Bengali Dhoni Poribortan Practice Set - 2
১৬) ধ্বনি বিপর্যাসের একটি উদাহরণ হল –
(ক) কাল > কাইল
(খ) বালতি > বালটি
(গ) বাতাসা > বাসাতা
(ঘ) মাছ > মাচ।
১৭) ‘বাক্য > বাইক্ক’ কিসের উদাহরণ –
(ক) বিপর্যাস
(খ) আপিনিহিতি
(গ) মহাপ্রাণীভবন
(ঘ) অভিশ্রুতি।
১৮) বিষমীভবনের উদাহরণ হল –
(ক) ষোড়শ > ষোলো
(খ) খাচ্ছে > খাইসে
(গ) পরিষদ > পর্ষদ
(ঘ) লাল > নাল।
১৯) ‘ভক্তি > ভকতি’ –
(ক) বিপর্যাস
(খ) আপিনিহিতি
(গ) বিপ্রকর্ষ
(ঘ) অভিশ্রুতি।
২০) ‘গিল্ট > গিল্টি’ ধ্বনি পরিবর্তনের
কোন ধারা এখানে কাজ করেছে –
(ক) অন্ত্য ব্যঞ্জনাগম
(খ) মধ্য ব্যঞ্জনাগম
(গ) আদিস্বরাগম
(ঘ) অন্ত্যস্বরাগম।
২১) ‘বাবু > বাবুন’ ধ্বনি পরিবর্তনের কোন
ধারা এখানে কাজ করেছে –
(ক) অন্ত্য ব্যঞ্জনাগম
(খ) মধ্য ব্যঞ্জনাগম
(গ) আদিস্বরাগম
(ঘ) অন্ত্যস্বরাগম।
২২) ‘লক্ষী > লোক্খি’ ধ্বনি পরিবর্তনের
কোন কারণ এখানে কাজ করছে -
(ক) আবেগ জনিত
(খ) অন্যমনস্কতা জনিত
(গ) বাক্যন্ত্রের ত্রুটি
(ঘ) আরাম প্রবণতা।
২৩) ‘মৃত্তিকা > মাটি’ এখানে ধ্বনির কী
ধরণের রূপান্তর ঘটেছে –
(ক) মূর্ধন্যীভবন
(খ) স্বতমূর্ধন্যীভবন
(গ) মহাপ্রাণীভবন
(ঘ) স্বতমহাপ্রাণীভবন।
২৪) নাসিক্যভবনের উদাহরণ হল –
(ক) সূচ > ছুঁচ
(খ) শৃঙ্খল > শিকল
(গ) পদ্ম > পদ্দ
(ঘ) দন্ত > দাঁত ।
২৫) স্বতনাসিক্যভবনের উদাহরণ হল –
(ক) সূচ > ছুঁচ
(খ) শৃঙ্খল > শিকল
(গ) পদ্ম > পদ্দ
(ঘ) দন্ত > দাঁত ।
২৬) মহাপ্রাণীভবন কোনটি –
(ক) বিবাহ > বিভা
(খ) হস্ত > হথ্থ
(গ) করছি > কচ্ছি
(ঘ) চক্র > চক্ব ।
২৭) ‘সকল > সক্কল’ যে ধরনের পরিবর্তন তা
হল –
(ক) আবেগময়তা
(খ) শ্বাসাঘাত জনিত
(গ) অন্যমনস্কতা জনিত
(ঘ) বাক্যন্ত্রের ত্রুটি ।
২৮) ‘পাপড়ি > পাবড়ি’ - যার উদাহরণ তা
হল –
(ক) মূর্ধন্যীভবন
(খ) অল্পপ্রাণীভবন
(গ) ঘোষীভবন
(ঘ) অঘোষীভবন।
২৯) অন্যোন্য সমীভবন কোনটি –
(ক) গল্প > গোপপ
(খ) পক্ব > পক্ক
(গ) মহোৎসব > মোচ্ছব
(ঘ) ললাট > নলাড।
৩০) ‘তিনটা > তিনটে’ - যে ধরনের সঙ্গতি
তার হল –
(ক) অন্যোন্য
(খ) পরাগত
(গ) মধ্যগত
(ঘ) প্রগত।
উত্তরঃ- ১৬) বাতাসা > বাসাতা ,
১৭) আপিনিহিতি , ১৮) লাল>নাল ,
১৯) বিপ্রকর্ষ , ২০) অন্ত্যস্বরাগম ,
২১) অন্ত্য ব্যঞ্জনাগম , ২২) আরাম প্রবণতা
,
২৩) মূর্ধন্যীভবন , ২৪) দন্ত>দাঁত , ২৫)
সূচ>ছুঁচ , ২৬) বিবাহ>বিভা , ২৭) শ্বাসাঘাত জনিত ,
২৮) অঘোষীভবন , ২৯) মহোৎসব>মোচ্ছব ,
৩০) প্রগত।
আজকের বিষয়টির PDF টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করো -