Daily Bengali Current Affairs 2nd April 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২রা এপ্রিল ২০২৫
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Bengali Current Affairs 2nd April 2025আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি ভারত এবং কোন দেশ দুর্যোগ ব্যবস্থাপনা এবং
সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে?
(ক) সুদান
(খ) ভিয়েতনাম
(গ) চিলি
(ঘ) আমেরিকা ।
২। সম্প্রতি “বিশ্ব
অটিজম সচেতনতা দিবস” কবে পালিত হয়েছে?
(ক) ৩রা এপ্রিল
(খ) ২রা এপ্রিল
(গ) ১লা এপ্রিল
(ঘ) কোনটিই নয় ।
৩। সম্প্রতি
কে মিয়ামি ওপেন 2025 এর শিরোপা জিতেছেন ?
(ক) জেসিকা পেলুগা
(খ) ইগা সিটকে
(গ) আরিনা সাবালেঙ্কা
(ঘ) কোনটিই নয়
।
৪। সম্প্রতি
বিখ্যাত সওদাগরী ব্লক প্রিন্ট কোথায় জিআই ট্যাগ পেয়েছে?
(ক) হায়দ্রাবাদ
(খ) মুম্বাই
(গ) আহমেদাবাদ
(ঘ) চেন্নাই ।
৫। সম্প্রতি সংগঠিত ভারতের যুব সংসদ 2025 কোথায়
আয়োজিত হয়েছিল?
(ক)নিউ দিল্লী
(খ) মুম্বাই
(গ) চেন্নাই
(ঘ) ব্যাঙ্গালুরু ।
৬। কোন রাজ্যে
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি 800 কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্প ও
প্রকল্পের উদ্বোধন করেছেন?
(ক) আসাম
(খ) মণিপুর
(গ) হিমাচল প্রদেশ
(ঘ) বিহার ।
৭। সম্প্রতি 47তম জাতীয় জুনিয়র গার্লস হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ কোন রাজ্য জিতেছে?
(ক) পাঞ্জাব
(খ) হরিয়ানা
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) বিহার ।
৮। সম্প্রতি DBS ব্যাঙ্ক ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কে যোগদান করেছেন ?
(ক) প্রতীক জোশী
(খ) প্রমোদ গুপ্ত
(গ) অম্বুজ চন্দনা
(ঘ) মানব ঠক্কর ।
৯। সম্প্রতি
কে প্রথম আফ্রিকান মহিলা হিসেবে কমনওয়েলথ মহাসচিব হয়েছেন?
(ক) প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
(খ) বিবেনা হোলি
(গ) শার্লি বোচওয়ে
(ঘ) এদের কেউ নয় ।
১০। সম্প্রতি
কে সফলভাবে ফ্রেম 2 মিশন চালু করেছে ?
(ক) ISRO
(খ) SpaceX
(গ) NASA
(ঘ) CNSA ।