Daily Bengali Current Affairs 4th April 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৪ঠা এপ্রিল ২০২৫
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Bengali Current Affairs 4th April 2025
১। সম্প্রতি কাকে IRDAI-এর পূর্ণকালীন সদস্য নিযুক্ত করা হয়েছে ?
(ক) রজত গর্গ
(খ) অজয় ভাদু
(গ) স্বামীনাথন এস আইয়ার
(ঘ) মনন কুমার ।
২। সম্প্রতি “হিন্দি
থিয়েটার দিবস” কবে পালিত হয়েছে ?
(ক) ২রা এপ্রিল
(খ) ১লা এপ্রিল
(গ) ৩রা এপ্রিল
(ঘ) কোনটিই নয় ।
৩। সম্প্রতি, কেন্দ্রীয় সরকার সারা দেশে কতগুলি একলব্য মডেল আবাসিক স্কুল খোলার লক্ষ্য নির্ধারণ করেছে ?
(ক) ৭৫০
(খ) ৭৪০
(গ) ৭২৮
(ঘ) ৭২০ ।
৪। সম্প্রতি
বাটালিক ক্রিকেট লিগ 2025 কোথায় আয়োজিত হয়েছে ?
(ক) জম্মু ও কাশ্মীর
(খ) হিমাচল প্রদেশ
(গ) লাদাখ
(ঘ)
গুজরাট ।
৫। স্টার্টআপ মহাকুম্ভের দ্বিতীয় সংস্করণ
সম্প্রতি কোথায় উদ্বোধন করা হয়েছে ?
(ক)নয়া দিল্লী
(খ) মুম্বাই
(গ) চেন্নাই
(ঘ) ব্যাঙ্গালুরু ।
৬। সম্প্রতি, মাইক্রোসফট তিনটি AI কেন্দ্র স্থাপনের জন্য কোন রাজ্যের সাথে একটি
চুক্তি স্বাক্ষর করেছে?
(ক) আসাম
(খ) মণিপুর
(গ) হিমাচল প্রদেশ
(ঘ) মহারাষ্ট্র ।
৭। সম্প্রতি রেলওয়ে স্টেশনগুলিতে সৌর শক্তি স্থাপনের ক্ষেত্রে কোন রাজ্য শীর্ষে
রয়েছে?
(ক) পাঞ্জাব
(খ) হরিয়ানা
(গ) রাজস্থান
(ঘ) বিহার ।
৮। সম্প্রতি PFRDA-এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
(ক) প্রতীক জোশী
(খ) প্রমোদ গুপ্ত
(গ) শিবাসুব্রমণিয়াম রমন
(ঘ) এদের কেউ নয় ।
৯। সম্প্রতি
প্রকাশিত RBI রিপোর্ট অনুযায়ী, 2000 টাকার নোট কত শতাংশ ফেরত এসেছে ?
(ক) 92.81%
(খ) 97.14%
(গ) 98.21%
(ঘ) কোনটিই নয় ।
১০। সম্প্রতি
ভারত কোন দেশকে WAVES 2025-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে ?
(ক) মালদ্বীপ
(খ) চিলি
(গ) শ্রীলংকা
(ঘ) জাপান।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।