Geography GK in Bengali PDF Part - 23
হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 23 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২৩ ।
বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -
দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -
বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -
346. ভারতে সাধারণত কোন্ দুই পদ্ধতিতে ধান চাষ হয়
?
উত্তরঃ- রোপণ পদ্ধতি ও বপন পদ্ধতি ।
347. ICAR- এর পুরো নাম কী ?
উত্তরঃ- Indian Council of Agricultural Research।
348. ভারতের কোন প্রকার চাল বিদেশে রপ্তানি করা হয়
?
উত্তরঃ- সুগন্ধি বাসমতী ও গোবিন্দভোগ চাল ।
349. ধানের পর ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কী
?
উত্তরঃ- গম ।
350. ভারতে প্রধানত কোন্ প্রকার গম চাষ হয় ?
উত্তরঃ- শীতকালীন গম চাষ ।
351. ভারতের শস্যভাণ্ডার কাকে বলা হয় ?
উত্তরঃ- করমণ্ডল উপকূল ( তামিলনাড়ু ) ।
352. ভারতের যে - কোনো ২ টি রাজ্যের নাম লেখো যেখানে
জোয়ার চাষ করা হয় ।
উত্তরঃ- মহারাষ্ট্র / মধ্যপ্রদেশ / কর্ণাটক / অন্ধ্রপ্রদেশ
।
353. ভারতের যে - কোনো দুটি বাজরা উৎপাদক রাজ্যের নাম
লেখো ।
উত্তরঃ- গুজরাট / রাজস্থান / মহারাষ্ট্র / উত্তরপ্রদেশ
।
354. ভারতের যে - কোনো দুটি রাগি উৎপাদক রাজ্যের নাম
লেখো ।
উত্তরঃ- কর্ণাটক / অন্ধ্রপ্রদেশ / তামিলনাড়ু / বিহার
।
355. মৃত্তিকায় কোন প্রকার খনিজের উপস্থিতিতে চা পাতার
সুগন্ধ বৃদ্ধি পায় ?
উত্তরঃ- ফসফরাস
ও পটাশ ।
356. পশ্চিমবঙ্গের কোন জেলার চা স্বাদে - গন্ধে পৃথিবীবিখ্যাত
?
উত্তরঃ- - দার্জিলিং ।
357. ভারতের চা গবেষণাগারটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ- আসামের জোরহাটে ।
358. ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম ?
উত্তরঃ- কর্নাটক ।
359. ভারতের কোন্ অঞ্চলে অধিকাংশ কার্পাস উৎপন্ন হয়
?
উত্তরঃ- দাক্ষিণাত্যের
কৃষ্ণমৃত্তিকা অঞ্চল ।
360. কোন প্রকার জলবায়ুতে আখ চাষ ভালো হয় ?
উত্তরঃ- আর্দ্র ক্রান্তীয় জলবায়ু ।
361. ভারতের কোন্ অঞ্চল হেক্টরপ্রতি কার্পাস উৎপাদনে
ভারতে প্রথম ?
উত্তরঃ- সিন্ধু সমভূমির দক্ষিণ - পশ্চিম অংশ তথা পাঞ্জাব
ও হরিয়ানা ।
362. পেশাগত দিক থেকে ভারত কী ধরনের দেশ ?
উত্তরঃ- কৃষিভিত্তিক দেশ ।
363. ভারতের কৃষিতে জলসেচের মূল কারণ কী ?
উত্তরঃ- অনিয়মিত মৌসুমি বৃষ্টিপাত ।
364. পাহাড়ি অঞ্চলে মাটি ক্ষয় রোধে ঢালু জমিতে ধাপ
কেটে যে চাষ করা হয় তাকে কী বলে ?
উত্তরঃ- ধাপ চাষ ।
365 ভারতের কোন্ অঞ্চলে ঝুম চাষ দেখা যায় ?
উত্তরঃ- উত্তর - পূর্বাঞ্চলে ।
366. ভারতে সবুজ বিপ্লবের সময়কাল কী ?
উত্তরঃ- ১৯৬১–১৯৬৬ ( ষাটের
দশকের শেষে ) ।
367. ভারতে সবুজ বিপ্লবের ফলে কোন্ ফসলের উৎপাদন বেড়ে
গিয়েছিল ?
উত্তরঃ- গম
।
368. IT Sector এর পুরো নাম কী ?
উত্তরঃ- Information Technology Sector .
369. B.P.O কথাটির পুরো অর্থ কী ?
উত্তরঃ- Business Process Outsourcing .
370. কোন শহরকে ভারতের সর্বপ্রথম Microsoft উন্নয়ন
কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ?
উত্তরঃ- হায়দরাবাদ ।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।
ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২২ দেখতে ক্লিক করুন ।