Bengali Dhoni Poribortan Practice Set - 1
Bengali Dhoni Poribortan Practice Set - 1
হ্যালো বন্ধুরা আমরা dhoni poriborton এবং dhoni poriborton এর বিভিন্ন রীতি ও ধার নিয়ে আলোচনা করছিলাম । বন্ধুরা তোমারা কম বেশি আশা করি বুঝতে পেরেছ ধ্বনি পরিবর্তন জিনিসটা কি এবং এর বিভিন্ন রীতি নিয়েও জেনেছ । আজকে আমরা কিছু প্রশ্ন দিলাম নিজেরা প্র্যাকটিস করো না পারলে নীচে উত্তর দেওয়া আছে দেখে নিতে পারো । অবশ্যই কমেন্ট করে জানিয়ো…
(ক) ৩
(খ) ৪
(গ) ৫
(ঘ) ৬ টি।
২) ‘স্থান > থান’ - কী ধরনের ধ্বনি পরিবর্তন ? -
২) ‘স্থান > থান’ - কী ধরনের ধ্বনি পরিবর্তন ? -
(ক) মধ্য বঞ্জনলোপ
(খ) আদি বঞ্জনলোপ
(গ) আদি স্বরলোপ
(ঘ) মধ্য স্বরলোপ ।
৩) একটি 'র'- শ্রুতির উদাহরণ হল –
৩) একটি 'র'- শ্রুতির উদাহরণ হল –
(ক) বানর >বাঁদর
(খ) বেয়ারা > বেহরা
(গ) পুষ্ট>পুরুষ্ট।
৪) 'বড়দিদি > বড়দি' - কী ধরনের ধ্বনি লোপ -
৪) 'বড়দিদি > বড়দি' - কী ধরনের ধ্বনি লোপ -
(ক) অন্ত্য স্বরলোপ
(খ) অন্ত্য বঞ্জনলোপ
(গ) সমাক্ষরলোপ।
৫) স্বরসঙ্গতি কয় প্রকার ?
৫) স্বরসঙ্গতি কয় প্রকার ?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫।
৬) 'বিলাতি>বিলিতি' যে ধরনের স্বরসঙ্গতি তার হল -
৬) 'বিলাতি>বিলিতি' যে ধরনের স্বরসঙ্গতি তার হল -
(ক) প্রগত
(খ) পরাগত
(গ) মধ্যগত
(ঘ) অন্যোন্য।
৭) শব্দের শুরুতে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে বলে -
৭) শব্দের শুরুতে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে বলে -
(ক) স্বরভক্তি
(খ) আদিস্বরাগম
(গ) বিপ্রকর্ষ
(ঘ) আদি বঞ্জনাগম।
৮) 'ওজা>রোজা' ধ্বনি পরিবর্তনের কোন ধারা এখানে কাজ করেছে -
৮) 'ওজা>রোজা' ধ্বনি পরিবর্তনের কোন ধারা এখানে কাজ করেছে -
(ক) অন্ত ব্যঞ্জনাগম
(খ) মধ্য ব্যঞ্জনাগম
(গ) আদিস্বরাগম
(ঘ) আদি ব্যঞ্জনাগম।
৯) ‘দেশি>দিশি’ ধ্বনি পরিবর্তনের কোন সঙ্গতি এখানে কাজ করছে -
৯) ‘দেশি>দিশি’ ধ্বনি পরিবর্তনের কোন সঙ্গতি এখানে কাজ করছে -
(ক) প্রগত
(খ) পরাগত
(গ) মধ্যগত
(ঘ) অন্যোন্য।
১০) ' তুমি > টুমি ' ধ্বনি পরিবর্তনের কোন কারণ এখানে কাজ করছে -
১০) ' তুমি > টুমি ' ধ্বনি পরিবর্তনের কোন কারণ এখানে কাজ করছে -
(ক) অনুকরণে ত্রুটি
(খ) শ্রবণ জনিত ত্রুটি
(গ) দ্রুত উচ্চারণ জনিত ত্রুটি
(ঘ) বাক্যন্ত্রের ত্রুটি।
১১) 'কোথা থেকে > কোত্থেকে ' - ধ্বনি পরিবর্তনের কোন কারণ এখানে কাজ করছে -
১১) 'কোথা থেকে > কোত্থেকে ' - ধ্বনি পরিবর্তনের কোন কারণ এখানে কাজ করছে -
(ক) অনুকরণে ত্রুটি
(খ) দ্রুত উচ্চারণ জনিত ত্রুটি
(গ) শ্রবণ জনিত ত্রুটি
(ঘ) বাক্যন্ত্রের ত্রুটি।
১২) ‘বাবা > বাপি’ ধ্বনি পরিবর্তনের কোন কারণ এখানে কাজ করছে -
১২) ‘বাবা > বাপি’ ধ্বনি পরিবর্তনের কোন কারণ এখানে কাজ করছে -
(ক) আবেগ জনিত
(খ) অন্যমনস্কতা জনিত
(গ) শ্রবণ জনিত ত্রুটি
(ঘ) শ্বাসাঘাত জনিত।
১৩) ' আত্মা>আত্তা ' ধ্বনি পরিবর্তনের কোন কারণ এখানে কাজ করছে -
১৩) ' আত্মা>আত্তা ' ধ্বনি পরিবর্তনের কোন কারণ এখানে কাজ করছে -
(ক) আবেগ জনিত
(খ) অন্যমনস্কতা জনিত
(গ) বাক্যন্ত্রের ত্রুটি
(ঘ) আরাম প্রবণতা।
১৪) ‘গামোছা > গামছা’ ধ্বনি পরিবর্তনের কোন কারণ এখানে কাজ করছে -
১৪) ‘গামোছা > গামছা’ ধ্বনি পরিবর্তনের কোন কারণ এখানে কাজ করছে -
(ক) শ্বাসাঘাত জনিত
(খ) অন্যমনস্কতা জনিত
(গ) বাক্যন্ত্রের ত্রুটি
(ঘ) আরাম প্রবণতা।
১৫) 'বন্ধ>বনধ্' ধ্বনি পরিবর্তনের যে কারণ এখানে কাজ করছে তা হল -
(ক) সামাজিক প্রভাব
(খ) অন্য ভাষার প্রভাব
(গ) ভৌগোলিক প্রভাব
(ঘ) আরাম প্রবণতা।
উত্তরঃ- ১) ৪ টি , ২) আদি বঞ্জনলোপ , ৩) পুষ্ট>পুরুষ্ট , ৪) সমাক্ষরলোপ , ৫) ৪ , ৬) মধ্যগত , ৭) আদিস্বরাগম , ৮) আদি ব্যঞ্জনাগম , ৯) পরাগত , ১০) বাকযন্ত্রের ত্রুটি , ১১) দ্রুত উচ্চারণ জনিত ত্রুটি , ১২) আবেগ জনিত , ১৩) আরাম প্রবণতা , ১৪) শ্বাসাঘাত জনিত , ১৫) অন্য ভাষার প্রভাব।
আজকের বিষয়টির PDF টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করো -