Latest

Tuesday, April 19, 2022

Daily Bengali Current Affairs 19th April 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৯শে এপ্রিল ২০২২

 Daily Bengali Current Affairs 19th April 2022

Daily Bengali Current Affairs 19th April 2022

Daily Bengali Current Affairs 19th April 2022

প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি Daily Bengali Current Affairs 19th April 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৯শে এপ্রিল ২০২২

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -


১। সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী আট দিনের ভারত সফরে এসেছেন ?

 (ক) শ্রীলংকা 
 (খ) অস্ট্রেলিয়া 
 (গ) মরিশাস 
 (ঘ) বাংলাদেশ ।

২। সাম্প্রতিক বিশ্বব্যাংকের রিপোর্ট অনুসারে, ভারতে কত শতাংশ দারিদ্র্য হ্রাস পেয়েছে ?

(ক) ১০ শতাংশ 
(খ) ১৩ শতাংশ 
 (গ) ১২.৩ শতাংশ 
(ঘ) ১৫ শতাংশ ।

৩। “বিশ্ব ঐতিহ্য দিবস” কবে পালিত হয় ?

(ক) 15 এপ্রিল 
 
(খ) 18 এপ্রিল 
 (গ) 16 এপ্রিল 
 (ঘ) 17 এপ্রিল ।

৪। কোন রাজ্য প্রথম “মাইগ্রেশন ট্র্যাকিং সিস্টেম অ্যাপ” তৈরি করেছে ?

(ক) হিমাচল প্রদেশ 
(খ) সিকিম 
(গ) মহারাষ্ট্র 
 (ঘ) আসাম ।

৫। সম্প্রতি মারা গেছেন মঞ্জু সিং, কে ছিলেন তিনি ?

(ক) লেখিকা 
(খ) অভিনেত্রী 
(গ) গায়িকা 
(ঘ) ফুটবলার ।

৬। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ভারতের প্রথম ইন্টারনেট রেডিও 'রেডিও ডাক' কোথায় চালু হয়েছে ?

(ক) দিল্লী 
(খ) মুম্বাই
(গ) নাগপুর 
(ঘ) পুনে ।

৭। উত্তর-পূর্বের সর্বোচ্চ জাতীয় পতাকা কোথায় উত্তোলন করা হবে ?

(ক) কেরালা
(খ) মণিপুর
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) পাঞ্জাব ।

৮। কোন দেশ ভারত থেকে কৃষি আমদানি স্থগিত করেছে ?

(ক) বাংলাদেশ
(খ) ইজরায়েল
(গ) ইন্দোনেশিয়া
(ঘ) ভারত ।

৯। প্রধানমন্ত্রী মোদি কোথায় WHO গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ?

(ক) পশ্চিমবঙ্গ
(খ) পাঞ্জাব
(গ) গুজরাট
(ঘ) হরিয়ানা ।

১০। কে “Advertising Standards Council of India”-এর নতুন CEO হয়েছেন ?

(ক) প্রভা নরসিংহন
(খ) মাধবী পুরী বুছ
(গ) মনীষা কাপুর
(ঘ) কোনটিই নয় ।


১১। NITI Aayog “জাতীয় তথ্য ও বিশ্লেষণ প্ল্যাটফর্ম” চালু করবে ।

১২। চীন দেশ সফলভাবে ‘Zhongxing-6D’ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে ।

১৩। নিউজিল্যান্ড দেশের ফাস্ট বোলার ‘হামিশ বেনেট’ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ।



আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – 
Download Here