Latest

Tuesday, April 12, 2022

Environmental Studies Question-Answer Part - 3 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ৩

 Environmental Studies Question-Answer Part - 3 

Environmental Studies Question-Answer Part - 3
 Environmental Studies Question-Answer Part - 3 

হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব Environmental Studies Question-Answer Part - 3 ।। পরিবেশ বিদ্যা প্রশ্ন-উত্তর পর্ব - ৩ ।

যা তোমাদের Primary Tet , C-TET ছারাও বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে ।

২৬। ভারত মহাসাগরের দক্ষিণ-পূর্বাংশে ঘূর্ণিঝড়ের নাম কি ?

উঃ- ব্যাগুই।

২৭। ক্যারিবিয়ান উপসাগর ও পশ্চিমভারতীয় দীপপুঞ্জের ঘূর্ণিঝড়ের নাম কি ?

উঃ- হ্যারিকেন।

২৮। উপত্যকার ঢাল বরাবর নিম্নগামী বায়ুর নাম কি?

উঃ- ক্যাটাবেটিক বায়ু।.

২৯। উপত্যকার ঢাল বরাবর ঊর্ধ্বগামী বায়ুর নাম কি ?

উঃ- অ্যানাবেটিক বায়ু।

৩০। ইকোলজি শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন ?

উঃ- জার্মান বিজ্ঞানী আরনষ্ট হেকেল(১৮৬৯)।

৩১। ইকলজিক্যাল পিরামিড প্রবর্তন করেন কোন বিজ্ঞানী ?

উঃ- এলটন

৩২। বাস্তুতন্ত্রের শাক্তিপ্রবাহের একক কি ?

উঃ- কিলক্যালোরি।

৩৩। “Fundamental of Ecology” বইটির লেখক কে ?

উঃ- ওডাম

৩৪। খুব তাড়াতাড়ি জলকে শোধন করার জন্য জলে কি মেশানো হয় ?

উঃ- হ্যালোজেন ট্যাবলেট।

৩৫। কোন খনিজের অভাবে অ্যানিমিয়া রোগ হয় ?

উঃ- লোহা।

৩৬। কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয় ?

উঃ- আয়োডিন।

৩৭। সম্মিলিত জাতিপুঞ্জ কোন বছরকে ‘আন্তর্জাতিক বনবর্ষ’ রুপে ঘোষণা করেছে ?

উঃ- ২০১১ সালকে।

৩৮। পেঙ্গুইনদের রক্ষা করার জন্য ১২টি দেশের মধ্যে অ্যাণ্টার্টিকা চুক্তি সই কত সালে ?

উঃ- ১৯৫৯ সালে।

৩৯। কত সালে আন্তর্জাতিক পক্ষী মহাসভা পেঙ্গুইনদের রক্ষা করার আবেদন জানায় ?

উঃ- ১৯০৫ সালে।

৪০। কোন দুটি যৌগ  অ্যাণ্টার্টিকার উপরে ওজোনস্তর ছিদ্র সৃষ্টি করেছে ?
 

উঃ- ক্লোরোফ্লুরোকার্বন ও হ্যালনজাতীয় যৌগ।


আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করো