Histrory General Knowladge Part - 47
![]() |
Histrory General Knowladge |
বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –
১০৬৫। বাংলার প্রথম গভর্নর জেনারেল
কে ছিলেন ?
উঃ- ওয়ারেন হেস্টিংস।
১০৬৬। ওয়ারেন হেস্টিংস কত খ্রিস্টাব্দে রাজস্ব আদায়ের
জন্য ‘ভ্রাম্যমাণ কমিটি’ গঠন করেন ?
উঃ- ১৭৭২ খ্রিস্টাব্দে
(১৪ মে)।
১০৬৭। হেস্টি়ংস প্রবর্তিত ‘পাঁচশালা
ভূমি বন্দোবস্ত’র সময়সীমা কত ?
উঃ- ১৭৭২-৭৭ খ্রিষ্টাব্দ।
১০৬৮। রাজস্ব সংক্রান্ত 'আমিনি-কমিশন' কে গঠন করেন ?
উঃ- ওয়ারেন হেস্টিংস
(১৭৭৬ খ্রিস্টাব্দে)।
১০৬৯। বাংলায় দ্বৈত শাসনব্যবস্থার সময়সীমা কত খ্রিস্টাব্দ
পর্যন্ত ?
উঃ- ১৭৬৫-১৭৭২ খ্রিস্টাব্দ
পর্যন্ত।
১০৭০। বাংলায় ১৭৭০ খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ কত বঙ্গাব্দে
হয়েছিল ?
উঃ- ১১৭৬ বঙ্গাব্দে।
১০৭১। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন সংক্রান্ত ব্রিটিশ
পার্লামেন্টের প্রথম আইনের নাম কি ?
উঃ- রেগুলেটিং অ্যাক্ট
(১৭৭৩ খ্রিস্টাব্দে)।
১০৭২। কলকাতায় সুপ্রিমকোর্ট কবে গড়ে
তোলা হয় ?
উঃ- ১৭৭৪ খ্রিস্টাব্দে।
১০৭৩। কলকাতায় সুপ্রিমকোর্টের প্রথম সর্বোচ্চ বিচারকের
নাম কি ?
উঃ- স্যার ইলিজা ইম্পে।
১০৭৪। পিটের ভারত আইন কবে পাশ হয় ?
উঃ- ১৭৮৪ খ্রিস্টাব্দে।
১০৭৫। 'পিট' কে ছিলেন ?
উঃ- ইংল্যান্ডের প্রধানমন্ত্রী
ছিলেন স্যার উইলিয়াম পিট।
১০৭৬। পিটের ভারতশাসন আইন কবে কার্যকরী করা হয় ?
উঃ- ১৭৮৫ খ্রিস্টাব্দের
১ জানুয়ারি।
১০৭৭। বাংলা প্রদেশকে 35 টি জেলায় বিভক্ত করে প্রত্যেক
জেলায় একটি করে দেওয়ানি ও ফৌজদারি আদালত স্থাপন করেন কে ?
উঃ- ওয়ারেন হেস্টিংস।
১০৭৮। ভারতের সিভিল সার্ভিস ব্যবস্থার ভিত্তি স্থাপন কে
করেন ?
উঃ- লর্ড কর্নওয়ালিস।
১০৭৯। “Indian Penal Code” বা ভারতীয় দন্ডবিধি আইন কবে
পাস হয় ?
উঃ- ১৮৩৪ খ্রিস্টাব্দে।
১০৮০। মাদ্রাজে কবে সুপ্রিমকোর্ট স্থাপিত হয় ?
উঃ- ১৮০০ খ্রিস্টাব্দে।
১০৮১। বোম্বাই-এ কত খ্রিস্টাব্দে সুপ্রিম
কোর্ট স্থাপিত হয় ?
উঃ- ১৮২৩ খ্রিস্টাব্দে।
১০৮২। কোন গভর্নর জেনারেলের আমলে “ভারতীয় দন্ডবিধি” আইন
পাশ হয় ?
উঃ- লর্ড বেন্টিঙ্কের
আমলে।
১০৮৩। ১৭৯৩ খ্রিস্টাব্দে প্রথম সনদ আইন পাস হওয়ার কত বছর
পর দ্বিতীয় তৃতীয়,ইত্যাদি সনদ আইন পাশ হয় ?
উঃ- ২০ বছর অন্তর।
১০৮৪। চতুর্থ সনদ আইন পাস কবে হয়েছিল ?
উঃ- ১৮৫৩ খ্রিস্টাব্দে।
১০৮৫। “Indian High Court Act” কবে পাশ হয়েছিল ?
উঃ- ১৮৬১ খ্রিস্টাব্দের
১৬ আগস্ট।
১০৮৬। কত-তম সনদ আইন অনুসারে বাংলার প্রশাসন পরিচালনার
জন্য একজন লেফটেন্যান্ট নিয়োগ করা হয় ?
উঃ- চতুর্থ সনদ আইন
(১৮৫৩ খ্রিস্টাব্দে)।
১০৮৭। Public Work Department (P.W.D) গঠন করেন কোন গভর্নর
জেনারেল ?
উঃ- লর্ড ডালহৌসি।
১০৮৮। কোন গভর্নর জেনারেল প্রথম শাসন বিভাগ থেকে বিচার
বিভাগকে পৃথক করেন ?
উঃ- লর্ড কর্নওয়ালিস
(১৭৯৩ খ্রিস্টাব্দে)।
১০৮৯। কোন গভর্নর জেনারেল ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় ইংরেজায়ন
ঘটায় ?
উঃ- লর্ড কর্নওয়ালিস।
আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।
To Know More About Indian History Click Here