ভারতের শিল্প সমূহ বাংলা জিকে পর্ব - ১৮
নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, Bengali Mixed GK Part - 18 ।। ভারতের শিল্প সমূহ বাংলা জিকে পর্ব - ১৮ ।। Free PDF Download ।
আজকের জেনারেল নলেজ গুলি দেখে নাও আশা করি তোমাদের কাজে লাগবে । প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করে নিতে পারো ।
Bengali Mixed GK
ভারতের শিল্প সমূহ
সিল্ক বয়ন শিল্প / রেশম শিল্প : এখানে দুটি কারণে রেশম শিল্প গড়ে উঠেছে – মোমাছি প্রতিপালন এবং দক্ষ শ্রমিকের প্রাচুর্য । কর্ণাটক রেশম উৎপাদনে প্রথম । এরপর যথাক্রমে পশ্চিমবঙ্গ ও বিহারের তক্ষণ ।
পশম শিল্প : পাঞ্জাব (ধারিয়াল, অমৃতসর, লুধিয়ানা, ফিরোজপুর) , মহারাষ্ট্র (মুম্বাই), উত্তরপ্রদেশ (কানপুর, মিজাপুর, আগ্রা, নৈকপুর) ইত্যাদি ।
পাট : পৃথিবীর সবচেয়ে বেশি পাটজাত দ্রব্য ভারতে তৈরি হয় । প্রধানত পশ্চিমবঙ্গে এই শিল্প দেখা যায় । এরপর অন্ধপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের স্থান ।
লৌহ ও ইস্পাত : কাঁচামাল ও জ্বালানির নিকটে গড়ে উঠেছে, জামসেদপুর (ঝাড়খণ্ড), দুর্গাপুর, বার্নপুর ( পশ্চিমবঙ্গ), ভিলাই (ছত্তিশগড়), সালেম (তামিলনাড়ু), বিশাখাপত্তনম(অন্ধপ্রদেশ), ভদ্রাবতী (কর্ণাটক), বোকারো (ঝাড়খন্ড), রৌরকেল্লা (ওড়িশা) ।
অ্যালুমিনিয়াম : কাঁচামালের সহজলভ্যতা, ভালো যোগাযোগ ব্যবস্থা ও সস্তায় বিদ্যুৎ যেখানে পাওয়া যায়, ওড়িশার হীরাকুঁদ, কোরাপুট, উত্তরপ্রদেশের রেণুকোট, মধ্যপ্রদেশের কোরবা, মহারাষ্ট্রের রত্নাগিরি । তামিলনাড়ুর মিটুর, এলয় ।
তামা : রাজস্থানের ক্ষেত্রী, আলওয়ার, ঝুনঝুন, ঝাড়খণ্ডের সংরভূম, অন্ধ্রপ্রদেশ, অগ্নিগুণ্ডালি ।
ভারী যন্ত্রাংশ : বাঁচি, বিশাখাপত্তনম, দুর্গাপুর, তিরুচিরাপল্লী, মুম্বাই, নাইনি ।
মেশিনের যন্ত্রাংশ নির্মাণ শিল্প : এটি প্রধানত ভারী শিল্প সুরক্ষা সরঞ্জাম, গাড়ি, রেলইঞ্জিন, ইলেকট্রিক মেশিন প্রভৃতির জন্য গড়ে উঠেছে । হরিয়ানা, বেঙ্গালুরু, পিঞ্জর, কেরালার কালময়াসরী, হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, শ্রীনগর, আজমীর ।
ভারী বিদ্যুতিক উপকরণ : বিদ্যুতের উপকরণ সমূহ এখানে পাওয়া যায় যেমন – ভূপাল, তিরুচিরা পল্লী, জম্মু, হায়দ্রাবাদের রামচন্দ্রপুরম, হরিদ্বার, বেঙ্গালুরু এবং উত্তরপ্রদেশের জগদীশপুর ।
রেলের উপকরণ : রেলইঞ্জিন তৈরির কারখানা – পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন, বারাণসী, জামশেদপুর, ভূপাল, ইত্যাদি । রেলবগি তৈরির কারখানা – তামিলনাড়ুর পেরাম্বুর পাঞ্জাবের কাপুরথালা, এছাড়া বেঙ্গালুরু এবং কলকাতায় নির্মিত হয় ।
জাহাজ নির্মাণ : হিন্দুস্থান শিপইয়ার্ড (বিশাখাপত্তনম) , কোচিন শিপইয়ার্ড, মুম্বাই (মাডগোঁওডক) এবং কলকাতা (গার্ডেনরিচ ওয়ার্কশপ) । ভারতীয় নৌবাহিনীর জন্য শুধুমাত্র মাজগাঁওতে জাহাজ নির্মাণ করা হয় ।
সাইকেল : মুম্বাই, আসানসোল, শোনপথ, দিল্লি, চেন্নাই, জলন্ধর এবং লুধিয়ানায় ।
ট্রাক্টর : ফরিদাবাদ, পিঞ্জোর, দিল্লি, মুম্বাই, চেন্নাই ।
সারশিল্প : ন্যাপথাকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে প্রায় 70% কারখানায় নাইট্রোজেনযুক্ত সার তৈরি হয় , ন্যাপথা হল তৈল শৌনাগারের একটি উপজাত দ্রব্য । ফসফেট কারখানা নির্ভর করে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে পাওয়া ফসফেটের উপর । 1461 সালে ফার্টিলাইজার কর্পোরেশন অব্ ইন্ডিয়া (FCL) গঠন করা হয় । 1974 সালে ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড গঠিত হয় । সিন্ধ্রি (বিহার) , নাঙ্গাল , ট্রম্বে , গোরক্ষপুর , দুর্গাপুর , নামপুর , কোচি , রৌরকেল্লা , নেভেলি , বারাণসী ভদোদরা , বিশাখাপত্তনম , কোটা , কানপুর ।
পোকা - মাকড় ধ্বংসসাধন ঔষধ : দিল্লি এবং আলওয়ারা ।
চিনি শিল্প কারখানা : উত্তরপ্রদেশ , মহারাষ্ট্র , অন্ধ্রপ্রদেশ , তামিলনাড়ু , কর্ণাটক এবং বিহারে গড়ে উঠেছে ।
বিমান পোত : হিন্দুস্থান এরোনটিক্স ইন্ডিয়া লিমিটেড । রবার কারখানা : উত্তরপ্রদেশের বেড়েলি , গুজরাটের বরোদা সিন্থেটিক রবার তৈরির কারখানা , মুম্বাই , আমেদাবাদ এবং অমৃতসর ।
আজকের Bengali Mixed GK Part - 18 টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করো -
PDF Details:
PDF Name : ভারতের শিল্প সমূহ
Language : বাংলা
PDF Size : 0.22 MB
No. of Pages : 02
Download Link : Click Here To Download