Environmental Studies Question-Answer Part - 2
![]() |
Environmental Studies Question-Answer Part - 2 |
১১। কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয় ?
উঃ ১৯৮৯ সালে
১২। নয়নতারা গাছ থেকে ক্যানসারের যে দুটি ঔষধ তৈরি হয় তার নাম কি ?
উঃ ভিনক্রিস্টিন ও ভিনব্লাসটিন ।
১৩। অপিক্কো আন্দোলন কোথায় শুরু হয় ?
উঃ কর্ণাটকের সিরসী অঞ্চলের সলকানী বনাঞ্চলে পাণ্ডুরাও হেগরের নেতৃত্বে।
১৪। ভারতের জাতীয় পশু বাঘ কত সালে স্বীকৃতি পায়?
উঃ ১৯৭২ সালে।
১৫। এইডস সচেতনতা প্রসারের জন্য বিশ্ব এইডস দিবসে যে ট্রেনের উদ্বোধন হয় তার
নাম কি ?
উঃ লাল রিবন এক্সপ্রেস।
১৬। বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয় ?
উঃ ১লা ডিসেম্বর।
১৭। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়, বৃষ্টি ও মেঘের সৃষ্টি হয় ?
উঃ ট্রপোস্ফিয়ার।
১৮। রেডিও যোগাযোগের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরের গুরুত্ব বেশি ?
উঃ আয়নোস্ফিয়ার।
১৯। চীনের উপকূলে ঘূর্ণিবাতের নাম কি ?
উঃ টাইফুন ।
২০। জাপান(তাইওয়ান) উপকুলের ঘূর্ণিবাতের নাম কি ?
উঃ তাইফু ।
২১। অস্ট্রেলিয়ার উপকূলে ঘূর্ণিবাতের নাম কি ?
উঃ- উইলি উইলি ।
২২। পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরীয় উপকূলে শুষ্ক স্থানীয় বায়ুর নাম কি ?
উঃ হারমাটান
২৩। এপ্রিল- মে মাসে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত শুষ্ক বায়ুর নাম
কি ?
উঃ আঁধি ।
২৪। মার্কিন যুক্ত রাষ্ট্রের ঘূর্ণিঝড়ের নাম কি ?
উঃ টর্নেডো
২৫। ফিলিপাইন দীপপুঞ্জের ঘূর্ণিঝড়ের নাম কি ?
উঃ- ব্যাগিও ।