Geography GK in Bengali PDF Part - 22
হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 22 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২২ ।
বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -
দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -
বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -
323. কোনো নির্দিষ্ট জমিতে ধারাবাহিকভাবে বিভিন্ন শস্যের
পর্যায়ক্রমিক চাষকে কী বলে ?
উত্তরঃ- শস্যাবর্তন ।
324. কৃষি থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জাতীয় আয় কত
হয় ।
উত্তরঃ- ১৬.৬ % ।
325. যেসকল ফসল থেকে চিনি, গুড়, মিছরি বা সুরাসায়
উৎপন্ন হয়, তাকে কী ধরনের ফসল বলে ।
উত্তরঃ- শর্করা জাতীয় ফসল ।
326. কোন্ ধানের অপর নাম ভাদুই ।
উত্তরঃ- আউশ ধান ।
327. পৃথিবীতে কোন প্রকার গমের চাষ সবচেয়ে বেশি ?
উত্তরঃ- শীতকালীন গম ।
328. কোন্ ধানের অপর নাম যেটে থান ?
উত্তরঃ- বোরো ধান ।
329. হেক্টরপ্রতি চা উৎপাদনে কোন্ রাজ্য প্রথম ?
উত্তরঃ- তামিলনাড়ু রাজ্য ।
330. ভারত কোন্ কোন্ দেশে তুলা রপ্তানি করে ।
উত্তরঃ- শ্রীলঙ্কা , বাংলাদেশ , জাপান , জার্মানি ইত্যাদি
।
331. পশ্চিমবঙ্গের কোথায় খানের গবেষণা কেন্দ্র আছে
?
উত্তরঃ- চুঁচুড়াতে
।
332. ভারতীয় টি বোর্ড কোথায় অবস্থিত
?
উত্তরঃ- কলকাতা ।
333. “সোনালি তন্তু” কাকে বলা হয় ?
উত্তরঃ- পাট ।
334. ভারতে উৎপন্ন দুটি তন্তু ফসলের নাম লেখো ।
উত্তরঃ- কার্পাস বা তুলো এবং পাট ।
335. ভারত কোন্ কোন্ দেশে কফি রপ্তানি করে ।
উত্তরঃ- পোল্যান্ড, ব্লুমানিয়া, জার্মানি, ফ্রান্স,
আমেরিকা যুক্তরাষ্ট্র ইত্যাদি দেশে ।
336. ভারত কোন্ কোন্ দেশে চা রপ্তানি করে ?
উত্তরঃ- রাশিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, পাকিস্তান,
আমেরিকা যুক্তরাষ্ট্র ইত্যাদি ।
337. কোন্ রাজাকে “দক্ষিণের ধানের ভাণ্ডার” বলে ?
উত্তরঃ- তামিলনাড়ু ।
338. ভারতের কোন্ বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি
করা হয় ?
উত্তরঃ- কলকাতা ।
339. ভারতের কোন্ অঞ্চলে সর্বাধিক গম উৎপন্ন হয় ।
উত্তরঃ- উত্তর - পশ্চিমে ।
340. ভারতের প্রধান দুটি অর্থকরী পানীয় ফসলের নাম লেখো
।
উত্তরঃ- চা , কফি ।
341. খরিফ শস্যের অর্থ কী ?
উত্তরঃ- বর্ষাকালীন ফসল ।
342. রবি শস্যের অর্থ কী ?
উত্তরঃ- শীতকালীন ফসল ।
343. দুটি খরিফ শস্যের উদাহরণ দাও ।
উত্তরঃ- ধান / পাট / তুলো / জোয়ার / বাজরা ।
344. দুটি রবি শস্যের উদাহরণ দাও ।
উত্তরঃ- গম / যব / আলু ।
345. দুটি জায়িদ শস্যের নাম লেখো ।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।
ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২১ দেখতে ক্লিক করুন ।