Life Science GK Bengali PDF Part - 36
![]() |
Life Science GK Bengali |
৬১) পৌষ্টিকনালি থেকে নিঃসৃত
হয় এরূপ কয়েকটি হরমোনের নাম করো ।
উঃ- গ্যাসট্রিন , সিক্রিটিন , প্যানক্রিওজাইমিন
ও কোলেসিস্টোকাইনিন ।
৬২) পিটুইটারির ট্রফিক হরমোন
দ্বারা নিয়ন্ত্রিত হয় না এমন তিনটি অনাল গ্রন্থির নাম করো ।
উঃ- প্যারাথাইরয়েড , অগ্ন্যাশয়
( আইলেটস অফ্ ল্যাংগারহ্যানস ) ও অ্যাড্রিনাল মেডালা ।
৬৩) পিটুইটারির অপর নাম কী ?
উঃ- হাইপোফাইসিস ।
৬৪) বৃক্ক থেকে নিঃসৃত হয়
এরূপ দুটি হরমোনের নাম করো ।
উঃ- রেনিন ও এরিথ্রোপয়োটিন ।
৬৫) টিট্যানি রোগ কেন হয় ?
উঃ- রক্তে প্যারাথাইরয়েড হরমোনের পরিমাণ কমে গেলে
টিট্যানি রোগ হয় ।
৬৬) HRF- এর পুরো নাম
কী ?
উঃ- হাইপোথ্যালামিক রিলিজিং
ফ্যাক্টর ।
৬৭) পিটুইটারী গ্রন্থি নিঃসৃত
কোন্ হরমোন ডিম্বাশয় ও শুক্রাশয়ের ক্ষরণ নিয়ন্ত্রণ করে ?
উঃ- গোনাডোট্রফিক হরমোন (GTH) ।
৬৮) লক্ষ অঙ্গ (Target organ) কী ?
উঃ- হরমোন যে অঙ্গের উপর কাজ
করে তাকে লক্ষ অঙ্গ বলে ।
৬৯) পিটুইটারির কোন্ হরমোন
সরাসরি দেহকোশের উপর কাজ করে ?
উঃ- সোমাটোট্রফিক হরমোন (STH) বা গ্রোথ
হরমোন (GH) ।
৭০) কী রকম কলা দিয়ে অগ্র
পিটুইটারি গঠিত ?
উঃ- গ্রন্থিময় আবরণী কলা ।
৭১) কীরকম কলা দিয়ে পশ্চাদ
পিটুইটারি গঠিত হয় ?
উঃ- স্নায়ুকলা ।
৭২) কোন্ হরমোনকে
অ্যান্টিডায়াবেটিক হরমোন বলে ?
উঃ- ইনসুলিন ।
৭৩) কোন্ পেশির সংকোচনে
ত্বকের রোম খাড়া হয় ?
উঃ- লোমোওলক পেশি বা
অ্যারেক্টরস পিলি।
৭৪) ইস্ট্রোজেন ক্ষরণের উৎস
কী ?
উঃ- ডিম্বাশয়ের পরিণত
ডিম্বথলি ।
৭৫) প্রোজেস্টেরন হরমোন
ক্ষরণের উৎস কী ?
উঃ- করোপাস লুটিয়াম ।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।