Daily Bengali Current Affairs 3rd April 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৩রা এপ্রিল ২০২৫
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Bengali Current Affairs 3rd April 2025
১। সম্প্রতি কে আরবিআই-এর ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত
হয়েছেন ?
(ক) রজত গর্গ
(খ) অম্বুজ চন্দনা
(গ) পুনম গুপ্তা
(ঘ)
কোনটিই নয় ।
২। সম্প্রতি “বিশ্ব
অটিজম সচেতনতা দিবস” কবে পালিত হয়েছে?
(ক) ৩রা এপ্রিল
(খ) ১লা এপ্রিল
(গ) ২রা এপ্রিল
(ঘ) কোনটিই নয় ।
৩। সম্প্রতি
ভারতীয় ঘোড়সওয়ার নিহারিকা সিংহানিয়া কোন পদক জিতেছেন ?
(ক) ব্রোঞ্জ
(খ) রূপা
(গ) সোনা
(ঘ) কোনটিই নয় ।
৪। সম্প্রতি
কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছেন?
(ক) তেলেঙ্গানা
(খ) হিমাচল প্রদেশ
(গ) জম্মু-কাশ্মীর
(ঘ)
গুজরাট ।
৫। সম্প্রতি কোথায় আর্মি কমান্ডার কনফারেন্স
2025 শুরু হয়েছে?
(ক)নিউ দিল্লী
(খ) মুম্বাই
(গ) চেন্নাই
(ঘ) ব্যাঙ্গালুরু ।
৬। সম্প্রতি
কোন রাজ্যের গভর্নর 62তম জাতীয় সমুদ্র দিবস এবং মার্চেন্ট নেভি সপ্তাহের উদ্বোধন
করেছেন?
(ক) আসাম
(খ) মণিপুর
(গ) হিমাচল প্রদেশ
(ঘ) মহারাষ্ট্র ।
৭। সম্প্রতি সরহুল উৎসব কোথায় পালিত হয়েছে?
(ক) পাঞ্জাব
(খ) হরিয়ানা
(গ) ঝাড়খন্ড
(ঘ) বিহার ।
৮। সম্প্রতি SBI কার্ডের MD এবং CEO-এর দায়িত্ব কে গ্রহণ করেছেন?
(ক) প্রতীক জোশী
(খ) প্রমোদ গুপ্ত
(গ) সলিলা পান্ডে
(ঘ)
এদের কেউ নয় ।
৯। সম্প্রতি
কে IMF ব্যবস্থাপনা পরিচালকের টেকসই ও উন্নয়নের
উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছেন?
(ক) মনন কুমার
(খ) অজয় ভাদু
(গ) এন চন্দ্রশেখরন
(ঘ) এদের কেউ নয় ।
১০। সম্প্রতি
গ্রেট ইন্ডিয়ান সাইক্লোথন কোথায় শেষ হয়েছে ?