Geography GK in Bengali PDF Part - 10
হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 10 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১০ ।
বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -
দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -
বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -
81. নিত্যবহ নদী কাকে বলে ?
উত্তরঃ- যে নদীতে সারাবছর জল প্রবাহিত হয় ।
82. ভারতের একটি নিত্যবহ নদীর উদাহরণ দাও ।
উত্তরঃ- গঙ্গানদী ।
83. নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয়সাধন করে ?
উত্তরঃ- অবঘর্ষ, ঘর্ষণ, জলপ্রবাহ ক্ষয়, বুদ্বুদ ক্ষয়,
দ্রবণ প্রক্রিয়ায় ।
84. নদী কী কী প্রক্রিয়ায় বহনকার্য করে ?
উত্তরঃ- লম্ফদান,
ভাসমান, দ্রবণ ও আকর্ষণ প্রক্রিয়ায় ।
85. নদী দ্বারা প্রবাহিত পদার্থকে কী বলে ?
উত্তরঃ- নদীর ভার বা বোঝা ।
86. চওড়া নদীর মোহানা কী নামে পরিচিত ।
উত্তরঃ- খাঁড়ি ।
87. পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের নদীগুলিতে জলের প্রধান
উৎস কোনটি ?
উত্তরঃ- বৃষ্টির জল ।
88. ভূপৃষ্ঠে প্রবহমান জলরাশির পরিমাণ কত শতাংশ ?
উত্তরঃ- পৃথিবীতে পৃষ্ঠজলের শতকরা পরিমাণ মিষ্টি জলের
মাত্র ১.৩ % ।
89. নদীতে জলের বহমানতা বজায় থাকে কীভাবে ?
উত্তরঃ- জলচক্রের মাধ্যমে ।
90. নদীর কোন্ গতিতে জলপ্রপাত দেখা যায় ।
উত্তরঃ- উচ্চগতিতে ।
91. জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে কী বলে ?
উত্তরঃ- প্লাঞ্জপুল বা প্রপাতকূপ ।
92. নদীবাহিত প্রস্তর খন্ড নদীতে আঘাত করে যে ক্ষয় সৃষ্টি
করে সেই ক্ষয়পদ্ধতির নাম কি ?
উত্তরঃ- অবঘর্ষ ক্ষয় ।
93. নদীর জলের প্রবাহ পরিমাপের একককে কী বলে ?
উত্তরঃ- কিউসেক ও কিউমেক ।
94. ভারত ও বাংলাদেশের সীমান্তে অবস্থিত একটি নিমজ্জমান
দ্বীপের নাম করো ।
উত্তরঃ- নিউমুর বা দক্ষিণ তালপট্টি ।
95. নদীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত ঘনফুট
জলকে কী বলে ?
উত্তরঃ- কিউসেক ।
96. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কী ?
উত্তরঃ- সুন্দরবন ।
97. গঙ্গা কেন আদর্শ নদী ।
উত্তরঃ- গঙ্গানদীতে উচ্চ বা পার্বত্য , মধ্য বা সমভূমি
, নিম্ন বা বদ্বীপ প্রবাহ সুস্পষ্ট , তাই একে আদর্শ নদী বলে ।
98. সুন্দরবন এলাকার কয়েকটি দ্বীপের নাম লেখো যেগুলি
ক্রমশ নিমজ্জিত হচ্ছে ।
উত্তরঃ- ঘোড়ামারা , লোহাচড়া ও নিউমুর ।
99. নিউমুর দ্বীপ বাংলাদেশে কী নামে পরিচিত ।
উত্তরঃ- দক্ষিণ তালপট্টি ।
100. নদীর ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে ?আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।
ভূগোল জেনারেল নলেজ পর্ব - ৯ দেখতে ক্লিক করুন ।