Environmental Studies Question-Answer Part - 26
![]() |
Environmental Studies Question-Answer Part - 26 |
হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 26।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৬।
বন্ধুরা তোমরা নিশ্চয় জানো বিভিন্ন চাকরীর পরীক্ষায় পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে । তাই আমি তোমাদের সাথে পরিবেশ বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে -
৩৭৬। ম্যলথাসের কোন তত্ত্বের জনক বলা হয় ?
উঃ– জনসংখ্যা-হতাশা তত্ত্ব বা পপুলেশন পেসিমিসম তত্ত্ব ।
৩৭৭। রিকার্ডোকে কোন তত্ত্বের জনক বলা হয় ?
উঃ– শূন্য-উন্নয়নের নিত্যবৃত্ততার বা স্টেশনারি স্টেট তত্ত্ব ।
৩৭৮। Ecology শব্দটি কোন দুইটি শব্দের মিলিত রূপ ?
উঃ- গ্রিক শব্দ Oikas এবং Logos ।
৩৭৯। অম্লবৃষ্টির জন্য দায়ী গ্যাসগুলি কি কি ?
উঃ- SO2 এবং NO2
৩৮০। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি ?
উঃ- অশ্বত্থ ।
৩৮১। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি ?
উঃ- মেছোবিড়াল/ বাঘরোল
৩৮২। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি ?
উঃ- মাছরাঙা ।
৩৮৩। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি ?
উঃ- রজনীগন্ধা ।
৩৮৪। CIMMYT কোথায় অবস্থিত ?
উঃ- মেক্সিকো ।
৩৮৫। IRRI-এর পুরো নাম কি ?
উঃ- International Rice Research Institute ।
৩৮৬। NGC –এর পুরো নাম কি ?
উঃ- National Green Corps ।
৩৮৭। NEAC গঠিত হয় কত সালে ?
উঃ – ১৯৮৬ সালে ।
৩৮৮। মনুষ্য নির্মিত পরিবেশের নাম কি ?
উঃ- টেকনোস্ফিয়ার ।
৩৮৯। কোন সাল থেকে AIDS বিশ্বব্যাপী ত্রাসের সৃষ্টি করেছে ?
উঃ- ১৯৮১ সাল থেকে ।
৩৯০। ভারতে কবে সুনামী হয়েছিল ?
উঃ- ২০০৪ সালে ২৬ শে ডিসেম্বর ।
৩৯১। ন্যাশানাল আর্থকোয়েক ইনফরমেশন সেন্টার কোথায় অবস্থিত ?
উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র ।
৩৯২। মিনামাটা বিপর্যয় ঘটে কোন পদার্থের দূষণের ফলে ?
উঃ- পারদের বিষক্রিয়ার ফলে ।
৩৯৩। যে সকল ধাতু কিডনির ক্ষতি করে তাকে কি বলে ?
উঃ- নেফ্রোটক্সিক ।
৩৯৪। বায়ুতে যে তেজস্ক্রিয় মৌল পাওয়া যায় তার নাম কি ?
উঃ- থোরন ।
৩৯৫। মিনামাটা বিপর্যয় কোথায় ঘটেছিল ?
উঃ- জাপানে ।
৩৭৬। ম্যলথাসের কোন তত্ত্বের জনক বলা হয় ?
উঃ– জনসংখ্যা-হতাশা তত্ত্ব বা পপুলেশন পেসিমিসম তত্ত্ব ।
৩৭৭। রিকার্ডোকে কোন তত্ত্বের জনক বলা হয় ?
উঃ– শূন্য-উন্নয়নের নিত্যবৃত্ততার বা স্টেশনারি স্টেট তত্ত্ব ।
৩৭৮। Ecology শব্দটি কোন দুইটি শব্দের মিলিত রূপ ?
উঃ- গ্রিক শব্দ Oikas এবং Logos ।
৩৭৯। অম্লবৃষ্টির জন্য দায়ী গ্যাসগুলি কি কি ?
উঃ- SO2 এবং NO2
৩৮০। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি ?
উঃ- অশ্বত্থ ।
৩৮১। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি ?
উঃ- মেছোবিড়াল/ বাঘরোল
৩৮২। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি ?
উঃ- মাছরাঙা ।
৩৮৩। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি ?
উঃ- রজনীগন্ধা ।
৩৮৪। CIMMYT কোথায় অবস্থিত ?
উঃ- মেক্সিকো ।
৩৮৫। IRRI-এর পুরো নাম কি ?
উঃ- International Rice Research Institute ।
৩৮৬। NGC –এর পুরো নাম কি ?
উঃ- National Green Corps ।
৩৮৭। NEAC গঠিত হয় কত সালে ?
উঃ – ১৯৮৬ সালে ।
৩৮৮। মনুষ্য নির্মিত পরিবেশের নাম কি ?
উঃ- টেকনোস্ফিয়ার ।
৩৮৯। কোন সাল থেকে AIDS বিশ্বব্যাপী ত্রাসের সৃষ্টি করেছে ?
উঃ- ১৯৮১ সাল থেকে ।
৩৯০। ভারতে কবে সুনামী হয়েছিল ?
উঃ- ২০০৪ সালে ২৬ শে ডিসেম্বর ।
৩৯১। ন্যাশানাল আর্থকোয়েক ইনফরমেশন সেন্টার কোথায় অবস্থিত ?
উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র ।
৩৯২। মিনামাটা বিপর্যয় ঘটে কোন পদার্থের দূষণের ফলে ?
উঃ- পারদের বিষক্রিয়ার ফলে ।
৩৯৩। যে সকল ধাতু কিডনির ক্ষতি করে তাকে কি বলে ?
উঃ- নেফ্রোটক্সিক ।
৩৯৪। বায়ুতে যে তেজস্ক্রিয় মৌল পাওয়া যায় তার নাম কি ?
উঃ- থোরন ।
৩৯৫। মিনামাটা বিপর্যয় কোথায় ঘটেছিল ?