Latest

Tuesday, April 26, 2022

Environmental Studies Question-Answer Part - 24।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৪

 Environmental Studies Question-Answer Part - 24

Environmental Studies Question-Answer Part - 24
Environmental Studies Question-Answer Part - 24

হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 24।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৪

বন্ধুরা তোমরা নিশ্চয় জানো বিভিন্ন চাকরীর পরীক্ষায় পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে । তাই আমি তোমাদের সাথে পরিবেশ বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে -

৩৪১। Phytoplankton কী ?

উঃ- জলে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদ।

৩৪২। পৃথিবী থেকে সম্পূর্ণ অবলুপ্তপ্রায় প্রাণীর নাম কী ?

উঃ- ম্যামথ।

৩৪৩। বায়ুর তেজষ্ক্রিয় বায়ু দুষকের নাম কী ?

উঃ-  স্ট্রনসিয়াম ও সিজিয়াম।

৩৪৪। কলকাতার আলিপুর চিড়িয়াখানায় পরিযায়ী পাখির সংখ্যা কমে যাওয়ার কারণ কী ?

উঃ- শব্দ দূষণের মাত্রা বৃদ্ধি।

৩৪৫। WHO এর মতানুযায়ী পানীয় জলের CDO কত হাওয়া উচিৎ  ?

উঃ- 10 ml/.litre এর কম।

৩৪৬। কুকুরের কামড় দ্বারা কোন ভাইরাস সংক্রমিত হয় ?

উঃ- রেবিস ভাইরাস।

৩৪৭। ম্যলেরিয়া রোগ বিস্তারকারী মশার প্রজাতির নাম কি ?

উঃ অ্যানোফিলিস স্পিঃ ।

৩৪৮। ব্যাগাসোসিস রোগ হয় প্রধানত কি থেকে ?

উঃ আখের সূক্ষ্ম ছিবড়ে থেকে ।

৩৪৯। MAB গঠনের সিদ্ধান্ত বাস্তবায়িত হয় কত সালে ?

উঃ ১৯৭২ সালে ।

৩৫০। MAB গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় কত সালে ?

উঃ ১৯৬৮ সালে ।

৩৫১। Monex কথাটি কোন কথাটি এসেছে ?

উঃ Monsoon Experiment.

৩৫২। মেসোথার্মস কী ?

উঃ মাঝারি তাপের উদ্ভিদ ।

৩৫৩। মাইক্রোথার্মস কী ?

উঃ কম তাপের উদ্ভিদ ।

৩৫৪। হেকিস্টোথার্মস উদ্ভিদ কোন জলবায়ুতে জন্মায় ?

উঃ তুন্দ্রা শীতল অঞ্চল ।

৩৫৫। আর্থ স্ক্যান কবে প্রতিষ্ঠিত হয় ?

উঃ ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় ।


আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।