Latest

Monday, February 21, 2022

Bengali Mixed GK Part - 20 ।। বিভিন্ন বৈজ্ঞানিক আবিস্কার বাংলা জিকে পর্ব - ২০ ।। Free PDF Download

 বিভিন্ন বৈজ্ঞানিক আবিস্কার বাংলা জিকে পর্ব - ২০


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, Bengali Mixed GK Part - 20 ।। বিভিন্ন বৈজ্ঞানিক আবিস্কার বাংলা জিকে পর্ব - ২০ ।। Free PDF Download ।

আজকের জেনারেল নলেজ গুলি দেখে নাও আশা করি তোমাদের কাজে লাগবে । প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করে নিতে পারো ।

Bengali Mixed GK

বিভিন্ন বৈজ্ঞানিক আবিস্কার


১) এরোপ্লেন কে কত সালে আবিষ্কার করেন ?

উঃ- যুক্তরাষ্ট্রের অরভিল এবং উইলবার রাইট ১৯০৩ সালে এরোপ্লেন আবিষ্কার করেন।

২) বল পয়েন্ট পেন কে কত সালে আবিষ্কার করেন ?

উঃ- যুক্তরাষ্ট্রের‌ জেন জে লাউজ ১৮৮৮ সালে বল পয়েন্ট পেন আবিষ্কার করেন।

৩) সিনেমা কে কত সালে আবিষ্কার করেন ?

উঃ- ফ্রান্সের নিকোলাই এবং জাঁ ল্যুমিয়ের ১৯৮৫ সালে সিনেমা আবিষ্কার করেন।

৪) ইলেকট্রনিক কম্পিউটার কে কত সালে আবিষ্কার করেন ?

উঃ- ব্রিটেনের ড. অ্যানাম এম টারিং ১৮২৪ সালে ইলেকট্রনিক কম্পিউটার আবিষ্কার করেন।

৫) গ্রামোফোন কে কত সালে আবিষ্কার করেন ?

উঃ- যুক্তরাষ্ট্রের টমাস আলভা এডিসন ১৮৭৮ সালে গ্রামোফোন আবিষ্কার করেন।

৬) দেশলাই কে আবিষ্কার করেন ?

উঃ- ব্রিটেনের জন ওয়াকার ১৮২৬ সালে দেশলাই আবিষ্কার করেন ।

৭) হিপোলাইট কে কবে আবিষ্কার করেন ?

উঃ- হিপোলাইট ১৮৬৯ সালে মার্জারিন আবিষ্কার করেন।

৮) সেলাই মেশিন কে কবে আবিষ্কার করেন ?

উঃ- যুক্তরাষ্ট্রের বাইনেমি হিমেশয়ার ১৮২৯ সালে সেলাই মেশিন আবিষ্কার করেন।

৯) স্পিনিং ফ্রেম কে কবে আবিষ্কার করেন ?

উঃ- ব্রিটেনের স্যার রিচার্ড আর্কবাইট ১৭৬৯ সালে স্পিনিং ফ্রেম আবিষ্কার করেন।

১০) টেলিগ্রাম কে কবে আবিষ্কার করেন ?

উঃ- ব্রিটেনের এস ল্যাসনড ১৭৮৭ সালে টেলিগ্রাম আবিষ্কার করেন।

১১) কে কবে থার্মোমিটার আবিষ্কার করেন ?

উঃ- ইতালির গ্যালিলিও ১৫৯৩ সালে থার্মোমিটার আবিষ্কার করেন।

১২) ট্র্যানজিস্টার কে আবিষ্কার করেন ?

উঃ- যুক্তরাষ্ট্রের বারডিন, কাকলি ও ব্র্যাটিন ট্র্যানজিস্টার আবিষ্কার করেন ।

১৩) হাত ঘড়ি কে আবিষ্কার করেন ?

উঃ- ইতালির বারথোনেমিট ম্যানক্রেডি ১৪৫২ সালে হাতঘড়ি আবিষ্কার করেন।

১৪) এক্স-রশ্মি কে কবে আবিষ্কার করেন ?

উঃ- জার্মানির উইনহেনম কে রন্টজেন ১৮৯৫ সালে এক্স-রশ্মি আবিষ্কার করেন।

১৫) টাইপ রাইটার কে কবে আবিষ্কার করেন ?

উঃ- ইতালির পেলেগ্রিন ট্যারি ১৮০৮ সালে টাইপ রাইটার আবিষ্কার করেন।

১৬) ওয়াশিং মেশিন কে কবে আবিষ্কার করেন ?

উঃ- যুক্তরাষ্ট্রের হার্লি মেশিন কোম্পানি ১৯০৭ সালে ওয়াশিং মেশিন আবিষ্কার করেন ।

১৭) হেলিকপ্টার কে কবে আবিষ্কার করেন ?

উঃ- ফ্রান্সের এটিয়েন উইমিচেন ১৯২৪ সালে হেলিকপ্টার আবিষ্কার করেন।

১৮) সেফটিপিন কে কবে আবিষ্কার করেন ?

উঃ- যুক্তরাষ্ট্রের ওয়াটার হান্ট ১৮৪৯ সালে সেফটিপিন আবিষ্কার করেন‌।

১৯) ফটোগ্রাফি কে কবে আবিষ্কার করেন ?

উঃ- যুক্তরাষ্ট্রের জন কারবাট ১৮৮৮ সালে ফটোগ্রাফি আবিষ্কার করেন ।

২০) জলাতঙ্কের টিকা কে কবে আবিষ্কার করেন ?

উঃ- লুই পাস্তুর ১৮৬৭ সালে জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন ।

২১) ‘রেয়ন’ কে কবে আবিষ্কার করেন ?

উঃ- ব্রিটেনের স্যার জোসেফ জোয়ান ১৮৮৩ সালে ‘রেয়ন’ আবিষ্কার করেন ।




আজকের Bengali Mixed GK Part - 20 টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করো -

PDF Details:

PDF Name : বিভিন্ন বৈজ্ঞানিক আবিস্কার
Language : বাংলা
PDF Size : 0.12 MB
No. of Pages : 02
Download Link : Click Here To Download