RRB RAILWAY GK 7 || রেল সম্পর্কিত জেনারেল নলেজ পর্ব - ৭ ।। Free PDF Download
১৪৬। ভারতীয় রেলওয়ের
প্রথম মহিলা চেয়ারম্যান কে ছিলেন ?
উ:- জয়া ভার্মা ।
১৪৭। ভারতের প্রথম গ্রিন করিডর
কোনটি?
উ:- মানামাদুরাই থেকে রামেশ্বরম
১৪৮। এশিয়া তথা ভারতের বৃহত্তম
Marshalling yeard কোন্টি?
উ:- মোঘলসরাই।
১৪৯। ভারতের বৃহত্তম রেলওয়ে জংশন
কোনটি ?
উ:- মথুরা।
১৫০। ভারতে কয়টি রেল প্রশিক্ষণ
প্রতিষ্ঠান আছে ?
উ:- 5 টি ।
১৫১। কোন রাজ্যে দীর্ঘতম রেল লাইন
আছে ?
উ:- উত্তরপ্রদেশ।
১৫২। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী
ভারতের সবচেয়ে পরিষ্কার রেল স্টেশনের নাম কী ?
উ:- জয়পুর।
১৫৩। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী
ভারতের সবচেয়ে অপরিষ্কার রেল স্টেশনের নাম কী?
উ:- পেরুঙ্গালাথুর (তামিলনাড়ু)।
১৫৪। বৃহত্তম রেলওয়ে জোনটির নাম
কি ?
উ:- উত্তর রেল।
১৫৫। কোন্ দেশ 'Flange
Wheel'- আবিষ্কার করে?
উঃ- জার্মানি ।
১৫৬। যে প্ল্যাটফর্ম চারদিক রেল
লাইন দ্বারা বেষ্টিত তাকে কি বলে ?
উঃ- Island প্ল্যাটফর্ম ।
১৫৭। ঐতিহ্যবাহী কান্দাঘাট স্টেশন
যেটি সম্পূর্ণভাবে কাঠের তৈরি এবং যেটি 1903 সালে আগুনে পুড়ে গিয়েছিল সেটি কোথায় অবস্থিত
?
উঃ- হিমাচলপ্রদেশ
১৫৮। রেলওয়ে মন্ত্রক মালবাহী ট্রেনের
জন্য কোন্ অ্যাপস্ তৈরি করেছে?
উঃ- SFOORTI অ্যাপস ।
১৫৯। কোন ট্রেন বিশ্বের প্রথম
বায়ো-টয়লেট শুরু করে ?
উঃ- ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস
১৬০। ‘Matheren Hill Railway’
কোন্ রাজ্যে অবস্থিত ?
উঃ- মহারাষ্ট্র ।
১৬১। ভারতীয় রেলে পূর্বতম ডিভিশন
কোনটি ?
উঃ- তিনশুকিয়া
১৬২। ভারতের প্রথম অন্ত্যোদয় এক্সপ্রেসের
যাত্রাপথ কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ?
উঃ- দিল্লি থেকে কন্যাকুমারী
১৬৩। 100 শতাংশ LED আলো ব্যবহারকারী
প্রথম রেল জোনটির নাম কি ?
উঃ- দক্ষিণ
মধ্য রেল ।
১৬৪। কোন্ স্টেশনের পূর্বনাম ভিক্টোরিয়া
টার্মিনাস ?
উঃ- ছত্রপতি শিবাজী টার্মিনাস
।
১৬৫। রেলওয়ে বোর্ডের সদস্য সংখ্যা
কত ?
উঃ- 4
১৬৬। রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন
?
উঃ- জর্জ স্টিফেনসন ।
১৬৭। কালকা সিমলা পেট্রোল রেলগাড়ি
যাত্রা শুরু করে কবে ?
উঃ- 1911 সালে ।
১৬৮। চিত্তরঞ্জনে প্রথম রেল ইঞ্জিন
তৈরি হয় কবে ?
উঃ- নভেম্বর, 1950 সাল ।
১৬৯। Palace on Wheel-পরিযেবা
শুরু হয় কবে থেকে ?
উঃ- 1982
১৭০। নর্থ ইস্টান ফ্রন্টিয়ার-
রেলওয়ের দৈর্ঘ্য কত ?
আজকের PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।
আমাদের সাথে থাকতে এখানে ক্লিক করুন ।
RRB RAILWAY GK 6 দেখতে এখানে ক্লিক করুন ।