Latest

Tuesday, March 8, 2022

ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার || Right to religious freedom in the Indian Constitution ।। Free PDF Download

 ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার

ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার || Right to religious freedom in the Indian Constitution ।। Free PDF Download

আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভারতীয় সংবিধানের indian constitution ধর্মীয় স্বাধীনতার অধিকার Rights to Religious Freedom সম্পর্কে কিছু তথ্য । আশা করছি তোমাদের কাজে আসবে । তোমারা কমেন্ট করে জানাও তোমাদের আর কি দরকার বা কি লাগবে । আজকে দেখে নাও RRights to Religious Freedom সম্পর্কে -

ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার

অনুচ্ছেদ ২৫ -- প্রত্যেক নাগরিককে তার বিবেকের স্বাধীনতা, নিজস্ব ধর্ম অবলম্বন, পালন ও প্রচারের স্বাধীনতা দেওয়া হয়েছে । তবে এই স্বাধীনতা –

(ক) জনশৃঙ্খলা, জননৈতিকতা ও জনস্বাস্থ্যের স্বার্থে রাষ্ট্রকর্তৃক নিয়ন্ত্রণ সাপেক্ষ ।

(খ) রাষ্ট্র প্রয়োজন মনে করলে কোন অর্থনৈতিক, রাজনৈতিক বা সামাজিক কার্যকলাপ যা ধর্মীয় কাজের সঙ্গে সম্পর্কযুক্ত, তা আইন করে নিয়ন্ত্রণ করতে পারে ।

অনুচ্ছেদ ২৬ --  ধর্মীয় বিষয় সংক্রান্ত কার্য পরিচালনার স্বাধীনতা - জনশৃঙ্খলা ও জননৈতিকতা ও জনস্বাস্থ্যের স্বার্থ ব্যতিরেকে প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়ের নাগরিকের অধিকার আছে যে তারা –

(ক) ধর্মীয় ও দাতব্য উদ্দেশ্যে যে-কোন প্রতিষ্ঠান স্থাপন ও রক্ষণ করতে পারবে ।

(খ) তাদের ধর্ম বিষয়ক কার্যাবলী পরিচালনা করতে পারবে ।

(গ) স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিক হতে পারবে ।

(ঘ) আইন অনুযায়ী এই ধরনের সম্পত্তি পরিচালনা করতে পারবে ।

অনুচ্ছেদ ২৭ --  কোন ধর্মের প্রচার, প্রসার ও রক্ষণাবেক্ষণের জন্য কোন সম্প্রদায় বা ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না ।

অনুচ্ছেদ ২৮ -- নির্দিষ্ট কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাদানের স্বাধীনতা ১ নম্বর উপধারা অনুযায়ী, সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা দান নিষিদ্ধ ।

  • ২ নম্বর উপধারা অনুযায়ী, যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি স্বীকৃত কিন্তু কোন ট্রাস্ট দ্বারা গঠিত সেখানে ধর্মীয় শিক্ষাদানের ব্যাপারে ১ নম্বর উপধারা প্রযোজ্য হবে না ।
  • রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বা রাষ্ট্রের দ্বারা সাহায্যপ্রাপ্ত কোন শিক্ষা প্রতিষ্ঠানে যদি ধর্মীয় শিক্ষা দেওয়া হয় তাহলে এই ধরনের প্রতিষ্ঠান যোগদানকারী কোন ব্যক্তিকে বা তা অভিভাবকের (অপ্রাপ্তবয়স্ক ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে) বিনা সম্মতিতে তাকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে বাধ্য করা যাবে না ।

অনুচ্ছেদ ২৯ -- শিক্ষা ও সংস্কৃতির অধিকার সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থরক্ষা –

(১) সকল সম্প্রদায়ের মানুষ যারা ভারত ভূখণ্ডের যে কোন অংশের বাসিন্দা, তাদের নিজ নিজ ভাষা, লিপি ও সংস্কৃতির চর্চা করার ও রক্ষা করার অধিকার আছে ।

(২) সরকারি ও বেসরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ম, বংশ, বর্ণ, ভাষা, শ্রেণি - এইসব কারণে কাউকে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা যাবে না ।

অনুচ্ছেদ ৩০ -- সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার ।

(১) সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের, সে ভাষার ভিত্তিতেই হোক বা ধর্মের ভিত্তিতে, তাদের পছন্দমতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার ও পরিচালনা করার অধিকার থাকবে ।

(২) রাষ্ট্র এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সাহায্য দেওয়ার সময় কোন সংখ্যালঘু সম্প্রদায়ের দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ভিত্তিতে বৈষম্য করবে না যে ওই শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় বা ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়ের দ্বারা পরিচালিত ।

অনুচ্ছেদ ৩১ --  ১৯৭৮ সালের ৪৪ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছে ।


আজকের PDF টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন -  Download PDF Click Here ।

ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার সম্পর্কে জানুন