Latest

Monday, December 2, 2024

RRB GENERAL AWARENESS BIOLOGY PART 2 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ২ ।। Free PDF Download

 RRB GENERAL AWARENESS BIOLOGY PART 2 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ২ ।। Free PDF Download


RRB GENERAL AWARENESS BIOLOGY PART 2



RRB GENERAL AWARENESS BIOLOGY PART 2

বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি,RRB GENERAL AWARENESS BIOLOGY PART 2 || জীববিদ্যা কলা ও কোষ পর্ব - ২ ।। Free PDF Download.

তোমরা অনেকেই রেলের বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিলাপ করেছ, তাই আমরা তোমাদের সুবিধার্থে জীববিদ্যা কলা ও কোষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ তোমাদের সাথে শেয়ার করব  যাতে তোমাদের পরীক্ষায় কাজে লাগে। 

তাই দেরি না করে দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলি এবং অবশ্যই PDF ডাউনলোড করে নিজের কাছে রেখে দাও ও বন্ধুদের শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমাদের আমরা আরও কীভাবে সাহায্য করতে পারি ।

জীববিদ্যা কলা ও কোষ
RRB GENERAL AWARENESS BIOLOGY PART 2

(২৬) পর্দাবিহীন কোষীয় অঙ্গানুটির নাম কী ?

উ:- সেন্ট্রোজোম (সেন্ট্রোজোম প্রাণীকোষে থাকে,উদ্ভিদকোষে থাকে না)।

(২৭) কোষ কোন পদ্ধতিতে তরল খাদ্য গ্রহণ করে ?

উ:- পিনোসাইটোসিস পদ্ধতিতে।

(২৮) কোষের DNA-এর গঠন কে আবিষ্কার করেন ?

উ:- কোষের DNA-এর গঠন আবিষ্কার করেন ওয়াটসন ও ক্লিক।

(২৯) হৃদপেশীর ক্লান্ত  না হওয়ার কারণ কী?

উ:- প্রচুর পরিমানে মাইটোকনড্রিয়ার উপস্থিতির জন্য হৃদপেশী ক্লান্ত হয় না।

(৩০) উদ্ভিদ কোষের মূল উপাদান কী ?

উ:- স্টার্চ হল এমন একটি কার্বোহইড্রেট যা উদ্ভিদ কোষের মূল উপাদান।

(৩১) কোষ প্রাচীরের প্রধান উপাদান কী?

উ:- সেলুলোজ হল কোষ প্রাচীরের প্রধান উপাদান।

(৩২) বংশগতির ধারক ও বাহক বলা হয় কাকে ?

উ:- ক্রোমোজোমকে।

(৩৩) প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণকারী উৎসেচকটির নাম কী?

উ:- পেপটাইডাল ট্রান্সফারেজ।

(৩৪) প্রাণীকোষে উপস্থিত কোষ বিভাজনে সহায়তাকারী কোষীয় অঙ্গানুটির নাম কী?

উ:- সেন্ট্রোজোম।

(৩৫) উদ্ভিদকোষের গলগিবডিকে কী বলে ?

উ:- উদ্ভিদকোষের গলগিবডিকে ডিকটিওজোম বলে।

(৩৬) তরল যোগকলা কাকে বলা হয় ?

উ:- রক্তকে।

(৩৭) খালি চোখে দেখা যায় এমন কোষের সাইজ কত ?

উ:- খালি চোখে দেখা যায় এমন কোযের সাইজ হল 100 মাইক্রন।

(৩৮) অ্যাক্সন ও ডেনড্রনের মিলনস্থলকে কী বলে ?

উ:- অ্যাক্সন ও ডেনড্রনের মিলনস্থলকে সাইন্যাপস বলে।

(৩৯) অ্যাক্সনে কোন আবরনী থাকে ?

উ:- অ্যাক্সনে মায়োলিন আবরনী থাকে।

(৪০) কান্ড বা মূলের অগ্রে যে ভাজক কলা থাকে তাকে কী বলে ?

উ:- অগ্রস্থ ভাজক কলা বলে।

(৪১) কান্ডের পরিধি বৃদ্ধির জন্য দায়ী কোন ভাজক কলা?

উ:- পার্শ্বস্থ ভাজক কলা।

(৪২) ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে কী বলে ?

উ:- ক্লোরেনকাইমা ।

(৪৩) বায়ুপূর্ণ প্যারেনকাইমা কোষকে কী বলে ?

উ:- এরেনকাইমা।

(৪৪) উদ্ভিদের মূল দ্বারা শোষিত জল ও খনিজ লবণ পাতায় পরিবাহিত হয় কিসের মাধ্যমে?

উ:- জাইলেম কলার মাধ্যমে।

(৪৫) উদ্ভিদের পাতায় তৈরি খাদ্য (সুগার সুক্রোজ) উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় কিসের মাধ্যমে ?

উ:- ফ্লোয়েম কলার মাধ্যমে।

(৪৬) উদ্ভিদের পরিবহনের এই পদ্ধতিকে কী বলে ?

উ:- ট্রান্সলোকেশন ।

(৪৭) কোষের সবচেয়ে বাইরের সীমানাটির নাম কি ?

উ:- প্লাজমা মেমব্রেন(এটি কোষের ঝিল্লি নামেও পরিচিত)।

(৪৮) কোষের অভ্যন্তরে উপস্থিত জেলির মতো পদার্থটিকে কি বলা হয় ?

উ:- সাইটোপ্লাজম।

(৪৯) একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত?

উ:- ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি ।

(৫০) রাইবোজোম গঠনে মুখ্য ভূমিকা পালন করে কে ?

উ:- নিউক্লিয়াস।


আজকের PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।

আমাদের সাথে থাকতে এখানে ক্লিক করুন 

RRB GENERAL AWARENESS BIOLOGY PART 1 ।