Environmental Studies Question-Answer Part - 28
![]() |
Environmental Studies Question-Answer Part - 28 |
হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 28।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৮।
বন্ধুরা তোমরা নিশ্চয় জানো বিভিন্ন চাকরীর পরীক্ষায় পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে । তাই আমি তোমাদের সাথে পরিবেশ বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে -
৪১৬। পেট্রোক্রপের উদাহরণ কি ?
উঃ- জ্যাট্রোপা
প্রজাতি ।
৪১৭। যে উদ্ভিদ থেকে পেট্রোলিয়াম
জাতীয় তরল হাইড্রোকার্বন পাওয়া যায় তার বৈজ্ঞানিক নাম কি ?
উঃ- হিভিয়া
ব্রাসিলিয়েনসিস ।
৪১৮। যে সকল গাছ থেকে হাইড্রোকার্বন
জাতীয় তেল পাওয়া যায় তাদের কি বলে ?
উঃ- পেট্রোক্রপ
।
৪১৯। এশিয়ার বৃহত্তম বায়ুশক্তির
উৎপাদন কেন্দ্র কোনটি ?
উঃ- গুজরাটের
পবনশক্তি প্রকল্প ।
৪২০। আমাদের রাজ্যের কোথায়
জৈবগ্যাস প্রকল্প চালু রয়েছে ?
উঃ- গোসাবাতে
।
৪২১। আমাদের দেশে কোথায় ভূতাপীয়
শক্তির সম্ভাবনা রয়েছে ?
উঃ- কোঙ্কন
ও মালাবারের পশ্চিমঘাট ।
৪২২। OTEC এর
পুরো নাম কি ?
উঃ- ওশিয়ান
থার্মাল এনার্জি কনভারশন্ ।
৪২৩। OTEC পদ্ধতিতে
প্রথম কোথায় বিদ্যুৎ উৎপাদন কত্রা হয় ?
উঃ- কিউবার
সমুদ্র তটে ।
৪২৪। ক্রিসমাস ট্রি উৎপাদনের
সঙ্গে যুক্ত
?
উঃ- পেট্রোলিয়াম
।
৪২৫। কোন বৈজ্ঞানিক প্রথম
সৌরশক্তিকে কাজে লাগিয়ে বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেন ?
উঃ- ফ্রান্সের
বিজ্ঞানী আগাস্তিন
মুশো ।
৪২৬। কোন বছর পৃথিবীর ৮১
টা দেশ লুপ্তপ্রায়(Sediment) চুক্তি সই করে ?
উঃ- ১৯৭৫
সালে ।
৪২৭। কেরালার সাইলেন্ট ভ্যালিকে
সংরক্ষণ করা হয়েছে তার কারণ কি ?
উঃ- বিরল
প্রজাতির কিছু উদ্ভিদ ও প্রাণী আছে ।
৪২৮। দি ন্যাশানাল ইন্সটিটিউট
অব এশানো গ্রাফি কোথায় অবস্থিত ?
উঃ- গোয়া
।
৪২৯। কত খ্রিস্টাব্দে নবতম
জৈব বৈচিত্র্য আইন(Biodiversity Act) ভারতীয় লোকসভায় অনুমোদন পেয়েছে
?
উঃ- ২০০২
সালে ।
৪৩০। কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট
স্তরে আলাদাভাবে স্বাধীন পরিবেশ মন্ত্রক চালু হয় কত সালে ?
উঃ- ১৯৮৫
সালে ।
৪৩১। পানীয় জলের গুণমান কত ?
উঃ- IS105000
৪৩২। পানীয় জলের ক্ষারত্বের
মান কত ?
উঃ- ২০০ মিলিগ্রাম/লিটার ।
৪৩৩। বাণিজ্যিক ঋণগ্রহীতাদের
কোন শংসাপত্র থাকা বাধ্যতামূলক ?
উঃ- ISO14000 ।
৪৩৪। দূষিত পদার্থ রূপে সিসার
উৎস কি ?
উঃ- পেট্রোল
।
৪৩৫। ২০০৯ সালে জলবায়ু বিষয়ক
বিশ্বসম্মেলন কোথায় হয়েছিল ?
উঃ- কোপেনহেগেন
।
৪১৬। পেট্রোক্রপের উদাহরণ কি ?
উঃ- জ্যাট্রোপা
প্রজাতি ।
৪১৭। যে উদ্ভিদ থেকে পেট্রোলিয়াম
জাতীয় তরল হাইড্রোকার্বন পাওয়া যায় তার বৈজ্ঞানিক নাম কি ?
উঃ- হিভিয়া
ব্রাসিলিয়েনসিস ।
৪১৮। যে সকল গাছ থেকে হাইড্রোকার্বন
জাতীয় তেল পাওয়া যায় তাদের কি বলে ?
উঃ- পেট্রোক্রপ
।
৪১৯। এশিয়ার বৃহত্তম বায়ুশক্তির
উৎপাদন কেন্দ্র কোনটি ?
উঃ- গুজরাটের
পবনশক্তি প্রকল্প ।
৪২০। আমাদের রাজ্যের কোথায়
জৈবগ্যাস প্রকল্প চালু রয়েছে ?
উঃ- গোসাবাতে
।
৪২১। আমাদের দেশে কোথায় ভূতাপীয়
শক্তির সম্ভাবনা রয়েছে ?
উঃ- কোঙ্কন
ও মালাবারের পশ্চিমঘাট ।
৪২২। OTEC এর
পুরো নাম কি ?
উঃ- ওশিয়ান
থার্মাল এনার্জি কনভারশন্ ।
৪২৩। OTEC পদ্ধতিতে
প্রথম কোথায় বিদ্যুৎ উৎপাদন কত্রা হয় ?
উঃ- কিউবার
সমুদ্র তটে ।
৪২৪। ক্রিসমাস ট্রি উৎপাদনের
সঙ্গে যুক্ত
?
উঃ- পেট্রোলিয়াম
।
৪২৫। কোন বৈজ্ঞানিক প্রথম
সৌরশক্তিকে কাজে লাগিয়ে বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেন ?
উঃ- ফ্রান্সের বিজ্ঞানী আগাস্তিন মুশো ।
৪২৬। কোন বছর পৃথিবীর ৮১
টা দেশ লুপ্তপ্রায়(Sediment) চুক্তি সই করে ?
উঃ- ১৯৭৫
সালে ।
৪২৭। কেরালার সাইলেন্ট ভ্যালিকে
সংরক্ষণ করা হয়েছে তার কারণ কি ?
উঃ- বিরল
প্রজাতির কিছু উদ্ভিদ ও প্রাণী আছে ।
৪২৮। দি ন্যাশানাল ইন্সটিটিউট
অব এশানো গ্রাফি কোথায় অবস্থিত ?
উঃ- গোয়া
।
৪২৯। কত খ্রিস্টাব্দে নবতম
জৈব বৈচিত্র্য আইন(Biodiversity Act) ভারতীয় লোকসভায় অনুমোদন পেয়েছে
?
উঃ- ২০০২
সালে ।
৪৩০। কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট
স্তরে আলাদাভাবে স্বাধীন পরিবেশ মন্ত্রক চালু হয় কত সালে ?
উঃ- ১৯৮৫
সালে ।
৪৩১। পানীয় জলের গুণমান কত ?
উঃ- IS105000
৪৩২। পানীয় জলের ক্ষারত্বের
মান কত ?
উঃ- ২০০ মিলিগ্রাম/লিটার ।
৪৩৩। বাণিজ্যিক ঋণগ্রহীতাদের
কোন শংসাপত্র থাকা বাধ্যতামূলক ?
উঃ- ISO14000 ।
৪৩৪। দূষিত পদার্থ রূপে সিসার
উৎস কি ?
উঃ- পেট্রোল
।
৪৩৫। ২০০৯ সালে জলবায়ু বিষয়ক
বিশ্বসম্মেলন কোথায় হয়েছিল ?
উঃ- কোপেনহেগেন
।