RRB GENERAL AWARENESS BIOLOGY PART 2 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ২ ।। Free PDF Download
(২৬) পর্দাবিহীন কোষীয়
অঙ্গানুটির নাম কী ?
উ:- সেন্ট্রোজোম (সেন্ট্রোজোম প্রাণীকোষে থাকে,উদ্ভিদকোষে থাকে না)।
(২৭) কোষ কোন পদ্ধতিতে তরল
খাদ্য গ্রহণ করে ?
উ:- পিনোসাইটোসিস পদ্ধতিতে।
(২৮) কোষের DNA-এর গঠন কে আবিষ্কার করেন ?
উ:- কোষের DNA-এর গঠন আবিষ্কার করেন ওয়াটসন ও ক্লিক।
(২৯) হৃদপেশীর ক্লান্ত না হওয়ার কারণ কী?
উ:- প্রচুর পরিমানে
মাইটোকনড্রিয়ার উপস্থিতির জন্য হৃদপেশী ক্লান্ত হয় না।
(৩০) উদ্ভিদ কোষের মূল উপাদান
কী ?
উ:- স্টার্চ হল এমন একটি
কার্বোহইড্রেট যা উদ্ভিদ কোষের মূল উপাদান।
(৩১) কোষ প্রাচীরের প্রধান
উপাদান কী?
উ:- সেলুলোজ হল কোষ প্রাচীরের
প্রধান উপাদান।
(৩২) বংশগতির ধারক ও বাহক বলা
হয় কাকে ?
উ:- ক্রোমোজোমকে।
(৩৩) প্রোটিন সংশ্লেষে
অংশগ্রহণকারী উৎসেচকটির নাম কী?
উ:- পেপটাইডাল ট্রান্সফারেজ।
(৩৪) প্রাণীকোষে উপস্থিত কোষ
বিভাজনে সহায়তাকারী কোষীয় অঙ্গানুটির নাম কী?
উ:- সেন্ট্রোজোম।
(৩৫) উদ্ভিদকোষের গলগিবডিকে কী
বলে ?
উ:- উদ্ভিদকোষের গলগিবডিকে
ডিকটিওজোম বলে।
(৩৬) তরল যোগকলা কাকে বলা হয় ?
উ:- রক্তকে।
(৩৭) খালি চোখে দেখা যায় এমন
কোষের সাইজ কত ?
উ:- খালি চোখে দেখা যায় এমন
কোযের সাইজ হল 100 মাইক্রন।
(৩৮) অ্যাক্সন ও ডেনড্রনের
মিলনস্থলকে কী বলে ?
উ:- অ্যাক্সন ও ডেনড্রনের
মিলনস্থলকে সাইন্যাপস বলে।
(৩৯) অ্যাক্সনে কোন আবরনী থাকে
?
উ:- অ্যাক্সনে মায়োলিন আবরনী থাকে।
(৪০) কান্ড বা মূলের অগ্রে যে
ভাজক কলা থাকে তাকে কী বলে ?
উ:- অগ্রস্থ ভাজক কলা বলে।
(৪১) কান্ডের পরিধি বৃদ্ধির
জন্য দায়ী কোন ভাজক কলা?
উ:- পার্শ্বস্থ ভাজক কলা।
(৪২) ক্লোরোপ্লাস্ট যুক্ত
প্যারেনকাইমাকে কী বলে ?
উ:- ক্লোরেনকাইমা ।
(৪৩) বায়ুপূর্ণ প্যারেনকাইমা
কোষকে কী বলে ?
উ:- এরেনকাইমা।
(৪৪) উদ্ভিদের মূল দ্বারা
শোষিত জল ও খনিজ লবণ পাতায় পরিবাহিত হয় কিসের মাধ্যমে?
উ:- জাইলেম কলার মাধ্যমে।
(৪৫) উদ্ভিদের পাতায় তৈরি
খাদ্য (সুগার সুক্রোজ) উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় কিসের মাধ্যমে ?
উ:- ফ্লোয়েম কলার মাধ্যমে।
(৪৬) উদ্ভিদের পরিবহনের এই
পদ্ধতিকে কী বলে ?
উ:- ট্রান্সলোকেশন ।
(৪৭) কোষের সবচেয়ে বাইরের
সীমানাটির নাম কি ?
উ:- প্লাজমা মেমব্রেন(এটি
কোষের ঝিল্লি নামেও পরিচিত)।
(৪৮) কোষের অভ্যন্তরে উপস্থিত
জেলির মতো পদার্থটিকে কি বলা হয় ?
উ:- সাইটোপ্লাজম।
(৪৯) একজন পূর্ণবয়স্ক মানুষের
দেহে কোষের সংখ্যা কত?
উ:- ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি ।
(৫০) রাইবোজোম গঠনে মুখ্য
ভূমিকা পালন করে কে ?
উ:- নিউক্লিয়াস।
আজকের PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।
আমাদের সাথে থাকতে এখানে ক্লিক করুন ।
RRB GENERAL AWARENESS BIOLOGY PART 1 ।