Latest

Saturday, November 30, 2024

RRB RAILWAY GK 7 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ৭ ।। Free PDF Download

 RRB RAILWAY GK 7 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ৭ ।। Free PDF Download


RRB RAILWAY GK 7 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ৭ ।। Free PDF Download



বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি,RRB RAILWAY GK 6 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ৬ ।। Free PDF Download.

তোমরা অনেকেই রেলের বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিলাপ করেছ, তাই আমরা তোমাদের সুবিধার্থে রেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ তোমাদের সাথে শেয়ার করব  যাতে তোমাদের পরীক্ষায় কাজে লাগে। 

তাই দেরি না করে দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলি এবং অবশ্যই PDF ডাউনলোড করে নিজের কাছে রেখে দাও ও বন্ধুদের শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমাদের আমরা আরও কীভাবে সাহায্য করতে পারি ।

RRB RAILWAY GK 7

১৪৬। ভারতীয় রেলওয়ের প্রথম মহিলা চেয়ারম্যান কে ছিলেন ?

উ:- জয়া ভার্মা ।

১৪৭। ভারতের প্রথম গ্রিন করিডর কোনটি?

উ:- মানামাদুরাই থেকে রামেশ্বরম

১৪৮। এশিয়া তথা ভারতের বৃহত্তম Marshalling yeard কোন্টি?

উ:- মোঘলসরাই।

১৪৯। ভারতের বৃহত্তম রেলওয়ে জংশন কোনটি ?

উ:- মথুরা।

১৫০। ভারতে কয়টি রেল প্রশিক্ষণ প্রতিষ্ঠান আছে ?

উ:- 5 টি ।

১৫১। কোন রাজ্যে দীর্ঘতম রেল লাইন আছে ?

উ:- উত্তরপ্রদেশ।

১৫২। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী ভারতের সবচেয়ে পরিষ্কার রেল স্টেশনের নাম কী ?

উ:- জয়পুর।

১৫৩। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী ভারতের সবচেয়ে অপরিষ্কার রেল স্টেশনের নাম কী?

উ:- পেরুঙ্গালাথুর (তামিলনাড়ু)

১৫৪। বৃহত্তম রেলওয়ে জোনটির নাম কি ?

উ:- উত্তর রেল।

১৫৫। কোন্ দেশ 'Flange Wheel'- আবিষ্কার করে?

উঃ- জার্মানি ।

১৫৬। যে প্ল্যাটফর্ম চারদিক রেল লাইন দ্বারা বেষ্টিত তাকে কি বলে ?

উঃ- Island প্ল্যাটফর্ম ।

১৫৭। ঐতিহ্যবাহী কান্দাঘাট স্টেশন যেটি সম্পূর্ণভাবে কাঠের তৈরি এবং যেটি 1903 সালে আগুনে পুড়ে গিয়েছিল সেটি কোথায় অবস্থিত ?

উঃ- হিমাচলপ্রদেশ

১৫৮। রেলওয়ে মন্ত্রক মালবাহী ট্রেনের জন্য কোন্ অ্যাপস্ তৈরি করেছে?

উঃ- SFOORTI অ্যাপস ।

১৫৯। কোন ট্রেন বিশ্বের প্রথম বায়ো-টয়লেট শুরু করে ?

উঃ- ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস

১৬০। ‘Matheren Hill Railway’ কোন্ রাজ্যে অবস্থিত ?

উঃ- মহারাষ্ট্র ।

১৬১। ভারতীয় রেলে পূর্বতম ডিভিশন কোনটি ?

উঃ- তিনশুকিয়া

১৬২। ভারতের প্রথম অন্ত্যোদয় এক্সপ্রেসের যাত্রাপথ কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ?

উঃ- দিল্লি থেকে কন্যাকুমারী

১৬৩। 100 শতাংশ LED আলো ব্যবহারকারী প্রথম রেল জোনটির নাম কি ?

উঃ- দক্ষিণ মধ্য রেল ।

১৬৪। কোন্ স্টেশনের পূর্বনাম ভিক্টোরিয়া টার্মিনাস ?

উঃ- ছত্রপতি শিবাজী টার্মিনাস ।

১৬৫। রেলওয়ে বোর্ডের সদস্য সংখ্যা কত ?

উঃ- 4

১৬৬। রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন ?

উঃ- জর্জ স্টিফেনসন ।

১৬৭। কালকা সিমলা পেট্রোল রেলগাড়ি যাত্রা শুরু করে কবে ?

উঃ- 1911 সালে ।

১৬৮। চিত্তরঞ্জনে প্রথম রেল ইঞ্জিন তৈরি হয় কবে ?

উঃ- নভেম্বর, 1950 সাল ।

১৬৯। Palace on Wheel-পরিযেবা শুরু হয় কবে থেকে ?

উঃ- 1982

১৭০। নর্থ ইস্টান ফ্রন্টিয়ার- রেলওয়ের দৈর্ঘ্য কত ?

উঃ- 3700 কিমি


আজকের PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।

আমাদের সাথে থাকতে এখানে ক্লিক করুন 

RRB RAILWAY GK 6 দেখতে এখানে ক্লিক করুন ।