Daily Bengali Current Affairs 1st April 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১ লা এপ্রিল ২০২৫
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Bengali Current Affairs 1st April 2025
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক ভারত
সফর করেছেন ?
(ক) সুদান
(খ) ভিয়েতনাম
(গ) চিলি
(ঘ) আমেরিকা ।
২। সম্প্রতি ‘রাজস্থান
দিবস’ কবে পালিত হয়েছে?
(ক) ৩রা এপ্রিল
(খ) ২রা এপ্রিল
(গ) ৩০শে মার্চ
(ঘ) ৩১শে মার্চ ।
৩। সম্প্রতি
কে তাসখন্দ ওপেন এক্সামভ মেমোরিয়াল খেতাব জিতেছে ?
(ক) প্রণব ভেঙ্কটেশ
(খ) ইগা সিটকে
(গ) নিহাল সরিন
(ঘ) ডি
গুকেশ ।
৪। প্রধানমন্ত্রী
ছাড়া সম্প্রতি কোথায় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে ?
(ক) সুদান
(খ) ভিয়েতনাম
(গ) সিরিয়া
(ঘ)
আমেরিকা ।
৫। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোথায় “পরিবেশ-2025”-এর জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন ?
(ক)নিউ দিল্লী
(খ) মুম্বাই
(গ) চেন্নাই
(ঘ) ব্যাঙ্গালুরু ।
৬। সম্প্রতি ‘Men’s Hockey Hero Asia Cup 2025’ কে হোস্ট করবে ?
(ক) আসাম
(খ) মণিপুর
(গ) হিমাচল প্রদেশ
(ঘ) বিহার ।
৭। সম্প্রতি, কোন রাজ্য সরকার রেশনের দোকান থেকে দরিদ্রদের
বিনামূল্যে ভালো মানের চাল দেওয়ার প্রকল্প শুরু করেছে ?
(ক) পাঞ্জাব
(খ) হরিয়ানা
(গ) তেলেঙ্গানা
(ঘ) বিহার ।
৮। সম্প্রতি
প্রথম ভারতীয় হিসেবে WTT স্টার প্রতিযোগীর চূড়ান্ত আটে পৌঁছেছে কে ?
(ক) প্রতীক জোশী
(খ) প্রমোদ গুপ্ত
(গ) মানব ঠক্কর
(ঘ)
মনীষা ভানওয়ালা ।
৯। সম্প্রতি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
(ক) বিবেক জোশী
(খ) বিবেনা হোলি
(গ) নিধি তিওয়ারি
(ঘ) রাজনীতি কোহলি ।
১০। সম্প্রতি
কে শিশুদের জন্য একটি বিশেষ গ্রীষ্মকালীন ছুটির ক্যালেন্ডার উন্মোচন করেছে?
(ক) ডাঃ এস জয়শঙ্কর
(খ) নরেন্দ্র মোদী
(গ) পীযূষ গয়াল
(ঘ) এদের
কেউ নয় ।