Daily Current Affairs 9th January 2026 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৯ই জানুয়ারি ২০২৬
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
১। সম্প্রতি কে আঞ্চলিক AI ইমপ্যাক্ট সম্মেলনের আয়োজন করেছেন?
(ক) আসাম
(খ) পশ্চিমবঙ্গ
(গ) রাজস্থান
(ঘ) কোনটিই
নয় ।
২। সম্প্রতি কবে “পৃথিবী ঘূর্ণন দিবস” পালিত হয়?
(ক) ৯ই জানুয়ারি
(খ) ৭ই জানুয়ারি
(গ) ৮ই জানুয়ারি
(ঘ) ১০ই জানুয়ারি ।
৩। কোন
ব্যাংক সম্প্রতি “জিরো-ফরেক্স ডায়মন্ড রিজার্ভ ক্রেডিট কার্ড” চালু করেছে?
(ক) HDFC Bank
(খ) SBI Bank
(গ) IDFC First Bank
(ঘ) KOTAK Bank ।
৪। সম্প্রতি
ভারত আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাপনা সম্মেলন (IICDEM) ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে?
(ক) মুম্বাই
(খ) কলকাতা
(গ) নয়া দিল্লী
(ঘ) কোনটিই নয়
।
৫। সম্প্রতি, কোন রাজ্যের রাজ্যপাল মূল্যবোধভিত্তিক শিক্ষার জন্য সংস্কার শালা চালু করেছেন?
(ক) আসাম
(খ) ওড়িশা
(গ) মধ্যপ্রদেশ
(ঘ) এগুলোর
কোনোটিই ।
৬। সম্প্রতি, জাতিসংঘ কোন বছরকে আন্তর্জাতিক তৃণভূমি ও পশুপালনের বছর হিসেবে ঘোষণা করেছে?
(ক) ২০২৫
(খ) ২০২৪
(গ) ২০২৬
(ঘ) ২০২৭ ।
৭। সম্প্রতি, বিশ্বের প্রথম জৈব-বিটুমিন উৎপাদনকারী দেশ কে
হবে?
(ক) রাশিয়া
(খ) ফ্রান্স
(গ) ভারত
(ঘ) আমেরিকা
।
৮। সম্প্রতি
কোন রাজ্যে মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে?
(ক) ঝাড়খণ্ড
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ)
বিহার ।
৯। সম্প্রতি
ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোন রাজ্যে চলবে?
(ক) ওডিশা
(খ) মধ্যপ্রদেশ
(গ) হরিয়ানা
(ঘ) পশ্চিমবঙ্গ ।
১০। সম্প্রতি
HSBC প্রাইভেট ব্যাংকের CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
