Latest

Tuesday, April 5, 2022

Life Science GK Bengali PDF Part - 54 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫৪

 Life Science GK Bengali PDF Part - 54

Life Science GK Bengali PDF Part - 54


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 54 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫৪ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের পরিবেশের সংরক্ষণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।

Life Science GK Bengali songrokkhon



১) পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা কী ?

উঃ- প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্যই পরিবেশ সংরক্ষণের প্রয়োজন আছে ।

২) সংরক্ষণের দুটি উদাহরণ দাও ।

উঃ- বাঘ সংরক্ষণ এবং বনভূমি সংরক্ষণ ।

৩) পশ্চিমবঙ্গের কোথায় বাঘ সংরক্ষণ করা হয় ?

উঃ- সুন্দরবনে ।

৪) পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের উদাহরণ দাও ।

উঃ- জলদাপাড়া অভয়ারণ্য ।

৫) ভারতের দুটি বিলুপ্ত প্রাণীর নাম করো ।

উঃ- পাহাড়ি বটের ও গোলাপি মাথা হাঁস ।

৬) ভারতের দুটি লুপ্তপ্রায় প্রাণীর উদাহরণ দাও ।

উঃ- একশৃঙ্গ গণ্ডার এবং গোসাপ ।

৭) পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গণ্ডার সংরক্ষণ করা হয় ?

উঃ- জলদাপাড়া অভয়ারণ্যে ।

৮) পশ্চিমবঙ্গের দুটো সংরক্ষিত বনের নাম লেখো ।

উঃ- সজনেখালি এবং চাপড়ামারি ।

৯) ভারতের দুটো জাতীয় বনভূমির নাম লেখো ।

উঃ- উত্তরপ্রদেশের করবেট ন্যাশানাল পার্ক , ঝাড়খণ্ডের হাজারিবাগ জাতীয় পার্ক ।

১০) ভারতের দুটি লুপ্তপ্রায় উদ্ভিদের নাম করো ।

উঃ- কলসপত্রী এবং সর্পগন্ধা ।

১১) যে অরণ্যে বন্য প্রাণীরা নির্ভয়ে বসবাস ও বংশবৃদ্ধি করতে পারে তাকে কী বলে ?

উঃ- অভয়ারণ্য ।

১২) পশ্চিমবঙ্গের দুটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের নাম করো ।

উঃ- সুন্দরবন ও জলপাইগুড়ি জেলার বক্সা অভয়ারণ্য ।

১৩) ভারতে মোট কতগুলি ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে ?

উঃ- নয়টি ।

১৪) বন্যজীবন ( Wildlife ) বলতে কী বোঝ ?

উঃ- গৃহপালিত নয় এমন সব মেরুদণ্ডী প্রাণী এবং অনাবাদী উদ্ভিদকূলকে বন্যজীবন বা ওয়াইল্ড লাইফ বলে ।

১৫) WPA- এর পুরো নাম কী ?

উঃ- Wildlife Protection Act ।

Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here 


জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫৩ দেখুন ।