Latest

Tuesday, April 26, 2022

Environmental Studies Question-Answer Part - 27 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৭

 Environmental Studies Question-Answer Part - 27

Environmental Studies Question-Answer Part - 27
Environmental Studies Question-Answer Part - 27

হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 27।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৭

বন্ধুরা তোমরা নিশ্চয় জানো বিভিন্ন চাকরীর পরীক্ষায় পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে । তাই আমি তোমাদের সাথে পরিবেশ বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে -

৩৯৬। পারমানবিক পরীক্ষা বন্ধ করার আন্তর্জাতিক চুক্তির নাম কি ?

উঃ- কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি ।

৩৯৭। মন্ট্রিল চুক্তি কোন দেশে স্বাক্ষরিত হয় ?

উঃ- কানাডা

৩৯৮। ভূপালের গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসের নাম কি ?

উঃ- MIC

৩৯৯। ভূপালের গ্যাস দুর্ঘটনা কবে ঘটে ?

উঃ- ১৯৮৪ ।

৪০০। চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা ঘটে কোথায় ?

উঃ- রাশিয়ায় ।

৪০১। ভুপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোম্পানীর নাম কি ?

উঃ- ইউনিয়ন কার্বাইড ।

৪০২। কত কম্পাঙ্ক যুক্ত শব্দ আমরা শুনতে পাই ?

উঃ- ২০ থেকে ২০০০০ Hz কম্পাঙ্কের শব্দ ।

৪০৩। শব্দ দূষণ পরিমাপের একক কি ?

উঃ- ডেসিবেল ।

৪০৪। গ্রিক শব্দ ‘সিসমোস্‌’ কথার অর্থ কি ?

উঃ- ভূকম্পন ।

৪০৫। শব্দের মাত্রা কতখানি হলে কানের পর্দা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ?

উঃ- ১৬০ ডেসিবেলের বেশি ।

৪০৬। দ্বিপদ নামকরণের প্রবক্তা কে ?

উঃ- ক্যারোলাস লিনিয়াস ।

৪০৭। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতির কত দূরত্ব পর্যন্ত নীরব অঞ্চল ঘোষণা করা হয়ে থাকে ?

উঃ- ১০০ মিটার দূরত্ব পর্যন্ত ।

৪০৮। কিয়োটো চুক্তি কবে কোথায় স্বাক্ষরিত হয় ?

উঃ- ১৯৯৭ সালে ডিসেম্বর মাসে জাপানের কিয়োটো শহরে ।

৪০৯। গ্রিনহাউস গ্যাস এর নির্গমন রোধ করার জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয় ?

উঃ- কিয়োটো চুক্তি ।

৪১০। ভারতে কবে কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয় ?

উঃ- ২০০২ সালে ।

৪১১। কতগুলি দেশ কিয়োটো চুক্তি স্বাক্ষর করে ?

উঃ- ১৫৬ টি দেশ ।

৪১২। মন্ট্রিল চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?

উঃ- ১৯৮৭ সালের ১৬ই সেপ্টেম্বর ।

৪১৩। মন্ট্রিল চুক্তি কেন স্বাক্ষরিত হয় ?

উঃ- ওজোন স্তরের ক্ষয়রোধের জন্য ।

৪১৪। কে সর্বপ্রথম বাস্তুতন্ত্র বাঃ ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেন ?

উঃ- ১৯৩৫ সালে বিজ্ঞানী ট্যান্সলে ।

৪১৫। পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের সাধারণ নিউক্লিয়ার রি-অ্যাক্টরে জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয় ?

উঃ- U-235



আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো - Download PDF Here ।

পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ২৬ দেখুন ।