজ্ঞানী রুডলফ্ ভারচু (Rudolf Virchow, 1858) কোষবাদে কিছু নতুন তথ্য যোগ করে প্রকাশ করেন যাকে 'আধুনিক কোষবাদ' বলা হয়।

তিনি তাঁর লেখা গ্রন্থ 'Cellular Pathology'-তে প্রকাশ করেন 'Ominis Cellula-cellula', অর্থাৎ, প্রতিটি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে উৎপত্তিলাভ করে।

৬১) কোষের গড় আয়তন কত ?

উ:- 3 থেকে 30 মাইক্রন।

৬২) মানব দেহে কত প্রকারের কোষ দেখা যায় ?

উ:- প্রায় 260 রকমের ।

৬৩) মাইটোকনড্রিয়াবিহীন দুটি কোষের নাম কী?

উ:- মাইটোকনড্রিয়াবিহীন দুটি কোষ হল - স্তন্যপায়ী প্রাণীদের পরিণত লোহিত রক্তকণিকা ও প্রোক্যারিওটিক কোষ।

৬৪) পরিবর্তনশীল আকারবিশিষ্ট দুটি প্রাণীকোশের নাম কী ?

উ:- পরিবর্তনশীল আকারবিশিষ্ট দুটি প্রাণীকোশের নাম হল - অ্যামিবা ও মানবদেহের শ্বেত রক্তকণিকা।

৬৫) ট্রোফোপ্লাজম (Trophoplasm) কাকে বলে ?

উ:- হায়ালোপ্লাজমে ভাসমান সজীব বস্তুর উপাদান ও নির্জীব বস্তর উপাদানকে একত্রে ট্রোফোপ্লাজম (Trophoplasm) বলে।

৬৬) আত্মঘাতী থলি' (Suicidal Bag) কাকে বলে ?

উ:- লাইসোজোমকে। লাইসোজোমের মধ্যে আদ্রবিশ্লেষক উৎসেচক থাকে। কোনো বিশেষ পরিস্থিতিতে লাইসোজোম নিজ কোষকেই পাচিত করে এবং ধ্বংস করে দেয়। একারণে, লাইসোজোমকে 'আত্মঘাতী থলি' (Suicidal Bag) বলে।

৬৭) কোষবাদের জনক' (Father of Cell Theory) কাকে বলা হয় ?

উ:- বিজ্ঞানী শ্লেইডেন এবং সোয়ানকে কোষবাদের জনক' (Father of Cell Theory) কাকে বলা হয় ।

৬৮) সবচেয়ে বড়ো আকারের সেন্ট্রিওল দেখা যায় কোথায় ?

উ:- স্পার্মাটোসাইটে।

 

৬৯) আমাদের শরীরের উপরিভাগের কোশগুলির জীবনকাল কত দিন ?

উ:- প্রায় চার সপ্তাহ।

৭০) আমাদের শরীরের গালের ভিতরের কোষের স্থায়িত্ব কত ?

উ:- গালের ভিতরের কোষের স্থায়িত্ব মাত্র 10 ঘণ্টা।

৭১) প্রোক্যারিওটিক কোষগুলির আয়তন কত হয় ?

উ:- প্রোক্যারিওটিক কোশগুলি আকারে অতি ক্ষুদ্র হয়। যেমন, মাইকোপ্লাজমা  0.10.25 µm ব্যাসযুক্ত ।

৭২) ইউক্যারিওটিক কোষগুলির আয়তন কত হয় ?

উ:- ইউক্যারিওটিক কোষগুলি প্রোক্যারিওটিকের তুলনায় বড়ো হয় । কোষগুলির আয়তন প্রায় 5-100 µm হয়।

৭৩) জাইলেম ভেসেলকে জলরোধী করে তোলে কে ?

উ:- লিগনিন।

৭৪) 'এন্ডোপ্লাজমিক জালিকা' কী ?

উ:- মাইটোকনড্রিয়া ও প্লাস্টিডের নিজস্ব DNA (অঙ্গাণু DNA বলে) ও রাইবোজোম (70S প্রকৃতির) থাকার জন্য এরা নিজস্ব প্রোটিন উৎপন্ন করতে সক্ষম। তাই এদের 'অর্ধস্বতন্ত্র অঙ্গাণু' (Semi-autonomous organelle) বলে। বিজ্ঞানী পোর্টার (Porter, 1953) ও কলম্যান (Kallman) এই জালিকাকার কোশীয় অঙ্গাণুর নামকরণ করেন 'এন্ডোপ্লাজমিক জালিকা'

৭৫) মানুষের কোন কোষের জীবনকাল সব থেকে বেশি ?

উ:- স্মৃতি কোষের (Memory cell)

rrb group d general knowlwdge

আজকের PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।

আমাদের সাথে থাকতে এখানে ক্লিক করুন 

RRB GENERAL AWARENESS BIOLOGY PART 2 ।