Geography GK in Bengali PDF Part - 24
হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 24 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২৪ ।
বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -
দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -
বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -
371. কোন শহরকে “Tech City” বলা হয় ?
উত্তরঃ- পুণেকে ।
372. IT Sector- এর যে - কোনো দুটি কোম্পানির নাম লেখো
।
উত্তরঃ- টিসিএস ( TCS ) এবং ইনফোসিস ( Infosys ) ।
373. তথ্যপ্রুক্তি শিল্পের মূল উপকরণ কী ?
উত্তরঃ- মানুষের মেধা ।
374. TCS- এর পুরো অর্থ কী ?
উত্তরঃ- Tata Consultancy Services .
375. তথ্যপ্রযুক্তি শিল্পের দুটি ভাগ কী কী ?
উত্তরঃ- হার্ডওয়্যার সেক্টর ও সফ্টওয়্যার সেক্টার
।
376. দক্ষিণাঞ্চলের প্রধান বস্ত্রশিল্প কেন্দ্র কোনটি
?
উত্তরঃ- কোয়েম্বাটোর ।
377. পশ্চিমবঙ্গে অবস্থিত রেলইঞ্জিন নির্মাণ কারখানাটির
নাম লেখো ।
উত্তরঃ- চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস্ ।
378. পশ্চিমবঙ্গের কোন কোম্পানি বেসরকারিভাবে মালগাড়ি নির্মাণ করে ?
উত্তরঃ- টেক্সম্যাকো কোম্পানি ।
379. অশোক লেল্যান্ড কোম্পানি ভারতের কোথায় অবস্থিত
।
উত্তরঃ- তামিলনাড়ুর চেন্নাইতে ।
380. ভলভো বাস নির্মাণ কারখানাটি ভারতের কোথায় অবস্থিত
?
উত্তরঃ- কর্ণাটকের হোসকোর্টে ।
381.ভারতের একটি রেল ওয়াগান নির্মাণ কারখানার নাম লেখো
।
উত্তরঃ- বিহারের মজফ্ফরপুর ।
382. কোন্ শিল্পকে “উদীয়মান শিল্প” বলা হয় ?
উত্তরঃ- পেট্রোরসায়ন শিল্পকে ।
383. খনিজ তেল শোধনকালে প্রাপ্ত যে - কোনো ২ টি উপজাত দ্রব্যের নাম লেখো ।
উত্তরঃ- ন্যাপথা ও প্রপিলিন ইত্যাদি ।
384. কোন্ কোন্ শিল্পের সাথে অনুসারী শিল্প গড়ে উঠতে
দেখা যায় ?
উত্তরঃ- পেট্রোরসায়ন ও মোটরগাড়ি নির্মাণ শিল্প ।
385. Census শব্দের উৎপত্তি হয় কোন্ শব্দ থেকে ?
উত্তরঃ- লাতিন শব্দ ‘Censre’
386. ভারতের বর্তমানে মোট জনসংখ্যা কত ?
উত্তরঃ- ১২১.০২ কোটি ।
387. ভারতের জনঘনত্ব কত ?
উত্তরঃ- প্রতি বর্গকিমিতে ৩৮২ জন ।
388. ভারতের কোন্ রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি ?
উত্তরঃ- বিহার ( ১১০২ জন / বর্গকিমি )
389. ভারতের কোন্ রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক
( ২০০১–২০১১ ) ?
উত্তরঃ- নাগাল্যান্ড
390. ভারতের কোন্ দুটি রাজ্যে কন্যা শিশু মৃত্যুর হার
খুব বেশি ?
উত্তরঃ- হরিয়ানা ও রাজস্থান রাজ্যে ।
391. ভারতের কোন্ রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি ?
উত্তরঃ- উত্তরপ্রদেশ রাজ্যে ( ১৯.৯৬ কোটি ) ।
392. সময়ের অগ্রগতির সাথে সাথে জন্মহার ও মৃত্যুহারে
তারতম্যের জন্য জনসংখ্যার স্বাভাবিকভাবে বেড়ে যাওয়াকে কী বলে ?
উত্তরঃ- জনসংখ্যা বৃদ্ধি ।
393. ভারতের মানুষ - জমির অনুপাত কত ?
উত্তরঃ- প্রতি বর্গকিমিতে প্রায় ৪৩২ জন ।
394. এককথায় জনঘনত্ব বলতে কী বোঝ ?
উত্তরঃ- দেশের মোট জনসংখ্যার সঙ্গে মোট জমির অনুপাত
।
395. এককথায় মানুষ - জমি অনুপাত বলতে কী বোঝ ?
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।
ভূগোল জেনারেল নলেজ পর্ব - ২৩ দেখতে ক্লিক করুন ।