Latest

Monday, April 4, 2022

Geography Generel Knowladge Shila Part-1 || ভূগোল জেনারেল নলেজ শিলা পর্ব - ১

 Geography Generel Knowladge Shila Part-1

Geography Generel Knowladge Shila Part-1


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি  Geography Generel Knowladge Shila Part-1 || ভূগোল জেনারেল নলেজ শিলা পর্ব - ১ ।

আজকে শিলা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর দেখে নাও - 

১) উৎপত্তি অনুসারে শিলা কয় প্রকার ?

উঃ- তিন প্রকার - আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা ও পাললিক শিলা।

২) শিলা নিয়ে অধ্যয়ন এবং গবেষণা সংক্রান্ত বিদ্যাকে কী বলে ?

উঃ- পেট্রোলজি (petrology)।

৩) ব্যাসল্ট কোন শিলার উদাহরণ ?

উঃ- আগ্নেয় শিলার।

৪) একটি রূপান্তরিত শিলার উদাহরণ কী ?

উঃ- মার্বেল।

৫) ভূত্বক প্রধানত কোন শিলা দ্বারা গঠিত ?

উঃ- আগ্নেয় শিলা।

৬) উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা কয় প্রকার ?

উঃ- দুই প্রকার - ১) নিঃসারী আগ্নেয় শিলা,

      ২) উদবেধী আগ্নেয় শিলা।

৭) কোন শিলায় স্তর দেখা যায় ?

উঃ- পাললিক শিলায়।

৮) কোন শিলা অপেক্ষাকৃত হালকা আগ্নেয় না পাললিক ?

উঃ- পাললিক শিলা।

৯) ভূ- ত্বকের উপরের হালকা স্তরকে কী বলে?

উঃ- সিয়াল ।

১০) সিয়াল কোন কোন উপাদান দ্বারা গঠিত?

উঃ- সিলিকন বা বালি ও অ্যালুমিনিয়াম(Al) ।

১১) সিমা কোন শিলা দ্বারা গঠিত ?

উঃ- ব্যাসল্ট শিলা।

১২) গুরুমণ্ডল ও ভূ- ত্বকের মাঝের অংশকে কী বলে ?

উঃ- মোহবিভাজন রেখা।

১৩) কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মাঝের অংশকে কী বলে ?

উঃ- গুটেনবার্গ বিযুক্তিরেখা।

১৪) সিয়াল ও সিমা স্তরের মধ্যে কোন বিযুক্তি অবস্থিত ?

উঃ- কনরাড বিযুক্তি।

১৫) অগ্নুৎপাত আগ্নেয়োচ্ছ্বাস প্রভৃতি কোন স্তর থেকে সংগঠিত হয় ?

উঃ-অ্যাস্থেনোস্ফিয়ার।


আজকের বিষয়ের PDF পেতে নীচের ডাউনলোডে ক্লিক করুন - Download PDF Click Here