Latest

Tuesday, April 5, 2022

Geography Generel Knowladge Shila Part - 2 || ভূগোল জেনারেল নলেজ শিলা পর্ব - ২

 Geography Generel Knowladge Shila Part - 2

Geography Generel Knowladge Shila Part - 2


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি  Geography Generel Knowladge Shila Part - 1 || ভূগোল জেনারেল নলেজ শিলা পর্ব - ২ ।

আজকে শিলা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর দেখে নাও - 

১৬) একটি জৈব পাললিক শিলা কী ?

উঃ- কয়লা।

১৭) কোন শিলায় জীবাশ্ম দেখা যায় ?

উঃ- পাললিক শিলায়।

১৮) বাটনা বাটা শীল কোন পাথরের হয় ?

উঃ- বেলে পাথরের।

১৯) শিলা গঠনকারী প্রধান খনিজের সংখ্যা কয়টি ?

উঃ- ১০ টি।

২০) কোমলতম খনিজ কোনটি ?

উঃ- ট্যাল্ক।

২১) আম্লিক শিলায় সিলিকনের পরিমাণ কত ?

উঃ- ৬৫% ।

২২) গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ কোন আকৃতির হয় ?

উঃ- গোলাকার।

২৩) কোন শিলা পৃথিবীতে প্রথম সৃষ্টি হয় ?

উঃ- আগ্নেয় শিলা।

২৪) পাইরোক্লাস্টিক লাভা শিলার একটি উদাহরণ দাও।

উঃ- টাফ।

২৫) ছোটোনাগপুর মালভূমিতে কোন শিলা দেখা যায় ?

উঃ- গ্রানাইট শিলা।

২৬) ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত ভূমিরূপ কোন আকৃতির হয় ?

উঃ- চ্যাপ্টা আকৃতি।

২৭) মার্বেল কোন শিলার পরিবর্তিত রূপ ?

উঃ- চুনাপাথর।

২৮) ড্রেকানট্রাপ এবং রাজমহল পাহাড় কোন শিলা দ্বারা গঠিত ?

উঃ- ব্যাসল্ট শিলা।

২৯) সছিদ্রতা কোন শিলার বৈশিষ্ট্য ?

উঃ- পাললিক শিলার।

৩০) অ্যাম্ফিবোলাইট কোন শিলার পরিবর্তিত রূপ ?

উঃ- ব্যাসল্ট শিলার।


আজকের বিষয়ের PDF পেতে নীচের ডাউনলোডে ক্লিক করুন - Download PDF Click Here