Latest

Tuesday, April 26, 2022

Environmental Studies Question-Answer Part - 25 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৫

 Environmental Studies Question-Answer Part - 25

Environmental Studies Question-Answer Part - 25
Environmental Studies Question-Answer Part - 25

হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 25।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৫

বন্ধুরা তোমরা নিশ্চয় জানো বিভিন্ন চাকরীর পরীক্ষায় পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে । তাই আমি তোমাদের সাথে পরিবেশ বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে -

৩৫৬। কোন ধরনের বৃদ্ধি বিন্যাসে পপুলেশন বৃদ্ধির হার অত্যন্ত দ্রুত হয় ?

উঃ – ‘J’ আকারের ।

৩৫৭। মানুষের বৃদ্ধিতে কোন ধরনের বৃদ্ধি বিন্যাস দেখা যায় ?

উঃ – ‘S’ আকার ।

৩৫৮। জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে ?

উঃ – ম্যালথাস ।

৩৫৯। যে বিজ্ঞানী জন্মনিয়ন্ত্রণের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন তার নাম কি ?

উঃ – ইরলিচ ।

৩৬০। বার্লিন ম্যানডেট কত সালে সংগঠিত হয় ?

উঃ – ১৯৯৫ সালে ।

৩৬১। জনসংখ্যা বিশ্লেষণ বা জনসংখ্যা বিষয়ক আলোচনা কে কি বলে ?

উঃ – ডেমোগ্রাফি ।

৩৬২। কোনো দেশের জনসংখ্যা যদি সেই দেশের কার্যকর জমির অনুপাতে গড়ে ওঠে তবে তাকে কি বলে ?

উঃ – কাম্য জনসংখ্যা ।

৩৬৩। মানুষ ও জমির যে অনুপাতে লোকসংখ্যার তুলনায় কার্যকর জমির পরিমাণ বেশি হয় তাকে কি বলে ?

উঃ – জনসংখ্যাল্পতা ।

৩৬৪। ‘কাম্য জনসংখ্যা’ তত্ত্বের প্রবক্তা কে ?

উঃ – ম্যালথাস ।

৩৬৫। মশা নিধনে যে ব্যাকটেরিয়া প্রয়োগ করা হয়নি তার নাম কি ?

উঃ – ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ।

৩৬৬। স্যান্ডফ্লাই বাহিত রোগের নাম কি ?

উঃ – কালাজ্বর ।

৩৬৭। স্লিপিং সিকনেস রোগ ছড়ায় কোন মাছি ?

উঃ – সেটসি মাছি ।

৩৬৮। জনস্বাস্থ্যে রিজার্ভেয়র বলতে কাকে বোঝায় ?

উঃ – যেখানে রোগ জীবাণু সঞ্চিত হয় ও সংখ্যার বৃদ্ধি ঘটে ।

৩৬৯। যে রোগে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য যে টীকা প্রদান করা হয় তাকে কি বলে ?

উঃ – ইমউননাইজেশন ।

৩৭০। ছত্রাক দ্বারা উৎপন্ন যে রাসায়নিক পদার্থটি জীবের পক্ষে ক্ষতিকারক তাকে কি বলে ?

উঃ – মাইকোটক্সিন ।

৩৭১। DDT কে আবিষ্কার করেন ?

উঃ- ডাঃ মূলার ।

৩৭২। সোয়াইন ফ্লু এর ভাইরাসের নাম কি ?

উঃ- H1N1

৩৭৩। কুজনেৎস বক্ররেখাটির আকৃতি কেমন ?

উঃ – উল্টানো ‘U’ আকৃতির ।

৩৭৪। কুজনেৎস কার্ভ কি ?

উঃ – উন্নয়ন ও পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক যে রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় ।

৩৭৫। সিগময়েড কার্ভ কি ?

উঃ – সময় ও জনসংখ্যা বৃদ্ধির পারস্পরিক সম্পর্ক অনুসারে ধারন ক্ষমতা বোধক বক্ররেখা ।


আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।

কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ শে এপ্রিল ২০২২ দেখুন ।