Latest

Saturday, February 19, 2022

Life Science GK Bengali PDF Part - 19 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ১৯

 Life Science GK Bengali PDF Part - 19

Life Science GK Bengali PDF Part - 19
Life Science GK Bengali
নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 19 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ১৯ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম । 

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Life Science GK Bengali

258. সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে যৌগরূপে সরাসরি গ্রহণ করে কোন মৌলটিকে ?

উঃ- CO2

259. শ্বেতসার জাতীয় খাদ্যের কার্বনের প্রাথমিক উৎস কি?

উঃ‌- বায়ুর  CO2 গ্যাস।

260. একটি গ্যাসের নাম বল যা উদ্ভিদ এবং প্রাণী কেউই বায়ু থেকে সরাসরি গ্রহণ করতে পারে না ।

উঃ- নাইট্রোজেন।

261.মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কত ?

উঃ- 0.1 - 0.5% ।

262. বাতাসের নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করতে সক্ষম এমন একটি জীবাণুর নাম কি ?

উঃ- অ্যাজাটোব্যাক্টর।

263. কোন শৈবাল বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন শোষণ করে ?

উঃ- নষ্টক, অ্যানাবিনা শৈবাল বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন শোষণ করে।

264. মাটিতে নাইট্রোজেন কি অবস্থায় থাকে ?

উঃ- নাইট্রেট যৌগরূপে থাকে।

265. একটি মিথোজীবী ব্যাক্টেরিয়ার নাম বল যা বাতাসের নাইট্রোজেন শোষণে সক্ষম ।

উঃ- রাইজোবিয়াম।

266. একটি নাইট্রিফাইং ব্যাক্টেরিয়ার নাম বল ।

উঃ- নাইট্রোসোমোনাস।

267. একটি অ্যামোনিফাইং ব্যাক্টেরিয়ার নাম  বল ।

উঃ- ব্যাসিলাস মাইকয়ডিস।

268. একটি ডি-নাইট্রিফাইং ব্যাক্টেরিয়ার নাম বল ।

উঃ- থিয়োব্যাসিলাস।

269. বাস্তুতন্ত্রে উৎপাদক কারা ?

উঃ- সবুজ উদ্ভিদ।

270. একটি ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ দাও ।

উঃ- ভলভক্স।

271. একটি জুপ্ল্যাঙ্কটনের উদাহরণ দাও ।

উঃ- সাইক্লপস্।

272. বাস্তুতন্ত্রে বিয়োজক কারা ?

উঃ- ব্যাক্টেরিয়া, ছত্রাক।

273. বাস্তুতন্ত্রের কোন পুষ্টিস্তরের সদস্য সংখ্যা সবচেয়ে কম ?

উঃ- বাস্তুতন্ত্রের সর্বোচ্চ খাদক পুষ্টিস্তরের সদস্য সংখ্যা সবচেয়ে কম।

274. বাস্তুতন্ত্রের শক্তির উৎস কি ?

উঃ- সূর্য।

275. শক্তি প্রবাহের 10 শতাংশের সূত্র কে প্রবর্তন করেন ?

উঃ- বিজ্ঞানী লিন্ডেম্যান।

276. পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের উদাহরণ দাও 

উঃ- জলদাপাড়া।

277. জলদাপাড়া অভয়ারণ্য কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত ?

উঃ- একশৃঙ্গ গন্ডার।

278. পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল হওয়ার জন্য পৃথিবীকে কি বলা হয় ?

উঃ- Water planet.

279. পশ্চিমবঙ্গের কোথায় বাঘ সংরক্ষণ করা হয় ?

উঃ- সুন্দরবনে।

280. ভারতের একটি জাতীয় অরণ্যের নাম বল ।

উঃ- করবেট ন্যাশনাল পার্ক।

281. বাস্তুতন্ত্রে উৎপাদক ও খাদকের মধ্যে কাদের সংখ্যা বেশি ?

উঃ- উৎপাদকের সংখ্যা বেশি।

282. ভারতের একটি বিলুপ্ত প্রাণীর নাম কী।

উঃ- গোলাপি মাথা হাঁস।


Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here